০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাচারের আগেই পুলিশের জালে বধূসহ দুই অপহরণকারী

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়লো বধূসহ দুই অপহরণকারী। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার ঘোষপাড়ার ঘটনা। বছর ২৭ এর ওই গৃহবধূ গত এক সপ্তাহ আগে হঠাৎই নিখোঁজ হয়ে যান। তারপর থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি। তার স্বামী কার্তিক ঘোষ শ্বশুরবাড়ি ও নিকট আত্মীয়স্বজনের কাছে খোঁজখবর নিলেও খোঁজ পাওয়া যায়নি। ওই গৃহবধুর ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ছবিসহ পুলিশের কাছে গিয়ে লিখিত অভিযোগ করেন স্বামী। তার স্ত্রীকে পরিকল্পনা করে অপহরণ করে ভিন রাজ্যে পাচারের চেষ্টা করছিল বলে হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ করেন তিনি।

 

চলতি মাসেের ২৭  জুলাই অভিযোগের ভিত্তিতে পুলিশ তার মোবাইল ফোন ট্রাক করে জানতে পারে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানা এলাকায় তাকে রাখা হয়েছে। তারপর খড়গপুর থানার সঙ্গে যোগাযোগ শুরু করেন। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আধিকারিক অনিল সাউ এর নেতৃত্বে একদল পুলিশ গিয়ে খড়্গপুরের একটি বাড়ি থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে। সঙ্গে দুই অপহরণকারী সুমন হোর, সরস্বতী হোরকে গ্রেফতার করে পুলিশ।

 

ধৃত দুজনের বাড়ি হুগলি জেলার শ্রীরামপুরে। সোমবার গৃহবধূ সহ দুই অপহরণকারীকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ওই গৃহবধূর সঙ্গে অপহরণকারীদের ফেসবুক, হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছিল। সেখান থেকেই বিভিন্ন প্রলোভনের শিকার হয় ওই বধূ। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জানতে চাইছে এদের সঙ্গে আন্তরাজ্য কোন নারী পাচারের যোগসূত্র আছে কিনা। সবকিছু খতিয়ে দেখছে তদন্তকারীরা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ধর্ষণের চেষ্টা প্রতিহত করতে ব্যক্তিকে খুন, উত্তরপ্রদেশে গ্রেফতার ১৮ বছরের তরুণী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাচারের আগেই পুলিশের জালে বধূসহ দুই অপহরণকারী

আপডেট : ৩১ জুলাই ২০২৩, সোমবার

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়লো বধূসহ দুই অপহরণকারী। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার ঘোষপাড়ার ঘটনা। বছর ২৭ এর ওই গৃহবধূ গত এক সপ্তাহ আগে হঠাৎই নিখোঁজ হয়ে যান। তারপর থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি। তার স্বামী কার্তিক ঘোষ শ্বশুরবাড়ি ও নিকট আত্মীয়স্বজনের কাছে খোঁজখবর নিলেও খোঁজ পাওয়া যায়নি। ওই গৃহবধুর ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ছবিসহ পুলিশের কাছে গিয়ে লিখিত অভিযোগ করেন স্বামী। তার স্ত্রীকে পরিকল্পনা করে অপহরণ করে ভিন রাজ্যে পাচারের চেষ্টা করছিল বলে হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ করেন তিনি।

 

চলতি মাসেের ২৭  জুলাই অভিযোগের ভিত্তিতে পুলিশ তার মোবাইল ফোন ট্রাক করে জানতে পারে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানা এলাকায় তাকে রাখা হয়েছে। তারপর খড়গপুর থানার সঙ্গে যোগাযোগ শুরু করেন। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আধিকারিক অনিল সাউ এর নেতৃত্বে একদল পুলিশ গিয়ে খড়্গপুরের একটি বাড়ি থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে। সঙ্গে দুই অপহরণকারী সুমন হোর, সরস্বতী হোরকে গ্রেফতার করে পুলিশ।

 

ধৃত দুজনের বাড়ি হুগলি জেলার শ্রীরামপুরে। সোমবার গৃহবধূ সহ দুই অপহরণকারীকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ওই গৃহবধূর সঙ্গে অপহরণকারীদের ফেসবুক, হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছিল। সেখান থেকেই বিভিন্ন প্রলোভনের শিকার হয় ওই বধূ। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জানতে চাইছে এদের সঙ্গে আন্তরাজ্য কোন নারী পাচারের যোগসূত্র আছে কিনা। সবকিছু খতিয়ে দেখছে তদন্তকারীরা।