০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কর্নাটকে নিখোঁজ ২১ লক্ষ টাকা মূল্যের টম্যাটো বহনকারী ট্রাক, খোঁজ নেই চালকেরও

সুস্মিতা
  • আপডেট : ৩১ জুলাই ২০২৩, সোমবার
  • / 25

পুবের কলম, ওয়েবডেস্ক: নিখোঁজ হল ২১ লক্ষ টাকা মূল্যের টম্যাটোর ট্রাক। চালক ও ট্রাকের কোনও খোঁজই পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। টম্যাটো ভর্তি ট্রাকটি কর্নাটকের কোলার থেকে রাজস্থানের জয়পুর যাচ্ছিল। সেই সময় ট্রাকটি নিখোঁজ হয়েছে বলে খবর। পুলিশে একটি অভিযোগও দায়ের হয়েছে।

 

আরও পড়ুন: দক্ষিণ চব্বিশ পরগনায় দাম না পাওয়ায় বাগানে নস্ট হচ্ছে টমেটো

এবছর তুলনামূলক কম চাষ হয়েছে টম্যাটো। ফলে টম্যাটো দাম আকাশ ছুঁইয়েছে। গত সপ্তাহগুলিতে দেশের বেশকিছু জায়গায় ১৫০ টাকার বেশি কেজি দরে বিকিয়েছে টম্যাটো। ঘাড়তি থাকায় দাম বাড়ছে নিত্যদিন। ফলস্বরূপ চোরেদের নজর পড়েছে টম্যাটোতে। এই মাসের শুরুতে কর্নাটকের হাসান জেলা থেকে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের টম্যাটো চুরি হয়েছিল। এদিকে সোমবার ফের ২১ লক্ষ টাকা মূল্যের টম্যাটো নিখোঁজ হয়েছে।

আরও পড়ুন: টমেটোর দর ১ টাকা কেজি, উৎপাদন খরচও উঠছে না কৃষকদের

 

নিখোঁজ টমেটোর মালিক এক কৃষক বলেন, ‘গত বছর দু একর জমিতে টমেটো চাষ করে কিছুই পায়নি। লসের সম্মুখীন হতে হয়েছিল। এবার চাষ করে ভালো ফলন হয়েছে। গতকাল বিক্রির জন্য টমেটো নিয়ে যাওয়ার সময় ট্রাকটি চুরি হয়েছে। আমাদের সমস্ত শ্রম এবং অর্থ সবকিছু লুঠ হয়ে গেছে।’

 

অনিয়মিত বর্ষায় কারণে দেশে সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে জোগান কম থাকায় নিত্যদিন উর্ধমুখী হচ্ছে সবজির দাম। এই পরিস্থিতিতে বিপুল অঙ্কের টমেটো চুরি হওয়াই চিন্তায় পড়েছে ওই কৃষক। কর্নাটকে কলার নগর থানায় অভিযোগ দায়ের করেছে ওই কৃষক। নিখোঁজ ট্রাকের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কর্নাটকে নিখোঁজ ২১ লক্ষ টাকা মূল্যের টম্যাটো বহনকারী ট্রাক, খোঁজ নেই চালকেরও

আপডেট : ৩১ জুলাই ২০২৩, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: নিখোঁজ হল ২১ লক্ষ টাকা মূল্যের টম্যাটোর ট্রাক। চালক ও ট্রাকের কোনও খোঁজই পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। টম্যাটো ভর্তি ট্রাকটি কর্নাটকের কোলার থেকে রাজস্থানের জয়পুর যাচ্ছিল। সেই সময় ট্রাকটি নিখোঁজ হয়েছে বলে খবর। পুলিশে একটি অভিযোগও দায়ের হয়েছে।

 

আরও পড়ুন: দক্ষিণ চব্বিশ পরগনায় দাম না পাওয়ায় বাগানে নস্ট হচ্ছে টমেটো

এবছর তুলনামূলক কম চাষ হয়েছে টম্যাটো। ফলে টম্যাটো দাম আকাশ ছুঁইয়েছে। গত সপ্তাহগুলিতে দেশের বেশকিছু জায়গায় ১৫০ টাকার বেশি কেজি দরে বিকিয়েছে টম্যাটো। ঘাড়তি থাকায় দাম বাড়ছে নিত্যদিন। ফলস্বরূপ চোরেদের নজর পড়েছে টম্যাটোতে। এই মাসের শুরুতে কর্নাটকের হাসান জেলা থেকে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের টম্যাটো চুরি হয়েছিল। এদিকে সোমবার ফের ২১ লক্ষ টাকা মূল্যের টম্যাটো নিখোঁজ হয়েছে।

আরও পড়ুন: টমেটোর দর ১ টাকা কেজি, উৎপাদন খরচও উঠছে না কৃষকদের

 

নিখোঁজ টমেটোর মালিক এক কৃষক বলেন, ‘গত বছর দু একর জমিতে টমেটো চাষ করে কিছুই পায়নি। লসের সম্মুখীন হতে হয়েছিল। এবার চাষ করে ভালো ফলন হয়েছে। গতকাল বিক্রির জন্য টমেটো নিয়ে যাওয়ার সময় ট্রাকটি চুরি হয়েছে। আমাদের সমস্ত শ্রম এবং অর্থ সবকিছু লুঠ হয়ে গেছে।’

 

অনিয়মিত বর্ষায় কারণে দেশে সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে জোগান কম থাকায় নিত্যদিন উর্ধমুখী হচ্ছে সবজির দাম। এই পরিস্থিতিতে বিপুল অঙ্কের টমেটো চুরি হওয়াই চিন্তায় পড়েছে ওই কৃষক। কর্নাটকে কলার নগর থানায় অভিযোগ দায়ের করেছে ওই কৃষক। নিখোঁজ ট্রাকের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।