০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেনের মধ্যে ধর্ষণের চেষ্টা, বাধা পেয়ে চলন্ত ট্রেন থেকে ধাক্কা

সামিমা এহসানা
  • আপডেট : ২২ জুন ২০২৩, বৃহস্পতিবার
  • / 14

পুবের কলম ওয়েব ডেস্কঃ উত্তরপ্রদেশ থেকে গুজরাতগামী সুরাত এক্সপ্রেসে উঠেছিলেন ঝাড়খণ্ডের এক মহিলা ও তার আত্মীয়। ট্রেন যখন মধ্যপ্রদেশের গোয়ালিয়রে, তখন জেনারেল কামরায় তাদের সামনে এসে বসে ৫ দুষ্কৃতী। ওই মহিলাকে তারা বিরক্ত করতে শুরু করে। তার অনুমতি ছাড়াই ফোনে ছবি তোলে। বাধা দিলে মহিলার আত্মীয়কে বেধড়ক মারধর করা হয়।

ভয় পেয়ে ওই মহিলা ও তার আত্মীয় নিজেদের সিট ছেড়ে ট্রেনের দরজার কাছে চলে যান। কিছুক্ষণ পর সেখানেও পৌঁছে যায় ওই দুষ্কৃতীরা। সেখানে ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা করে তারা, মহিলা বাধা দিলে, তার পোশাক ধরে টানাটানি শুরু হয়। এরপর তাকে প্রায় অর্ধনগ্ন করে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। একইসঙ্গে ধাক্কা দেওয়া হয় তার আত্মীয়কেও।

ঘটনাটি ঘটে সোমবার। বরোড়ি গ্রামের রেললাইনের ধারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে মঙ্গলবার গ্রামবাসীরা এগিয়ে এসে পুলিশকে জানান। এরপর হাসপাতালে ভর্তি করা হয়।

বিলোয়া থানায় মামলা দায়ের করার পর পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। গোয়ালিয়র স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনার পর ট্রেনের যাত্রী সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ট্রেনের মধ্যে ধর্ষণের চেষ্টা, বাধা পেয়ে চলন্ত ট্রেন থেকে ধাক্কা

আপডেট : ২২ জুন ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ উত্তরপ্রদেশ থেকে গুজরাতগামী সুরাত এক্সপ্রেসে উঠেছিলেন ঝাড়খণ্ডের এক মহিলা ও তার আত্মীয়। ট্রেন যখন মধ্যপ্রদেশের গোয়ালিয়রে, তখন জেনারেল কামরায় তাদের সামনে এসে বসে ৫ দুষ্কৃতী। ওই মহিলাকে তারা বিরক্ত করতে শুরু করে। তার অনুমতি ছাড়াই ফোনে ছবি তোলে। বাধা দিলে মহিলার আত্মীয়কে বেধড়ক মারধর করা হয়।

ভয় পেয়ে ওই মহিলা ও তার আত্মীয় নিজেদের সিট ছেড়ে ট্রেনের দরজার কাছে চলে যান। কিছুক্ষণ পর সেখানেও পৌঁছে যায় ওই দুষ্কৃতীরা। সেখানে ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা করে তারা, মহিলা বাধা দিলে, তার পোশাক ধরে টানাটানি শুরু হয়। এরপর তাকে প্রায় অর্ধনগ্ন করে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। একইসঙ্গে ধাক্কা দেওয়া হয় তার আত্মীয়কেও।

ঘটনাটি ঘটে সোমবার। বরোড়ি গ্রামের রেললাইনের ধারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে মঙ্গলবার গ্রামবাসীরা এগিয়ে এসে পুলিশকে জানান। এরপর হাসপাতালে ভর্তি করা হয়।

বিলোয়া থানায় মামলা দায়ের করার পর পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। গোয়ালিয়র স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনার পর ট্রেনের যাত্রী সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।