২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হেলিকপ্টার থেকে ঝুলছে মানুষ, আসলে কী হয়েছে?

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১ সেপ্টেম্বর ২০২১, বুধবার
  • / 36

পুবের কলম, ওয়েবডেস্কঃ হেলিকপ্টার উড়ছে, আর তা থেকে ঝুলছে একজন ব্যক্তি। ঘটনা আফগানিস্তানের কান্দাহারের। এ নিয়ে বেশ কিছু মিডিয়া খবর প্রচার করেছে। অনেকে বলছেন, ঘটনাটি ঘটিয়েছে তালিবান। তবে তালিবান বলছে, অপপ্রচার চালানো হয়েছে। যে ঘটনাটি ঘটেছে তা অতি সাধারণ। কান্দাহারের গভর্নর বিল্ডিংয়ে পতাকা লাগাতেই একজন যোদ্ধাকে ঝোলানো হয়েছিল। সত্যতা যাই হোক না কেন, ভিডিয়োটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তালিবান বিরোধীরা প্রচারকরা বলছেন, অমানবিকতার নির্দশন দেখাল তালিবান। তবে তালিবান নেতারা বলছেন, ভুয়ো খবর প্রচার হচ্ছে। ঘটনাটি সত্য তবে ঘটনার অন্তর্নিহিত অর্থ আলাদা। বলাই বাহুল, পশ্চিমা মিডিয়ার প্রোপাগান্ডার শিকার হয়েছে সশস্ত্র সংগঠনটি।

জি নিউজ-এর এডিটর ইন চিফ সুধীর চৌধুরী একটি ট্যুইট করে বলেছেন, ‘কান্দাহারের আকাশে একটি হেলিকপ্টার উড়ছে। সেখানে একটি মানুষকে ঝুলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মার্কিন ব্ল্যাকহক হেলিকপ্টার থেকে একজন আমেরিকান দোভাষীকে ঝুলতে দেখা গিয়েছে বলে দাবি।  অপরদিকে আরও একটি ভিডিয়ো শেয়ার করে ইন্ডিয়া টুডে’র  এডিটর শিব আরুর লেখেন,’ এটা কি তালিবানের কোনও ত্যাগের ছবি! যে ঘটনা তারা আমেরিকার একটি হেলিকপ্টার ব্যবহার করে ঘটিয়েছে’।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হেলিকপ্টার থেকে ঝুলছে মানুষ, আসলে কী হয়েছে?

আপডেট : ১ সেপ্টেম্বর ২০২১, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ হেলিকপ্টার উড়ছে, আর তা থেকে ঝুলছে একজন ব্যক্তি। ঘটনা আফগানিস্তানের কান্দাহারের। এ নিয়ে বেশ কিছু মিডিয়া খবর প্রচার করেছে। অনেকে বলছেন, ঘটনাটি ঘটিয়েছে তালিবান। তবে তালিবান বলছে, অপপ্রচার চালানো হয়েছে। যে ঘটনাটি ঘটেছে তা অতি সাধারণ। কান্দাহারের গভর্নর বিল্ডিংয়ে পতাকা লাগাতেই একজন যোদ্ধাকে ঝোলানো হয়েছিল। সত্যতা যাই হোক না কেন, ভিডিয়োটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তালিবান বিরোধীরা প্রচারকরা বলছেন, অমানবিকতার নির্দশন দেখাল তালিবান। তবে তালিবান নেতারা বলছেন, ভুয়ো খবর প্রচার হচ্ছে। ঘটনাটি সত্য তবে ঘটনার অন্তর্নিহিত অর্থ আলাদা। বলাই বাহুল, পশ্চিমা মিডিয়ার প্রোপাগান্ডার শিকার হয়েছে সশস্ত্র সংগঠনটি।

জি নিউজ-এর এডিটর ইন চিফ সুধীর চৌধুরী একটি ট্যুইট করে বলেছেন, ‘কান্দাহারের আকাশে একটি হেলিকপ্টার উড়ছে। সেখানে একটি মানুষকে ঝুলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মার্কিন ব্ল্যাকহক হেলিকপ্টার থেকে একজন আমেরিকান দোভাষীকে ঝুলতে দেখা গিয়েছে বলে দাবি।  অপরদিকে আরও একটি ভিডিয়ো শেয়ার করে ইন্ডিয়া টুডে’র  এডিটর শিব আরুর লেখেন,’ এটা কি তালিবানের কোনও ত্যাগের ছবি! যে ঘটনা তারা আমেরিকার একটি হেলিকপ্টার ব্যবহার করে ঘটিয়েছে’।