০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ডুর্য়াসে সোনাখালি জঙ্গলে বনকর্মী ও কাঠ পাচারকারীদের মধ্যে সংর্ঘষ শূন্যে গুলি

শুভজিৎ দেবনাথ– ডুয়ার্স­ ডুয়ার্সের সোনাখালি জঙ্গলে বনকর্মী ও কাঠ পাচারকারী দের মধ্যে সংঘর্ষের জেরে চললো গুলি! শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ডুর্য়াসের অর্ন্তগত জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট রেঞ্জের সোনাখালী বিটের মাইচকা নদী এলাকায়।

জানা গেছে– রাতভর ভারী বৃষ্টির জেরে নদীতে জল বাড়ার সঙ্গে সঙ্গেই ডুয়ার্স জুড়ে দাপাদাপি কাঠ মাফিয়াদের দৌরাত্ম্য শুরু হয়। এদিন রাতে প্রায় কুড়ি থেকে পঁচিশ জনের কাঠ মাফিয়াদের একটি দল বনকর্মীদের কাঠ উদ্ধার করতে বাঁধা দেয়। এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে– বনকর্মীরা শূন্যে গুলি চালালে কাঠ চোরেরা পালিয়ে যায়।

সূত্রের খবর– নদীতে জল বাড়ার সঙ্গে সঙ্গেই রাতভর অভিনব কায়দায় চলে সোনাখালি জঙ্গলের কাঠ পাচার। এই নদী পথেই রাতের অন্ধকারে গাড়ির চাকার টিউব করে শাল– সেগুনের লক বেঁধে উজানে ছেড়ে দেয় এক দল পাচারকারী। অন্যদিকে– ভাটিতে বসে বসে আর আরেকদল পাচারকারী। এভাবেই চলে পাচার চক্র। দীর্ঘদিন ধরেই এলাকায় কাঠ পাচারের অভিযোগ চলে আসছিল। যদিও নাগালের বাইরে ছিল কাঠ মাফিয়ারা। তবে শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মোরাঘাট রেঞ্জের সোনাখালী বিটের মাইচকা নদীতে হানা দিয়ে বন কর্মীরা কাঠ উদ্ধার করতে গেলে পাচারকারীর দলের সঙ্গে সংঘর্ষ বাঁধে।

খবর পেয়ে এদিন গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মোরাঘাট রেঞ্জের এ সি এফ বিপাশা পারুল ও ধূপগুড়ি থানার পুলিশ সোনাখলীর মাইচকা নদীতে রাতভর যৌথ তল্লাশি চালায়। উদ্ধার হয় ৭০-৮০ সেফটি শাল গাছের লক। যাঁর বাজারমূল্য  আণুমানিক কয়েক লক্ষ টাকা। উদ্ধার হওয়া লকগুলো সোনাখালি  বনবাংলোতে নিয়ে যাওয়া হয়েছে বলেই বন দফতর সূত্রে খবর। যদিও এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বন দফতর। পাচারকারীদের উদ্দেশ্যে তল্লাশি চালাচ্ছে বন কর্মীরা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডুর্য়াসে সোনাখালি জঙ্গলে বনকর্মী ও কাঠ পাচারকারীদের মধ্যে সংর্ঘষ শূন্যে গুলি

আপডেট : ২৮ অগাস্ট ২০২১, শনিবার

শুভজিৎ দেবনাথ– ডুয়ার্স­ ডুয়ার্সের সোনাখালি জঙ্গলে বনকর্মী ও কাঠ পাচারকারী দের মধ্যে সংঘর্ষের জেরে চললো গুলি! শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ডুর্য়াসের অর্ন্তগত জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট রেঞ্জের সোনাখালী বিটের মাইচকা নদী এলাকায়।

জানা গেছে– রাতভর ভারী বৃষ্টির জেরে নদীতে জল বাড়ার সঙ্গে সঙ্গেই ডুয়ার্স জুড়ে দাপাদাপি কাঠ মাফিয়াদের দৌরাত্ম্য শুরু হয়। এদিন রাতে প্রায় কুড়ি থেকে পঁচিশ জনের কাঠ মাফিয়াদের একটি দল বনকর্মীদের কাঠ উদ্ধার করতে বাঁধা দেয়। এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে– বনকর্মীরা শূন্যে গুলি চালালে কাঠ চোরেরা পালিয়ে যায়।

সূত্রের খবর– নদীতে জল বাড়ার সঙ্গে সঙ্গেই রাতভর অভিনব কায়দায় চলে সোনাখালি জঙ্গলের কাঠ পাচার। এই নদী পথেই রাতের অন্ধকারে গাড়ির চাকার টিউব করে শাল– সেগুনের লক বেঁধে উজানে ছেড়ে দেয় এক দল পাচারকারী। অন্যদিকে– ভাটিতে বসে বসে আর আরেকদল পাচারকারী। এভাবেই চলে পাচার চক্র। দীর্ঘদিন ধরেই এলাকায় কাঠ পাচারের অভিযোগ চলে আসছিল। যদিও নাগালের বাইরে ছিল কাঠ মাফিয়ারা। তবে শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মোরাঘাট রেঞ্জের সোনাখালী বিটের মাইচকা নদীতে হানা দিয়ে বন কর্মীরা কাঠ উদ্ধার করতে গেলে পাচারকারীর দলের সঙ্গে সংঘর্ষ বাঁধে।

খবর পেয়ে এদিন গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মোরাঘাট রেঞ্জের এ সি এফ বিপাশা পারুল ও ধূপগুড়ি থানার পুলিশ সোনাখলীর মাইচকা নদীতে রাতভর যৌথ তল্লাশি চালায়। উদ্ধার হয় ৭০-৮০ সেফটি শাল গাছের লক। যাঁর বাজারমূল্য  আণুমানিক কয়েক লক্ষ টাকা। উদ্ধার হওয়া লকগুলো সোনাখালি  বনবাংলোতে নিয়ে যাওয়া হয়েছে বলেই বন দফতর সূত্রে খবর। যদিও এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বন দফতর। পাচারকারীদের উদ্দেশ্যে তল্লাশি চালাচ্ছে বন কর্মীরা।