বিমান থেকে ঝাঁঝালো গন্ধ, যাত্রী আতঙ্কে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার

- আপডেট : ৪ অগাস্ট ২০২৩, শুক্রবার
- / 42
পুবের কলম, ওয়েবডেস্ক: মাঝ আকাশে বিমান থেকে ঝাঁঝালো গন্ধকে নিয়ে শুরু হয় আতঙ্ক। ঝাঁঝালো গন্ধের জেরে আতঙ্কিত হয়ে পড়েন বিমানে থাকা যাত্রীরা। অবশেষে মাঝ আকাশ থেকে যাত্রীদের নিয়ে ফিরতে বাধ্য হয় বিমানটি। কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে (সিআইএএল) নিরাপদ অবতরণ করানো হয়। এরপরই শুরু হয় গন্ধ রহস্যের খোঁজ।
সূত্রের খবর, ২ অগাস্ট রাতে কোচি থেকে শারজার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান (আইএক্স ৪১১)। বিমানের মধ্যে ঝাঁঝালো গন্ধ ভেসে বেড়াচ্ছে বলে এক যাত্রী অভিযোগ করেন। একই অভিযোগ করেন আরও বেশকিছু যাত্রী। আর ঝুঁকি নিতে চাইনি বিমান সংস্থাটি। কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। ইঞ্জিনিয়ারিং টিম এসে উড়ানটি পরীক্ষা-নিরীক্ষা করেন।
ইঞ্জিনিয়াররা জানান কোনও আগুন লাগা বা ধোঁয়া কিংবা যান্ত্রিক গোলযোগের প্রমাণ পাওয়া যায়নি। বিমানে করে পিঁয়াজ এবং সবজি নিয়ে যাওয়া হয়েচ্ছিল। তা থেকেই গন্ধ ছড়িয়ে পড়েছিল বলে প্রাথমিক ভাবে অনুমান। তবে গন্ধের উৎস হিসেবে পেঁয়াজকেই দায়ী করা হচ্ছে।