০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়াতে নিষিদ্ধ ট্যুইটার, ‘এক্স’-এর নেপথ্যের প্রকৃত কারণ জেনে নিন

পুবের কলম, ওয়েবডেস্ক: ট্যুইটার নীলপাখি সরে জায়গা করেছে ‘এক্স’। ট্যুইটারের লোগো ও নাম পরিবর্তনের আভাস দিয়েছিলেন খোদ ইলন মাস্ক। নিজের ট্যুইটার হ্যান্ডেলে আগেই পোস্ট করেছিলেন সাদা ও কালো রঙের ‘এক্স’। তারপরই পরিবর্তন হয় ট্যুইটারের লোগো। জায়গা করে নেয় ‘এক্স’। এই পরিবর্তনের ফলে এবার ইন্দোনেশিয়াতে ব্লক করা হল জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটার।

 

সূত্রে জানা গিয়েছে, ইন্দোনেশিয়াতে নিষিদ্ধ রয়েছে পর্ন। সেই মত পর্ন ছবি রুখতে নিজস্ব আইন রয়েছে দেশটির। পর্নগ্রাফির ক্ষেত্রে সবচেয়ে ব্যবহৃত শব্দ ‘এক্স’। এখানেই শুরু আপত্তি। ‘এক্স’ শব্দ দিয়ে শুরু যেকোনো ওয়েবসাইটই নিষিদ্ধ ইন্দোনেশিয়াতে। এই আইনের জেরেই ব্লক করা হয় ট্যুইটার।

 

ইন্দোনেশিয়ার তথ্য দফতরের মন্ত্রী উসমান কানসং বলেন, ‘সরকার বিষয়টি নিয়ে ট্যুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। সরকারের তরফে তাদের অবস্থান জানতে চাওয়া হয়েছে।’ ‘এক্স’ এর প্রকৃত চরিত্র কি? সেটাও জানতে চাওয়া হয়েছে।

সর্বধিক পাঠিত

আগামী বছরেই ভারতে চলবে বুলেট ট্রেন, জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইন্দোনেশিয়াতে নিষিদ্ধ ট্যুইটার, ‘এক্স’-এর নেপথ্যের প্রকৃত কারণ জেনে নিন

আপডেট : ২৭ জুলাই ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ট্যুইটার নীলপাখি সরে জায়গা করেছে ‘এক্স’। ট্যুইটারের লোগো ও নাম পরিবর্তনের আভাস দিয়েছিলেন খোদ ইলন মাস্ক। নিজের ট্যুইটার হ্যান্ডেলে আগেই পোস্ট করেছিলেন সাদা ও কালো রঙের ‘এক্স’। তারপরই পরিবর্তন হয় ট্যুইটারের লোগো। জায়গা করে নেয় ‘এক্স’। এই পরিবর্তনের ফলে এবার ইন্দোনেশিয়াতে ব্লক করা হল জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটার।

 

সূত্রে জানা গিয়েছে, ইন্দোনেশিয়াতে নিষিদ্ধ রয়েছে পর্ন। সেই মত পর্ন ছবি রুখতে নিজস্ব আইন রয়েছে দেশটির। পর্নগ্রাফির ক্ষেত্রে সবচেয়ে ব্যবহৃত শব্দ ‘এক্স’। এখানেই শুরু আপত্তি। ‘এক্স’ শব্দ দিয়ে শুরু যেকোনো ওয়েবসাইটই নিষিদ্ধ ইন্দোনেশিয়াতে। এই আইনের জেরেই ব্লক করা হয় ট্যুইটার।

 

ইন্দোনেশিয়ার তথ্য দফতরের মন্ত্রী উসমান কানসং বলেন, ‘সরকার বিষয়টি নিয়ে ট্যুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। সরকারের তরফে তাদের অবস্থান জানতে চাওয়া হয়েছে।’ ‘এক্স’ এর প্রকৃত চরিত্র কি? সেটাও জানতে চাওয়া হয়েছে।