০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জীবনবাদী ফাউন্ডেশনের উদ্যোগে কলকাতায় মূল্যবোধ-চিন্তন কর্মশালা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩ জুলাই ২০২৩, সোমবার
  • / 50

রেজাউল করিম: শৈশব থেকে ছাত্র-‌ছাত্রীদের সৎ,  পজিটিভ ও দৃঢ় চরিত্র তৈরি করা না হলে সামাজিক অবক্ষয়ের শিকার হয়ে উঠবে। এই অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে মূল্যবোধ শিক্ষার প্রয়োজন। তাহলে আদর্শ সমাজ গড়ে উঠবে। এই উদ্দেশ্য নিয়ে ‘‌শিক্ষায় মূল্যবোধ ও মূল্যবোধের শিক্ষা’‌র ওপর চিন্তন কর্মশালা হয়ে গেল রবিবার।

 

আরও পড়ুন: কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক

জীবনবাদী ফাউন্ডেশন-‌এর উদ্যোগে কিছু সংস্থার সহযোগিতায় কলকাতার সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে শিক্ষক, অভিভাবক ও সমাজকর্মীদের নিয়ে এই চিন্তন কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় মূল্যবোধ শিক্ষা বাবা-মা এবং শিক্ষকেরা কীভাবে তাদের সন্তানের মধ্যে শৈশব থেকে ছড়িয়ে দিতে পারেন সে সম্পর্কে হদিশ দেওয়াই এই সম্মেলনের উদ্দেশ্য। সম্মেলনে মালদা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে শিক্ষক, লেখক, কবি, সমাজকর্মী মিলিয়ে প্রায় ২৫০ জন হাজির ছিলেন।‌ শুরুতে ডা:  বিধান চন্দ্র রায় এর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা অর্পণ করা হয়।

আরও পড়ুন: কলকাতায় শধদূষণ ও বায়ুদূষণ অন্যান্য মহানগরগুলির তুলনায় অনেক কমঃ পুলিশ কমিশনার

জীবনবাদী ফাউন্ডেশনের উদ্যোগে কলকাতায় মূল্যবোধ-চিন্তন কর্মশালা

আরও পড়ুন: কলকাতায় নামল আঁধার, বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি

উদ্বোধনী সংগীত পরিবেশন করে ছাত্রী রাজশ্রী চন্দ্র। সকাল ১১ টা থেকে বিকেল পর্যন্ত এই চলে অনুষ্ঠান। কর্মশালার উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সংস্কৃতি কেন্দ্রের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজ,   প্রবীণ সাংবাদিক ও জীবনবাদী লেখক ড:‌ পার্থ চট্টোপাধ্যায়।

এছাড়াও ছিলেন বিজ্ঞানী জিষ্ণু বসু, মনোবিদ চিকিৎসক অমরনাথ মল্লিক,  প্রাক্তন প্রধান শিক্ষিকা রিনা দাস সরকার, লেখক অতনু প্রজ্ঞান ব্যানার্জি,  প্রধান শিক্ষিকা ড:  অলকানন্দ ঘোষ, প্রধান শিক্ষক অমল নায়েক, হুগলি প্রধান শিক্ষক চঞ্চল মিত্র,  মালদহ এনামুল হক ,উত্তর ২৪ পরগনার প্রধান শিক্ষক সন্দীপ সরকার, বনগ্রাম সহ শিক্ষিকা সম্পা দে, সমাজসেবী আশিস হালদার,   অশোক কুমার সরকার, নন্দিতা জয়রামন,  শ্রীপর্ণা গুপ্ত,  মনোবিদ পাপিয়া সাহা প্রমুখ। সকলে বক্তব্য তুলে ধরেন।

জীবনবাদী ফাউন্ডেশনের উদ্যোগে কলকাতায় মূল্যবোধ-চিন্তন কর্মশালা

উপস্থিত দর্শকরা বিভিন্ন প্রশ্ন রাখেন ও উত্তর দেন বিশিষ্ট জন। অনুষ্ঠানের আহ্বায়ক প্রধান শিক্ষক তাপস কুমার দে ‘র  স্ত্রী প্রয়াত হওয়ায়  বিশেষ কার্যক্রমের জন্য অনুষ্ঠানে গরহাজির  বার্তা পাঠান তাপস কুমার দে। অনুষ্ঠানে প্রারম্ভিক ভাষণ দেন প্রবীণ সাংবাদিক ও জীবনবাদী লেখক ড:‌ পার্থ চট্টোপাধ্যায় ও  মূল্যবোধ নিয়ে  ছাপানো  ভাষণ সকলের হাতে দেওয়া হয়।

পার্থ চট্টোপাধ্যায় বলেন,  শিক্ষা পাঠ্যসূচির মধ্যে মূল্যবোধ শিক্ষা জড়িয়ে দেওয়া, বিভিন্ন বিষয়ে পড়ানোর সময় কিভাবে মূল্যবোধ শিক্ষা দেওয়া যায় চেষ্টা করতে হবে। মূল্যবোধ শিক্ষার মডেল তৈরি করা ও কিভাবে সেই শিক্ষা দেওয়া যায় তার সহজ উপায় বের করা সব ধর্মগ্রন্থ থেকে মূল্যবোধ শিক্ষা গ্রহণ করা উচিত। স্বামীজী, কবিগুরু ও গান্ধীজীর শিক্ষা ম্যান মেকিং এটাই আমাদের আদর্শ।

রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের (কলকাতা) সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ বলেন,  মূল্যবোধহীন মানুষ পশু সম। সপ্ত গুনে মনুষত্ব অন্যথায় পশুত্ব।  নেকড়ে ও শিয়ালের গল্প তুলে ধরে মূল্যবোধের বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন। মরালিটি অ্যাবিলিটি নবিলিটি কিভাবে সম্ভব সেটা ব্যাখ্যা করেন। শিক্ষক ও সমাজসেবী রবীন্দ্রনাথ মাহাতোকে জয় জীবন সম্মানে ভূষিত করেন পার্থ চট্টোপাধ্যায়। ইনার হাতে সম্মাননা তুলে দেন ডঃ অশেষ খান ও প্রদীপ চট্টোপাধ্যায়।

জীবনবাদী ফাউন্ডেশনের উদ্যোগে কলকাতায় মূল্যবোধ-চিন্তন কর্মশালা

এদিন ৩টি ব্যতিক্রমী বইয়ের উদ্বোধন হয় পার্থ চট্টোপাধ্যায়ের ‘৫০টি মূল্যবোধ ‘ ,”বীরাঙ্গনা  রেনুখাতুন ও গার্হস্থ্য হিংসা”,   রিনা দাস এর “মেয়েরা যখন স্কুলে।” এদিন পার্থ বাবু ও তাঁর  জীবনবাদী  আন্দোলন নিয়ে ৩০ মিনিটের  একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। এই তথ্যচিত্র নির্মান ও প্রদর্শন করেন বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের গণ জ্ঞাপন বিভাগ। পার্থ চট্টোপাধ্যায়ের সমগ্র বই ও অন্যান্য লেখকের বইয়ের প্রদর্শনী নজর কাড়ে। ধন্যবাদ জ্ঞাপন করে ভাষণ দেন মালদার জীবনবাদী সদস্য রেজাউল করিম। সভা সঞ্চালনা করেন শিক্ষিকা ভাস্বতী দেব রায় ও লেখক অতনু প্রজ্ঞান ব্যানার্জি। বহু পাঠক হাতের কাছে পছন্দমত বই ক্রয় করেন।

সমাপ্তি অনুষ্ঠানের আবহে উপস্থিত দর্শক শ্রোতা সকলেই মূল্যবোধ নিয়ে শপথ ও কলকাতা ঘোষণা পাঠ করেন। এই পাঠ করান  জীবনবাদী সংগঠনের সম্পাদক  সত্য গোপাল দে, এই মর্মে শপথ নিচ্ছে যে আমরা বিশিষ্ট সাংবাদিক সাহিত্যিক এবং জীবন বা আন্দোলনের রূপকার ডঃ পার্থ চট্টোপাধ্যায় নির্দেশিত পথ অনুসরণ করে জীবনবাদ আদর্শ প্রচারের আজীবন ঋত্বিক হিসেবে দায়বদ্ধ থাকবো। আমাদের মূলমন্ত্র জীবন জীবনবাদ এবং জীবন জীবনের জন্য ,আমাদের যেকোন কাজের ভিত্তি হবে মূল্যবোধ সহমর্মিতা এবং সহানুভূতি।

আমরা দায়বদ্ধ থাকবো মূল্যবোধকে ভিত্তি করে এমন একটি পরিবেশ গড়ে তোলা যেখানে থাকবেনা দুর্নীতি, হানাহানি, বিভেদ, ধর্মান্ধতা, লিঙ্গ বৈষম্য। আমরা সবাই স্বপ্ন দেখি এমন একটা পরিবেশ যে পরিবেশ হয়ে উঠবে জীবনবাদের অভয়ারণ্য। আমরা সকলে ড: পার্থ চট্টোপাধ্যায় এর উপস্থিতিতে সজ্ঞানে এই শপথ নিলাম ।এই শপথ কলকাতা ঘোষণা হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে। জীবনবাদী সংগঠনের অন্যতম কর্মী অঙ্গনা মন্ডল জানান,  সুষ্ঠুভাবে এই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জীবনবাদী ফাউন্ডেশনের উদ্যোগে কলকাতায় মূল্যবোধ-চিন্তন কর্মশালা

আপডেট : ৩ জুলাই ২০২৩, সোমবার

রেজাউল করিম: শৈশব থেকে ছাত্র-‌ছাত্রীদের সৎ,  পজিটিভ ও দৃঢ় চরিত্র তৈরি করা না হলে সামাজিক অবক্ষয়ের শিকার হয়ে উঠবে। এই অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে মূল্যবোধ শিক্ষার প্রয়োজন। তাহলে আদর্শ সমাজ গড়ে উঠবে। এই উদ্দেশ্য নিয়ে ‘‌শিক্ষায় মূল্যবোধ ও মূল্যবোধের শিক্ষা’‌র ওপর চিন্তন কর্মশালা হয়ে গেল রবিবার।

 

আরও পড়ুন: কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক

জীবনবাদী ফাউন্ডেশন-‌এর উদ্যোগে কিছু সংস্থার সহযোগিতায় কলকাতার সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে শিক্ষক, অভিভাবক ও সমাজকর্মীদের নিয়ে এই চিন্তন কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় মূল্যবোধ শিক্ষা বাবা-মা এবং শিক্ষকেরা কীভাবে তাদের সন্তানের মধ্যে শৈশব থেকে ছড়িয়ে দিতে পারেন সে সম্পর্কে হদিশ দেওয়াই এই সম্মেলনের উদ্দেশ্য। সম্মেলনে মালদা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে শিক্ষক, লেখক, কবি, সমাজকর্মী মিলিয়ে প্রায় ২৫০ জন হাজির ছিলেন।‌ শুরুতে ডা:  বিধান চন্দ্র রায় এর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা অর্পণ করা হয়।

আরও পড়ুন: কলকাতায় শধদূষণ ও বায়ুদূষণ অন্যান্য মহানগরগুলির তুলনায় অনেক কমঃ পুলিশ কমিশনার

জীবনবাদী ফাউন্ডেশনের উদ্যোগে কলকাতায় মূল্যবোধ-চিন্তন কর্মশালা

আরও পড়ুন: কলকাতায় নামল আঁধার, বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি

উদ্বোধনী সংগীত পরিবেশন করে ছাত্রী রাজশ্রী চন্দ্র। সকাল ১১ টা থেকে বিকেল পর্যন্ত এই চলে অনুষ্ঠান। কর্মশালার উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সংস্কৃতি কেন্দ্রের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজ,   প্রবীণ সাংবাদিক ও জীবনবাদী লেখক ড:‌ পার্থ চট্টোপাধ্যায়।

এছাড়াও ছিলেন বিজ্ঞানী জিষ্ণু বসু, মনোবিদ চিকিৎসক অমরনাথ মল্লিক,  প্রাক্তন প্রধান শিক্ষিকা রিনা দাস সরকার, লেখক অতনু প্রজ্ঞান ব্যানার্জি,  প্রধান শিক্ষিকা ড:  অলকানন্দ ঘোষ, প্রধান শিক্ষক অমল নায়েক, হুগলি প্রধান শিক্ষক চঞ্চল মিত্র,  মালদহ এনামুল হক ,উত্তর ২৪ পরগনার প্রধান শিক্ষক সন্দীপ সরকার, বনগ্রাম সহ শিক্ষিকা সম্পা দে, সমাজসেবী আশিস হালদার,   অশোক কুমার সরকার, নন্দিতা জয়রামন,  শ্রীপর্ণা গুপ্ত,  মনোবিদ পাপিয়া সাহা প্রমুখ। সকলে বক্তব্য তুলে ধরেন।

জীবনবাদী ফাউন্ডেশনের উদ্যোগে কলকাতায় মূল্যবোধ-চিন্তন কর্মশালা

উপস্থিত দর্শকরা বিভিন্ন প্রশ্ন রাখেন ও উত্তর দেন বিশিষ্ট জন। অনুষ্ঠানের আহ্বায়ক প্রধান শিক্ষক তাপস কুমার দে ‘র  স্ত্রী প্রয়াত হওয়ায়  বিশেষ কার্যক্রমের জন্য অনুষ্ঠানে গরহাজির  বার্তা পাঠান তাপস কুমার দে। অনুষ্ঠানে প্রারম্ভিক ভাষণ দেন প্রবীণ সাংবাদিক ও জীবনবাদী লেখক ড:‌ পার্থ চট্টোপাধ্যায় ও  মূল্যবোধ নিয়ে  ছাপানো  ভাষণ সকলের হাতে দেওয়া হয়।

পার্থ চট্টোপাধ্যায় বলেন,  শিক্ষা পাঠ্যসূচির মধ্যে মূল্যবোধ শিক্ষা জড়িয়ে দেওয়া, বিভিন্ন বিষয়ে পড়ানোর সময় কিভাবে মূল্যবোধ শিক্ষা দেওয়া যায় চেষ্টা করতে হবে। মূল্যবোধ শিক্ষার মডেল তৈরি করা ও কিভাবে সেই শিক্ষা দেওয়া যায় তার সহজ উপায় বের করা সব ধর্মগ্রন্থ থেকে মূল্যবোধ শিক্ষা গ্রহণ করা উচিত। স্বামীজী, কবিগুরু ও গান্ধীজীর শিক্ষা ম্যান মেকিং এটাই আমাদের আদর্শ।

রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের (কলকাতা) সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ বলেন,  মূল্যবোধহীন মানুষ পশু সম। সপ্ত গুনে মনুষত্ব অন্যথায় পশুত্ব।  নেকড়ে ও শিয়ালের গল্প তুলে ধরে মূল্যবোধের বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন। মরালিটি অ্যাবিলিটি নবিলিটি কিভাবে সম্ভব সেটা ব্যাখ্যা করেন। শিক্ষক ও সমাজসেবী রবীন্দ্রনাথ মাহাতোকে জয় জীবন সম্মানে ভূষিত করেন পার্থ চট্টোপাধ্যায়। ইনার হাতে সম্মাননা তুলে দেন ডঃ অশেষ খান ও প্রদীপ চট্টোপাধ্যায়।

জীবনবাদী ফাউন্ডেশনের উদ্যোগে কলকাতায় মূল্যবোধ-চিন্তন কর্মশালা

এদিন ৩টি ব্যতিক্রমী বইয়ের উদ্বোধন হয় পার্থ চট্টোপাধ্যায়ের ‘৫০টি মূল্যবোধ ‘ ,”বীরাঙ্গনা  রেনুখাতুন ও গার্হস্থ্য হিংসা”,   রিনা দাস এর “মেয়েরা যখন স্কুলে।” এদিন পার্থ বাবু ও তাঁর  জীবনবাদী  আন্দোলন নিয়ে ৩০ মিনিটের  একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। এই তথ্যচিত্র নির্মান ও প্রদর্শন করেন বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের গণ জ্ঞাপন বিভাগ। পার্থ চট্টোপাধ্যায়ের সমগ্র বই ও অন্যান্য লেখকের বইয়ের প্রদর্শনী নজর কাড়ে। ধন্যবাদ জ্ঞাপন করে ভাষণ দেন মালদার জীবনবাদী সদস্য রেজাউল করিম। সভা সঞ্চালনা করেন শিক্ষিকা ভাস্বতী দেব রায় ও লেখক অতনু প্রজ্ঞান ব্যানার্জি। বহু পাঠক হাতের কাছে পছন্দমত বই ক্রয় করেন।

সমাপ্তি অনুষ্ঠানের আবহে উপস্থিত দর্শক শ্রোতা সকলেই মূল্যবোধ নিয়ে শপথ ও কলকাতা ঘোষণা পাঠ করেন। এই পাঠ করান  জীবনবাদী সংগঠনের সম্পাদক  সত্য গোপাল দে, এই মর্মে শপথ নিচ্ছে যে আমরা বিশিষ্ট সাংবাদিক সাহিত্যিক এবং জীবন বা আন্দোলনের রূপকার ডঃ পার্থ চট্টোপাধ্যায় নির্দেশিত পথ অনুসরণ করে জীবনবাদ আদর্শ প্রচারের আজীবন ঋত্বিক হিসেবে দায়বদ্ধ থাকবো। আমাদের মূলমন্ত্র জীবন জীবনবাদ এবং জীবন জীবনের জন্য ,আমাদের যেকোন কাজের ভিত্তি হবে মূল্যবোধ সহমর্মিতা এবং সহানুভূতি।

আমরা দায়বদ্ধ থাকবো মূল্যবোধকে ভিত্তি করে এমন একটি পরিবেশ গড়ে তোলা যেখানে থাকবেনা দুর্নীতি, হানাহানি, বিভেদ, ধর্মান্ধতা, লিঙ্গ বৈষম্য। আমরা সবাই স্বপ্ন দেখি এমন একটা পরিবেশ যে পরিবেশ হয়ে উঠবে জীবনবাদের অভয়ারণ্য। আমরা সকলে ড: পার্থ চট্টোপাধ্যায় এর উপস্থিতিতে সজ্ঞানে এই শপথ নিলাম ।এই শপথ কলকাতা ঘোষণা হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে। জীবনবাদী সংগঠনের অন্যতম কর্মী অঙ্গনা মন্ডল জানান,  সুষ্ঠুভাবে এই কার্যক্রম সম্পন্ন হয়েছে।