মণিপুরে অস্ত্র সমর্পণ, ৫ জেলায় উঠল কারফিউ

- আপডেট : ২ জুন ২০২৩, শুক্রবার
- / 38
পুবের কলম,ওয়েবডেস্ক: ১ জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আবেদনের পর মণিপুরে দুষ্কৃতীরা মোট ১৪৪টি অস্ত্র সমর্পণ করেছে পুলিশের কাছে। রাজ্যের ৫ জেলায় কারফিউ তুলে নেওয়া হয়েছে। বেশিরভাগ জেলার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। ২৯ মে থেকে চারদিন মণিপুর সফরে ছিলেন অমিত শাহ। তিনি মণিপুরবাসীকে গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন। তিনি পুলিশের কাছে অস্ত্র সমর্পণ করারও আবেদন জানান। এরপরই একে একে অস্ত্র সমর্পণ করে দুবৃত্তরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৪৪টি মোট অস্ত্রের মধ্যে ছিল ২৯টি এসএলআর, কার্বাইন, ইনসাস রাইফেল, ইনসাস এলএমজি, এম-১৬ মতো হাইটেক রাইফেলস এবং বেশ কিছু গ্রেনেড।
উল্লেখ্য, ৩ মে মণিপুরে হিংসা ছড়িয়ে পড়ে। এরপরই সুরক্ষাবাহিনীর দু’হাজার অস্ত্র লুঠ হয়ে যায়। রাজধানী ইম্ফলের সেরাউ এবং সুগনু এলাকায় রবিবার সংঘর্ষ হয়। এই ঘটনায় একজন পুলিশকর্মী সহ ৫ জনের মৃত্যু হয় এবং ১২ জন আহত হয়। রাজ্যব্যাপী হিংসার বলি হয় মোট ৯৮ জন এবং আহত হয় ৩১০ জন। সারা মাস ধরে হিংসাদীর্ণ মণিপুরে ২৯ মে চারদিনের সফরে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
১ জুন শাহ জানান, ২ জুন থেকে অনুসন্ধান অভিযান শুরু হবে। যদি কারুর কাছ থেকে অস্ত্র পাওয়া যায় তাহলে সেই ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর ২৪ ঘণ্টার মধ্যেই দুষ্কৃতীরা অস্ত্র সমর্পণ শুরু করে। অন্যদিকে ৫ জেলার থেকে কারফিউ তুলে দেওয়া হয়। অমিত শাহের সফরের মধ্যেই রাজ্য ডিজিপিকে সরিয়ে দেওয়া হয়। এই সফরে অমিত শাহের সঙ্গে ছিলেন, মন্ত্রী নিত্যানন্দ রায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা এবং গোয়েন্দা প্রধান তপন ডেকা।