১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিমান জরুরি অবতরণ করিয়েও বাঁচানো গেল না যাত্রীকে, মৃত্যু নাইজেরিয়ান নাগরিকের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৩ মার্চ ২০২৩, সোমবার
  • / 36

পুবের কলম, ওয়েবডেস্ক: বিমানের মধ্যে শারীরিক অসুস্থ যাত্রীকে জরুরি অবতরণ করানোর পরেও বাঁচানো গেল না। জানা গিইয়ে, মৃত যাত্রী একজন বিদেশি নাগরিক। তিনি দিল্লি থেকে দোহা যাচ্ছিলেন। উড়ানের মধ্যে শারীরিক অবস্থার অবনতি হয় ওই নাইজেরিয়ান যাত্রীর। পাকিস্তানে জরুরি অবতরণ করানো হয়। কিন্তু ওই যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি। বিমান অবতরণ করার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলেও, মেডিক্যাল টিম পরীক্ষা করে তাকে মৃত বলে জানান। ইন্ডিগোর বিমানে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শোক প্রকাশ করেছে উড়ান সংস্থা।

সোমবার সকালেই পাকিস্তানের করাচি বিমানবন্দরে ইমার্জেন্সি ল্যান্ডিং করানো হয় দিল্লি থেকে দোহাগামী ইন্ডিগোর বিমানকে। বিমানের বাকি  যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে বলেই জানিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ।

আরও পড়ুন: কুলতলিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের

জানা গিয়েছে, রবিবার রাত ১০টা ১৭ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশে রওনা দেয়। কিন্তু মাঝ আকাশে এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। সেই সময়ে পাকিস্তানের আকাশসীমার উপর দিয়ে যাচ্ছিল বিমানটি। সঙ্গে সঙ্গে করাচির এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হয় এবং করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটির।

আরও পড়ুন: ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, নাগপুরে জরুরি অবতরণ

ইন্ডিগো সংস্থার তরফে ট্যুইট করে বলা হয়েছে, ‘ইন্ডিগোর ৬ই-১৭৩৬ বিমান, যা দিল্লি থেকে দোহা যাচ্ছিল, তা মেডিক্যাল ইমার্জেন্সির জন্য করাচিতে জরুরি  অবতরণ করা হয়। অবতরণ করার পর বিমানবন্দরের মেডিক্যাল টিম ওই যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন’।

আরও পড়ুন: তুরস্ক বিমানবন্দরে ৪০ ঘণ্টারও বেশি সময় আটকে ২৫০ জন যাত্রী

করাচির সিভিল অ্যাভিয়েশন অথারিটির মুখপাত্রও জানিয়েছেন, মাঝ আকাশে এক যাত্রীর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় দিল্লি থেকে দুবাইগামী একটি ভারতীয়  বিমানকে করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। ইন্ডিগোর বিমানের পাইলট মেডিক্যাল ইমার্জেন্সির কারণ দেখিয়েই জরুরি অবতরণের অনুমতি চেয়েছিলেন, করাচি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল সঙ্গে সঙ্গে অনুমতি দেয়।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিমান জরুরি অবতরণ করিয়েও বাঁচানো গেল না যাত্রীকে, মৃত্যু নাইজেরিয়ান নাগরিকের

আপডেট : ১৩ মার্চ ২০২৩, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বিমানের মধ্যে শারীরিক অসুস্থ যাত্রীকে জরুরি অবতরণ করানোর পরেও বাঁচানো গেল না। জানা গিইয়ে, মৃত যাত্রী একজন বিদেশি নাগরিক। তিনি দিল্লি থেকে দোহা যাচ্ছিলেন। উড়ানের মধ্যে শারীরিক অবস্থার অবনতি হয় ওই নাইজেরিয়ান যাত্রীর। পাকিস্তানে জরুরি অবতরণ করানো হয়। কিন্তু ওই যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি। বিমান অবতরণ করার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলেও, মেডিক্যাল টিম পরীক্ষা করে তাকে মৃত বলে জানান। ইন্ডিগোর বিমানে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শোক প্রকাশ করেছে উড়ান সংস্থা।

সোমবার সকালেই পাকিস্তানের করাচি বিমানবন্দরে ইমার্জেন্সি ল্যান্ডিং করানো হয় দিল্লি থেকে দোহাগামী ইন্ডিগোর বিমানকে। বিমানের বাকি  যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে বলেই জানিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ।

আরও পড়ুন: কুলতলিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের

জানা গিয়েছে, রবিবার রাত ১০টা ১৭ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশে রওনা দেয়। কিন্তু মাঝ আকাশে এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। সেই সময়ে পাকিস্তানের আকাশসীমার উপর দিয়ে যাচ্ছিল বিমানটি। সঙ্গে সঙ্গে করাচির এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হয় এবং করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটির।

আরও পড়ুন: ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, নাগপুরে জরুরি অবতরণ

ইন্ডিগো সংস্থার তরফে ট্যুইট করে বলা হয়েছে, ‘ইন্ডিগোর ৬ই-১৭৩৬ বিমান, যা দিল্লি থেকে দোহা যাচ্ছিল, তা মেডিক্যাল ইমার্জেন্সির জন্য করাচিতে জরুরি  অবতরণ করা হয়। অবতরণ করার পর বিমানবন্দরের মেডিক্যাল টিম ওই যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন’।

আরও পড়ুন: তুরস্ক বিমানবন্দরে ৪০ ঘণ্টারও বেশি সময় আটকে ২৫০ জন যাত্রী

করাচির সিভিল অ্যাভিয়েশন অথারিটির মুখপাত্রও জানিয়েছেন, মাঝ আকাশে এক যাত্রীর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় দিল্লি থেকে দুবাইগামী একটি ভারতীয়  বিমানকে করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। ইন্ডিগোর বিমানের পাইলট মেডিক্যাল ইমার্জেন্সির কারণ দেখিয়েই জরুরি অবতরণের অনুমতি চেয়েছিলেন, করাচি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল সঙ্গে সঙ্গে অনুমতি দেয়।