০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

করমণ্ডলের ভয়াবহ দুর্ঘটনা, বাতিল বন্দে ভারত উদ্বোধনের অনুষ্ঠান

Balasore: Rescue operation being conducted after four coaches of the Coromandel Express derailed after a head-on collision with a goods train in which at least 47 injured and several passengers are feared dead, in Balasore district, Friday evening, June 2, 2023, (PTI Photo) (PTI06_02_2023_000273B)

পুবের কালম ওয়েবডেস্ক: ওড়িশায় ভয়াবহ করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার জেরে স্থগিত করা হল গোয়া-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন। তবে কবে আবার এই  ট্রেনের উদ্বোধন হবে, সে বিষয়ে এখনও  কিছু জানানো হয়নি। সূত্রের খবর, ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনার অভিঘাত কিছুটা সামলানোর পর গোয়া-মুম্বই  বন্দে ভারতের উদ্বোধন করা হতে পারে।

কঙ্কন রেলওয়ের আধিকারিকরা জানিয়েছেন, মাডগাঁও স্টেশন থেকে গোয়া-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের কথা থাকলেও ওড়িশার দুর্ঘটনার জেরে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বন্দে ভারতের উদ্বোধন করতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাডগাঁও স্টেশনে থাকার কথা ছিল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। তবে আপাতত দুর্ঘটনাস্থলে যাচ্ছেন রেলমন্ত্রী।

শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ বাহানগা বাজার রেল স্টেশনের কাছে আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায়। ১৫ টি বগি লাইন থেকে ছিটকে যায়। তার জেরে আরও দুটি রেললাইনে দুর্ঘটনা হয়। অন্য লাইনে পড়ে থাকা করমণ্ডলের বগিতে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়ে যায় এসএমভিটি-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। দুর্ঘটনার মুখে পড়ে একটি মালগাড়িও।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

নেতানিয়াহুর শাসন পছন্দ নয়! এক বছরে ইসরাইল ছেড়েছেন প্রায় ৭০ হাজার ইহুদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করমণ্ডলের ভয়াবহ দুর্ঘটনা, বাতিল বন্দে ভারত উদ্বোধনের অনুষ্ঠান

আপডেট : ৩ জুন ২০২৩, শনিবার

পুবের কালম ওয়েবডেস্ক: ওড়িশায় ভয়াবহ করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার জেরে স্থগিত করা হল গোয়া-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন। তবে কবে আবার এই  ট্রেনের উদ্বোধন হবে, সে বিষয়ে এখনও  কিছু জানানো হয়নি। সূত্রের খবর, ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনার অভিঘাত কিছুটা সামলানোর পর গোয়া-মুম্বই  বন্দে ভারতের উদ্বোধন করা হতে পারে।

কঙ্কন রেলওয়ের আধিকারিকরা জানিয়েছেন, মাডগাঁও স্টেশন থেকে গোয়া-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের কথা থাকলেও ওড়িশার দুর্ঘটনার জেরে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বন্দে ভারতের উদ্বোধন করতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাডগাঁও স্টেশনে থাকার কথা ছিল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। তবে আপাতত দুর্ঘটনাস্থলে যাচ্ছেন রেলমন্ত্রী।

শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ বাহানগা বাজার রেল স্টেশনের কাছে আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায়। ১৫ টি বগি লাইন থেকে ছিটকে যায়। তার জেরে আরও দুটি রেললাইনে দুর্ঘটনা হয়। অন্য লাইনে পড়ে থাকা করমণ্ডলের বগিতে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়ে যায় এসএমভিটি-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। দুর্ঘটনার মুখে পড়ে একটি মালগাড়িও।