০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হচ্ছেন মনোজ মালব্য

পুবের কলম, ওয়েবডেস্কঃ রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হচ্ছেন মনোজ মালব্য। ফলে আপাতত ভারপ্রাপ্ত ডিজি হচ্ছেন আইপিএস অফিসার মনোজ মালব্য। রাজ্যের ডিজির পদ থেকে মঙ্গলবার অবসর নিচ্ছেন বীরেন্দ্র। তার পরই রাজ্যের কার্যনির্বাহী ডিজি হচ্ছেন মনোজ মালব্য।

১৯৮৬ ব্যাচের আইপিএস মনোজ মালব্য। রাজ্য পুলিশের নানা পদ সামলে বর্তমানে ডিজি (সংগঠন) পদে রয়েছেন। রাজ্য সরকার একটি তালিকা পাঠিয়েছিল। তাতে নাম ছিল মনোজ মালব্য,  সুমনবালা সাউ,  গঙ্গাধর সিং, বিবেক সহায়, নীরজনয়ন পাণ্ডে, সুমন বালা সাহু সহ বেশ কয়েকজনের।

নবান্ন সূত্রের খবর,  কেন্দ্রীয় সরকারকে যে তিন নাম পাঠানো হয়েছিল তাতে এগিয়ে ছিলেন মনোজ মালব্যের নাম। কিন্তু, মনোজের ব্যাপারে কেন্দ্র কোনও সিদ্ধান্ত না নেওয়ায় আপতত কার্যনির্বাহী ডিজি হিসেবে কাজ চালিয়ে যাবেন মনোজ মালব্য৷

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হচ্ছেন মনোজ মালব্য

আপডেট : ৩১ অগাস্ট ২০২১, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হচ্ছেন মনোজ মালব্য। ফলে আপাতত ভারপ্রাপ্ত ডিজি হচ্ছেন আইপিএস অফিসার মনোজ মালব্য। রাজ্যের ডিজির পদ থেকে মঙ্গলবার অবসর নিচ্ছেন বীরেন্দ্র। তার পরই রাজ্যের কার্যনির্বাহী ডিজি হচ্ছেন মনোজ মালব্য।

১৯৮৬ ব্যাচের আইপিএস মনোজ মালব্য। রাজ্য পুলিশের নানা পদ সামলে বর্তমানে ডিজি (সংগঠন) পদে রয়েছেন। রাজ্য সরকার একটি তালিকা পাঠিয়েছিল। তাতে নাম ছিল মনোজ মালব্য,  সুমনবালা সাউ,  গঙ্গাধর সিং, বিবেক সহায়, নীরজনয়ন পাণ্ডে, সুমন বালা সাহু সহ বেশ কয়েকজনের।

নবান্ন সূত্রের খবর,  কেন্দ্রীয় সরকারকে যে তিন নাম পাঠানো হয়েছিল তাতে এগিয়ে ছিলেন মনোজ মালব্যের নাম। কিন্তু, মনোজের ব্যাপারে কেন্দ্র কোনও সিদ্ধান্ত না নেওয়ায় আপতত কার্যনির্বাহী ডিজি হিসেবে কাজ চালিয়ে যাবেন মনোজ মালব্য৷