২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নারী স্বাস্থ্যকর্মীদের কাজে ফিরতে বলল তালিবান

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৮ অগাস্ট ২০২১, শনিবার
  • / 41

পুবের কলম, ওয়েবডেস্কঃ আফগানিস্তানে চিকিৎসা সেবায় নিয়োজিত নারীদের তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে তালিবান। শুক্রবার তালিবানের বিবৃতিতে বলা হয়– স্বাস্থ্য ও চিকিৎসা খাতে কর্মরত নারীদের কর্মস্থলে ফিরে যেতে কোনও বাধা নেই। এর আগে তালিবানের অন্যতম মুখপাত্র মুহাম্মদ নাঈম ওয়ারদাক বলেছিলেন– ইসলামি শরিয়াহ আইন অনুযায়ী তাদের সরকার পরিচালিত হবে এবং সেখানে নারীরা শিক্ষা ও চাকরি করার সুযোগ পাবেন। তবে তিনি একথাও বলেছিলেন–  শরিয়াহ আইনে নারীকে যতটুকু স্বাধীনতা দেওয়া হয়েছে তারা ততটুকু স্বাধীনতাই ভোগ করবে। তালিবানের পক্ষ থেকে সম্প্রতি আরও জানানো হয়েছিল– নারীদের ব্যাপারে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত ঘোষণা না করা পর্যন্ত তারা যেন কর্মস্থলে ফিরে না যায়। তবে স্বাস্থ্যখাতে নারী চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের অনুপস্থিতিতে দৃশ্যত মারাত্মক সমস্যা তৈরি হওয়ার কারণে জরুরি ভিত্তিতে এই খাতে কর্মরত নারীদের যোগ দেওয়ার আহ্বান জানাল তালিবান।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নারী স্বাস্থ্যকর্মীদের কাজে ফিরতে বলল তালিবান

আপডেট : ২৮ অগাস্ট ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ আফগানিস্তানে চিকিৎসা সেবায় নিয়োজিত নারীদের তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে তালিবান। শুক্রবার তালিবানের বিবৃতিতে বলা হয়– স্বাস্থ্য ও চিকিৎসা খাতে কর্মরত নারীদের কর্মস্থলে ফিরে যেতে কোনও বাধা নেই। এর আগে তালিবানের অন্যতম মুখপাত্র মুহাম্মদ নাঈম ওয়ারদাক বলেছিলেন– ইসলামি শরিয়াহ আইন অনুযায়ী তাদের সরকার পরিচালিত হবে এবং সেখানে নারীরা শিক্ষা ও চাকরি করার সুযোগ পাবেন। তবে তিনি একথাও বলেছিলেন–  শরিয়াহ আইনে নারীকে যতটুকু স্বাধীনতা দেওয়া হয়েছে তারা ততটুকু স্বাধীনতাই ভোগ করবে। তালিবানের পক্ষ থেকে সম্প্রতি আরও জানানো হয়েছিল– নারীদের ব্যাপারে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত ঘোষণা না করা পর্যন্ত তারা যেন কর্মস্থলে ফিরে না যায়। তবে স্বাস্থ্যখাতে নারী চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের অনুপস্থিতিতে দৃশ্যত মারাত্মক সমস্যা তৈরি হওয়ার কারণে জরুরি ভিত্তিতে এই খাতে কর্মরত নারীদের যোগ দেওয়ার আহ্বান জানাল তালিবান।