১০ অগাস্ট ২০২৫, রবিবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনের চাকরিতে ‘দেশের সেরা’ কলকাতা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৩ জুলাই ২০২৩, বৃহস্পতিবার
  • / 39

পুবের কলম প্রতিবেদক:  রাজ্যের মুকুটে একের পর এক পুরস্কার জুটেছে। একাধিক প্রকল্পে দেশের মধ্যে সেরা স্থান দখল করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের রাজ্য পশ্চিমবঙ্গ। এবার অনলাইনে বিভিন্ন সংস্থায় চাকরিতে দেশের মধ্যে সেরা স্থান দ’ল করল কলকাতা।
এ দেশে অনলাইন চাকরি পাওয়ার দৌড়ে দেখা যাচ্ছে সারা দেশের বিভিন্ন রাজ্যের তুলনায় অনেক এগিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা। এখন ভারতের বহু বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগের ক্ষেত্রে অনলাইনের ওপর জোর দিচ্ছে। সেই সংস্থাগুলি হিসেব অনুসারে, দেশের অন্যান্য বড় শহরগুলির তুলনায় এই কাজে এগিয়ে রয়েছে কলকাতা।

বিভিন্ন সংস্থায় নিয়োগ পদ্ধতিতে ইন্টারভিউ সহ বাছাই করা প্রার্থীদের নিয়োগ করা হয় কাজের জায়গায়। বেসরকারি চাকরি সংক্রান্ত বিষয়ে নামজাদা উপদেষ্টা সংস্থাগুলি জানাচ্ছে, কলকাতার চাকরির বাজার ১২ শতাংশ বেড়েছে। বাকি শহরগুলিতে সেই হার অনেকটাই কম।

আরও পড়ুন: লাইফ এক মাদারি কা খেল বাবুয়া…………..

উল্লেখ্য, ‘ফান্ডিট’ নামে এক সংস্থা ২০০৯ সালের নভেম্বর থেকে ভারতের কাজের বাজারের তথ্য রাখার কাজ শুরু করেছিল। সেই সময় কলকাতার সূচক ছিল ১০০।  চলতি বছরে মে মাসে এই সূচক ছিল ২৬৩। অর্থাৎ বৃদ্ধির হার ১২ শতাংশের বেশি। এবারের রিপোর্ট থেকে দেখা যাচ্ছে, কলকাতার কাজের বাজারের সূচক এখন বেড়ে হয়েছে ২৯৫। সেই তুলনায় পিছনের সারিতে রয়েছে মুম্বই, দিল্লি এবং বেঙ্গালুরু। মুম্বইয়ে চাকরির বাজারের বৃদ্ধির হার মাত্র ৪ শতাংশ। বেঙ্গালুরু এবং দিল্লির ক্ষেত্রে এই হার ৩ শতাংশ। আহমদাবাদে মাত্র ১ শতাংশ বেড়েছে কাজের বাজার। প্রায় একই হাল হায়দরাবাদ, পুনে বা কোচির মতো শহরগুলির।

আরও পড়ুন: ৭ রাজ্যের পাশাপাশি কলকাতায় এনআইএ তল্লাশি

প্রসঙ্গত, বিরোধীদের অপপ্রচার, কুৎসা, মিথ্যাচারিতাকে দূরে সরিয়ে রেখে আমজনতা প্রবলভাবে বাংলার পঞ্চায়েত নির্বাচনে শাসকদল তৃণমূলের পাশে দাঁড়িয়েছে। আগামীতে গ্রাম বাংলার মানুষদের মধ্যে উন্নয়নের গতি বাড়বে বলে মনে করছেন অনেককে।

আরও পড়ুন: কলকাতার আকাশে যিলহজ মাসের চাঁদ, ঈদ-উল-আযহা ৭ জুন

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অনলাইনের চাকরিতে ‘দেশের সেরা’ কলকাতা

আপডেট : ১৩ জুলাই ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক:  রাজ্যের মুকুটে একের পর এক পুরস্কার জুটেছে। একাধিক প্রকল্পে দেশের মধ্যে সেরা স্থান দখল করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের রাজ্য পশ্চিমবঙ্গ। এবার অনলাইনে বিভিন্ন সংস্থায় চাকরিতে দেশের মধ্যে সেরা স্থান দ’ল করল কলকাতা।
এ দেশে অনলাইন চাকরি পাওয়ার দৌড়ে দেখা যাচ্ছে সারা দেশের বিভিন্ন রাজ্যের তুলনায় অনেক এগিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা। এখন ভারতের বহু বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগের ক্ষেত্রে অনলাইনের ওপর জোর দিচ্ছে। সেই সংস্থাগুলি হিসেব অনুসারে, দেশের অন্যান্য বড় শহরগুলির তুলনায় এই কাজে এগিয়ে রয়েছে কলকাতা।

বিভিন্ন সংস্থায় নিয়োগ পদ্ধতিতে ইন্টারভিউ সহ বাছাই করা প্রার্থীদের নিয়োগ করা হয় কাজের জায়গায়। বেসরকারি চাকরি সংক্রান্ত বিষয়ে নামজাদা উপদেষ্টা সংস্থাগুলি জানাচ্ছে, কলকাতার চাকরির বাজার ১২ শতাংশ বেড়েছে। বাকি শহরগুলিতে সেই হার অনেকটাই কম।

আরও পড়ুন: লাইফ এক মাদারি কা খেল বাবুয়া…………..

উল্লেখ্য, ‘ফান্ডিট’ নামে এক সংস্থা ২০০৯ সালের নভেম্বর থেকে ভারতের কাজের বাজারের তথ্য রাখার কাজ শুরু করেছিল। সেই সময় কলকাতার সূচক ছিল ১০০।  চলতি বছরে মে মাসে এই সূচক ছিল ২৬৩। অর্থাৎ বৃদ্ধির হার ১২ শতাংশের বেশি। এবারের রিপোর্ট থেকে দেখা যাচ্ছে, কলকাতার কাজের বাজারের সূচক এখন বেড়ে হয়েছে ২৯৫। সেই তুলনায় পিছনের সারিতে রয়েছে মুম্বই, দিল্লি এবং বেঙ্গালুরু। মুম্বইয়ে চাকরির বাজারের বৃদ্ধির হার মাত্র ৪ শতাংশ। বেঙ্গালুরু এবং দিল্লির ক্ষেত্রে এই হার ৩ শতাংশ। আহমদাবাদে মাত্র ১ শতাংশ বেড়েছে কাজের বাজার। প্রায় একই হাল হায়দরাবাদ, পুনে বা কোচির মতো শহরগুলির।

আরও পড়ুন: ৭ রাজ্যের পাশাপাশি কলকাতায় এনআইএ তল্লাশি

প্রসঙ্গত, বিরোধীদের অপপ্রচার, কুৎসা, মিথ্যাচারিতাকে দূরে সরিয়ে রেখে আমজনতা প্রবলভাবে বাংলার পঞ্চায়েত নির্বাচনে শাসকদল তৃণমূলের পাশে দাঁড়িয়েছে। আগামীতে গ্রাম বাংলার মানুষদের মধ্যে উন্নয়নের গতি বাড়বে বলে মনে করছেন অনেককে।

আরও পড়ুন: কলকাতার আকাশে যিলহজ মাসের চাঁদ, ঈদ-উল-আযহা ৭ জুন