০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ চব্বিশ পরগনায় দাম না পাওয়ায় বাগানে নস্ট হচ্ছে টমেটো

চামেলি দাস
  • আপডেট : ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
  • / 102

পুবের কলম, ওয়েবডেস্ক: বাগানে নষ্ট হচ্ছে টমেটো। দাম না পাওয়ায় ক্ষতির মুখে টমেটো চাষিরা।দক্ষিণ চব্বিশ পরগনা জেলার টমেটো চাষিরা ক্ষতির সম্মুখীন। টমেটো নষ্ট হচ্ছে বাগানে, খরচা না ওঠায় বাগান থেকে টমেটো পর্যন্ত তুলতে পারছেন না চাষিরা।সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁরা।দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে কয়েক হাজার বিঘায় টমেটোর চাষ হয়। প্রথমের দিকে টমেটো প্রচুর পরিমাণে বিক্রি হলেও

আরও পড়ুন: দাম কমল বাণিজ্যিক গ্যাসের, ১ এপ্রলি থেকে দাম কার্যকর

আরও পড়ুন: মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে খুন সোনমের, অন্যদিকে ১৬ বছর ধরে স্বামীর ছবি বুকে আগলে অপেক্ষায় সন্ধ্যাদেবী

বর্তমানে টমেটোর দাম না পাওয়ায় চাষিদের মাথায় হাত। আশ্বিন মাস থেকে বৈশাখ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চাষিরা টমেটো বিক্রি করে থাকেন। অনেকে নাবি চাষ করে বেশি টাকা পাওয়ার আশায়।কারণ প্রথমে যে দাম থাকে শেষের দিকে তার দাম দ্বিগুণ হয়। কিন্তু এবারে  দাম দ্বিগুণ হওয়া তো দূরের কথা বর্তমানে তিন থেকে চার টাকা কেজিতে টমেটো পাইকারি দামে বিক্রি হচ্ছে। যার ফলে চাষিরা বাগানের টমেটো পর্যন্ত তুলছে পারছে না। কারণ টমেটো তুলতে গেলে মজুরি দিতে হবে। মজুরির পয়সাটুকুও পর্যন্ত দিতে পারছেন না চাষিরা। চাষিরা সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছেন।

আরও পড়ুন: বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলা মল্লকুস্তি!

আরও পড়ুন: কৃষিমন্ত্রীকে প্রশ্ন করায় গ্রেফতার কৃষক নেতা নির্মল সিং সিধু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দক্ষিণ চব্বিশ পরগনায় দাম না পাওয়ায় বাগানে নস্ট হচ্ছে টমেটো

আপডেট : ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বাগানে নষ্ট হচ্ছে টমেটো। দাম না পাওয়ায় ক্ষতির মুখে টমেটো চাষিরা।দক্ষিণ চব্বিশ পরগনা জেলার টমেটো চাষিরা ক্ষতির সম্মুখীন। টমেটো নষ্ট হচ্ছে বাগানে, খরচা না ওঠায় বাগান থেকে টমেটো পর্যন্ত তুলতে পারছেন না চাষিরা।সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁরা।দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে কয়েক হাজার বিঘায় টমেটোর চাষ হয়। প্রথমের দিকে টমেটো প্রচুর পরিমাণে বিক্রি হলেও

আরও পড়ুন: দাম কমল বাণিজ্যিক গ্যাসের, ১ এপ্রলি থেকে দাম কার্যকর

আরও পড়ুন: মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে খুন সোনমের, অন্যদিকে ১৬ বছর ধরে স্বামীর ছবি বুকে আগলে অপেক্ষায় সন্ধ্যাদেবী

বর্তমানে টমেটোর দাম না পাওয়ায় চাষিদের মাথায় হাত। আশ্বিন মাস থেকে বৈশাখ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চাষিরা টমেটো বিক্রি করে থাকেন। অনেকে নাবি চাষ করে বেশি টাকা পাওয়ার আশায়।কারণ প্রথমে যে দাম থাকে শেষের দিকে তার দাম দ্বিগুণ হয়। কিন্তু এবারে  দাম দ্বিগুণ হওয়া তো দূরের কথা বর্তমানে তিন থেকে চার টাকা কেজিতে টমেটো পাইকারি দামে বিক্রি হচ্ছে। যার ফলে চাষিরা বাগানের টমেটো পর্যন্ত তুলছে পারছে না। কারণ টমেটো তুলতে গেলে মজুরি দিতে হবে। মজুরির পয়সাটুকুও পর্যন্ত দিতে পারছেন না চাষিরা। চাষিরা সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছেন।

আরও পড়ুন: বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলা মল্লকুস্তি!

আরও পড়ুন: কৃষিমন্ত্রীকে প্রশ্ন করায় গ্রেফতার কৃষক নেতা নির্মল সিং সিধু