০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলাহাট থাকুক আগের জায়গাতেই, মুখ্যমন্ত্রীকে বার্তা ব্যবসায়ীদের

আইভি আদক, হাওড়া: মঙ্গলাহাট থাকুক মঙ্গলাহাটের জায়গাতেই। বরং হাটের পুনর্গঠনে রাজ্য সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত তাঁরা, জানিয়ে দিলেন ব্যবসায়ীরা।

এর পাশাপাশি মঙ্গলাহাট নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সোমবার হাট ব্যবসায়ীরা বলেন, ‘তাঁদের কথা বিধানসভার তোলার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। তবে তাঁরা এই জায়গা ছেড়ে অন্যত্র গিয়ে ব্যবসা করতে রাজি নন। এখানে ব্যবসা করার যে সুযোগ সুবিধা রয়েছে বা তৈরি হয়েছে। অন্য কোনও গেলে সেই সুযোগ পাওয়া যাবে না।’ পরিকাঠামোগত দিক থেকে পুনরায় মঙ্গলাহাটকে ফিরিয়ে আনতে বা উন্নতি করতে সমস্ত রকম সহযোগিতা করবে ব্যবসায়ীরা। তাঁরা চাইছে মঙ্গলাহাট থাকুক মঙ্গলাহাটের জায়গাতেই।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ধর্ষণের চেষ্টা প্রতিহত করতে ব্যক্তিকে খুন, উত্তরপ্রদেশে গ্রেফতার ১৮ বছরের তরুণী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মঙ্গলাহাট থাকুক আগের জায়গাতেই, মুখ্যমন্ত্রীকে বার্তা ব্যবসায়ীদের

আপডেট : ৩১ জুলাই ২০২৩, সোমবার

আইভি আদক, হাওড়া: মঙ্গলাহাট থাকুক মঙ্গলাহাটের জায়গাতেই। বরং হাটের পুনর্গঠনে রাজ্য সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত তাঁরা, জানিয়ে দিলেন ব্যবসায়ীরা।

এর পাশাপাশি মঙ্গলাহাট নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সোমবার হাট ব্যবসায়ীরা বলেন, ‘তাঁদের কথা বিধানসভার তোলার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। তবে তাঁরা এই জায়গা ছেড়ে অন্যত্র গিয়ে ব্যবসা করতে রাজি নন। এখানে ব্যবসা করার যে সুযোগ সুবিধা রয়েছে বা তৈরি হয়েছে। অন্য কোনও গেলে সেই সুযোগ পাওয়া যাবে না।’ পরিকাঠামোগত দিক থেকে পুনরায় মঙ্গলাহাটকে ফিরিয়ে আনতে বা উন্নতি করতে সমস্ত রকম সহযোগিতা করবে ব্যবসায়ীরা। তাঁরা চাইছে মঙ্গলাহাট থাকুক মঙ্গলাহাটের জায়গাতেই।