পুবের কলম ওয়েবডেস্কঃ অবশেষে তালিবানের সঙ্গে প্রথম কূটনীতিক বৈঠক হল ভারতের। মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় তালিবানদের রাজনৈতিক শাখার মুখপাত্রর সঙ্গে বৈঠক করেন কাতারে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তল।
দোহার ভারতীয় দূতাবাসে এই বৈঠক হয়। তালিবান প্রতিনিধি শের মহম্মদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় রাষ্ট্রদূত। আফগানিস্তানের মাটিকে জঙ্গি ঘাঁটি হিসেবে ব্যবহার করা নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন দীপক। পাশাপাশি আফগানিস্তানে আটক ভারতীয়দের ফেরানো নিয়েও তালিবান প্রতিনিধির সঙ্গে কথা বলেন ভারতের রাষ্ট্রদূত।
বিদেশ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ”আফগানিস্তানে আটকে পড়া ভারতীদের নিরাপত্তা ও তাঁদের দেশে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। পাশাপাশি আফগান নাগরিক, বিশেষত সংখ্যালঘুদের ভারতে আসা নিয়েও কথা হয়েছে। পাশাপাশি আফগানিস্তানের মাটিকে যেন ভারত-বিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার না করা হয়, সেব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেছেন দীপক মিত্তল।”
৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
দোহায় তালিবানদের সঙ্গে প্রথম বৈঠক ভারতীয় রাষ্ট্রদূতের
-
সুস্মিতা - আপডেট : ১ সেপ্টেম্বর ২০২১, বুধবার
- 71
ট্যাগ :
সর্বধিক পাঠিত






























