উজ্জ্বল বন্দোপাধ্যায়, জয়নগর: বকুলতলা থানার বকুলতলা এলাকার একটি মেয়েকে অপহরণের অভিযোগে হাড়োয়া থেকে ধৃত এক ব্যক্তিকে শনিবার বকুলতলা থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়।গত ১৫ ই জুলাই থেকে বকুলতলার একটি মেয়েকে তাঁর বাড়ির লোক খুঁজে না পেয়ে ১৭ ই জুলাই বকুলতলা থানায় মেয়ের নিখোঁজের ডায়েরি করে পরিবার। আর তাঁর পরে তদন্তে নেমে বকুলতলা থানার পুলিশ জানতে পারে হাড়োয়ার সাইদুল বৈদ্য নামে এক ব্যক্তির কাছে বকুলতলার নিখোঁজ থাকা মেয়েটি আছে। আর তাঁর পরেই শুক্রবার হাড়োয়া থেকে মেয়েটিকে উদ্ধার করে ও এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সাইদুল বৈদ্য নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে বকুলতলা থানায় নিয়ে আসে। ধৃতকে শনিবার বকুলতলা থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়।






















