৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যে ঢালাই শিল্পে ২০০০ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা, সঙ্গে বিপুল কর্মসংস্থানের সুযোগ

পুবের কলম ওয়েবডেস্কঃ তৃতীয় বারের জন্য রাজ্যে, ক্ষমতায় আসার পর থেকেই বিনিয়োগ টানার দিকে সবিশেষ গুরুত্ব আরোপ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। শিল্পায়নের গতি বাড়াতে এবং রাজ্যে লগ্নি টানতে মুখ্যমন্ত্রী তৈরি করেছেন শিল্পোন্নয়ন পর্ষদ বা ওয়েস্টবেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল প্রমোশনাল বোর্ড। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, আগামী ১৫ সেপ্টেম্বর নব গঠিত এই পর্ষদের প্রথম বৈঠক। ওই পর্ষদের চেয়ারপার্সন হলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তিনিই বৈঠকে পৌরহিত্য করবেন।
অন্যদিকে বৃহস্পতিবার নবান্নে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন রাজ্যে ঢালাই শিল্পে আগামী পাঁচ বছরে ২০০০০ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। কাজ পেতে পারেন প্রায় ৩৫০০০ জন এমনটাই বলেছেন শিল্পমন্ত্রী।
পার্থবাবু বলেন, ‘‘বিগত ১০ বছরে রাজ্যে শিল্পের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। পরিকাঠামো-সহ দক্ষ শ্রমিক রয়েছে রাজ্যে।’’ তার আগে সকালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ফাউন্ড্রিমেনের (আইআইএফ) সম্মেলনের উদ্বোধনে এসেও তিনি জানান, রাজ্যে ঢালাই শিল্পের প্রসারের প্রচুর সম্ভাবনা। লগ্নিকারীদের সেই সুযোগ গ্রহণ করা উচিত।

সর্বধিক পাঠিত

এক সন্তানেই থামবেন না, ২-৩টি করে সন্তান নিন: হিন্দুদের আহ্বান অসমের মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যে ঢালাই শিল্পে ২০০০ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা, সঙ্গে বিপুল কর্মসংস্থানের সুযোগ

আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ তৃতীয় বারের জন্য রাজ্যে, ক্ষমতায় আসার পর থেকেই বিনিয়োগ টানার দিকে সবিশেষ গুরুত্ব আরোপ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। শিল্পায়নের গতি বাড়াতে এবং রাজ্যে লগ্নি টানতে মুখ্যমন্ত্রী তৈরি করেছেন শিল্পোন্নয়ন পর্ষদ বা ওয়েস্টবেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল প্রমোশনাল বোর্ড। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, আগামী ১৫ সেপ্টেম্বর নব গঠিত এই পর্ষদের প্রথম বৈঠক। ওই পর্ষদের চেয়ারপার্সন হলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তিনিই বৈঠকে পৌরহিত্য করবেন।
অন্যদিকে বৃহস্পতিবার নবান্নে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন রাজ্যে ঢালাই শিল্পে আগামী পাঁচ বছরে ২০০০০ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। কাজ পেতে পারেন প্রায় ৩৫০০০ জন এমনটাই বলেছেন শিল্পমন্ত্রী।
পার্থবাবু বলেন, ‘‘বিগত ১০ বছরে রাজ্যে শিল্পের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। পরিকাঠামো-সহ দক্ষ শ্রমিক রয়েছে রাজ্যে।’’ তার আগে সকালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ফাউন্ড্রিমেনের (আইআইএফ) সম্মেলনের উদ্বোধনে এসেও তিনি জানান, রাজ্যে ঢালাই শিল্পের প্রসারের প্রচুর সম্ভাবনা। লগ্নিকারীদের সেই সুযোগ গ্রহণ করা উচিত।