০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘শান্তি ভঙ্গ করার ষড়যন্ত্র,’ বেঙ্গালুরুর স্কুলে বোমা হামলার হুমকি প্রসঙ্গে দাবি কর্নাটকের মুখ্যমন্ত্রীর

পুবের কলম ওয়েবডেস্ক:

 

শুক্রবার বেঙ্গালুরুর সাতটি স্কুলে বোমা আতঙ্ক নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কর্নাটকেএদিন বেঙ্গালুরুর প্রায় সাতটি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল এসেছেসকাল ১১ থেকে ১১.১০ নাগাদ ওই হুমকি মেলগুলি আসেতারপর স্থানীয় পুলিশ প্রশাসন তড়িঘড়ি সেই স্কুলগুলি খালি করে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ করেএইবার এই নিয়ে মন্তব্য করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইতিনি জানিয়েছেন, রাজ্য়ের শান্তি বিঘ্নিত করার জন্য এটি একটা ষড়যন্ত্রএদিকে পুলিশও সেই হুমকি মেইল বিভিন্ন বিষয় খতিয়ে দেখে প্রাথমিক অনুমান হিসেবে জানিয়েছে যে এই হুমকি কোনও মিথ্যা প্রতারণার অংশ বিশেষ

এই ঘটনায় সংবাদ সংস্থা এএনআইকে বোম্মাই বলেছেন, “রাজ্যের শান্তি বিঘ্নিত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে কর্নাটক একটি প্রগতিশীল রাজ্য কিন্তু কয়েকজন সেই ছবিটা ক্রমাগত নষ্ট করার চেষ্টা করছে পুলিশ আধিকারিকদের এই মামলাটি বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছেতিনি এই ঘটনায় স্কুলের পড়ুয়াদের অভিভাবকদেরও আশ্বস্ত করেছেন অভিভাবকদের চিন্তা না করার আর্জি জানিয়েছেন তিনি এই ঘটনায় প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি তাঁর আরও সংযোজন, “যাঁরা এই বোমা হামলার হুমকি দিয়েছে তাদের খুঁজে বের করা হবে গ্রেফতারও করা হবে তাদের কার্যকরী নিরাপত্তা গ্রহণ করা হয়েছে এই ঘটনায় তদন্ত জারি রয়েছে

পুলিশের তরফে জানানো হয়েছে যে তারা সমস্ত স্কুল ঘুরে দেখেছেন। বেঙ্গালুরুর পূর্ব জ়োনের যুগ্ম পুলিশ কমিশনার সুব্রমান্যশ্বরা রাও বলেছেন, “বোমার হুমকির ইমেলগুলিও স্কুলগুলিতে অনুষ্ঠিত হওয়া এসএসএলসি পরীক্ষার সাথে মিলে যাচ্ছে। এর আগেও পরীক্ষার সময় আমাদের কাছে এই ধরনের ভুয়ো কল এসেছে। অভিভাবক শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার দরকার নেই। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। আমরা সব স্কুল খতিয়ে দেখেছি এবং কিছুই পাইনি।তাঁর আরও সংযোজন, “সমস্ত বোমার হুমকি ইমেলগুলি বিভিন্ন ইমেল আইডি থেকে পাঠানো হয়েছে ।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

নেতানিয়াহুর শাসন পছন্দ নয়! এক বছরে ইসরাইল ছেড়েছেন প্রায় ৭০ হাজার ইহুদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘শান্তি ভঙ্গ করার ষড়যন্ত্র,’ বেঙ্গালুরুর স্কুলে বোমা হামলার হুমকি প্রসঙ্গে দাবি কর্নাটকের মুখ্যমন্ত্রীর

আপডেট : ২৯ মে ২০২৩, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক:

 

শুক্রবার বেঙ্গালুরুর সাতটি স্কুলে বোমা আতঙ্ক নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কর্নাটকেএদিন বেঙ্গালুরুর প্রায় সাতটি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল এসেছেসকাল ১১ থেকে ১১.১০ নাগাদ ওই হুমকি মেলগুলি আসেতারপর স্থানীয় পুলিশ প্রশাসন তড়িঘড়ি সেই স্কুলগুলি খালি করে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ করেএইবার এই নিয়ে মন্তব্য করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইতিনি জানিয়েছেন, রাজ্য়ের শান্তি বিঘ্নিত করার জন্য এটি একটা ষড়যন্ত্রএদিকে পুলিশও সেই হুমকি মেইল বিভিন্ন বিষয় খতিয়ে দেখে প্রাথমিক অনুমান হিসেবে জানিয়েছে যে এই হুমকি কোনও মিথ্যা প্রতারণার অংশ বিশেষ

এই ঘটনায় সংবাদ সংস্থা এএনআইকে বোম্মাই বলেছেন, “রাজ্যের শান্তি বিঘ্নিত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে কর্নাটক একটি প্রগতিশীল রাজ্য কিন্তু কয়েকজন সেই ছবিটা ক্রমাগত নষ্ট করার চেষ্টা করছে পুলিশ আধিকারিকদের এই মামলাটি বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছেতিনি এই ঘটনায় স্কুলের পড়ুয়াদের অভিভাবকদেরও আশ্বস্ত করেছেন অভিভাবকদের চিন্তা না করার আর্জি জানিয়েছেন তিনি এই ঘটনায় প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি তাঁর আরও সংযোজন, “যাঁরা এই বোমা হামলার হুমকি দিয়েছে তাদের খুঁজে বের করা হবে গ্রেফতারও করা হবে তাদের কার্যকরী নিরাপত্তা গ্রহণ করা হয়েছে এই ঘটনায় তদন্ত জারি রয়েছে

পুলিশের তরফে জানানো হয়েছে যে তারা সমস্ত স্কুল ঘুরে দেখেছেন। বেঙ্গালুরুর পূর্ব জ়োনের যুগ্ম পুলিশ কমিশনার সুব্রমান্যশ্বরা রাও বলেছেন, “বোমার হুমকির ইমেলগুলিও স্কুলগুলিতে অনুষ্ঠিত হওয়া এসএসএলসি পরীক্ষার সাথে মিলে যাচ্ছে। এর আগেও পরীক্ষার সময় আমাদের কাছে এই ধরনের ভুয়ো কল এসেছে। অভিভাবক শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার দরকার নেই। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। আমরা সব স্কুল খতিয়ে দেখেছি এবং কিছুই পাইনি।তাঁর আরও সংযোজন, “সমস্ত বোমার হুমকি ইমেলগুলি বিভিন্ন ইমেল আইডি থেকে পাঠানো হয়েছে ।