পুবের কলম ওয়েবডেস্কঃ প্রায় দু দশক পার করে ফের আফগানিস্তানের ক্ষমতায় আসা তালিবানরা পাল্টে গিয়েছে অনেকটাই। এমনটাই মনে করছেন আন্তর্জাতিক ওয়াকিবহাল মহল।
এবার ইচ্ছুক আফগান নাগরিকদের দেশ ছাড়ার অনুমতি দিল তালিবানরা। এই বিষয়ে তারা বিবৃতিও দিয়েছে। যে কোনও বিদেশি নাগরিক এবং অনুমতি থাকা আফগানদের আফগানিস্তান ছাড়ার বিষয়ে রাজি হয়েছে তালিবান। একটি যৌথ বিবৃতি জারি করে এমনই জানাল ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, জাপান-সহ একাধিক দেশ। ওই বিবৃতিতে জানানো হয়েছে, যে আফগানরা যে দেশে যেতে চাইবেন, সেই ছাড়পত্র থাকতে হবে।
৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
উপযুক্ত নথি থাকলে দেশ ছাড়তে পারবেন ইচ্ছুক আফগানরা, জানিয়ে দিল তালিবানরা
-
সুস্মিতা - আপডেট : ৩০ অগাস্ট ২০২১, সোমবার
- 27
সর্বধিক পাঠিত































