০৩ জানুয়ারী ২০২৬, শনিবার, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ডিসেম্বরে উন্মুক্ত হবে দেশের প্রথম উন্নত দ্বারকা এক্সপ্রেসওয়ে, যান চলাচলে ব্যাপক উন্নতির আশা গড়করির

পুবের কলম, ওয়েবডেস্ক: শীঘ্রই চালু  হবে দেশের প্রথম উন্নত হাইওয়ে দ্বারকা এক্সপ্রেসওয়ের। উদ্বোধনের আগেই রবিবার দ্বারকা এক্সপ্রেসওয়ের একটি ভিডিয়ো শেয়ার করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। উন্নত হাইওয়ে প্রকল্পকে ‘প্রকৌশলের বিস্ময়’ বলে অভিহিত করেছেন তিনি। গড়করি  ভিডিয়ো শেয়ার করে বলেছেন, ‘মার্ভেল অফ ইঞ্জিনিয়ারিং: দ্বারকা এক্সপ্রেসওয়ে! ভবিষ্যতের একটি অত্যাধুনিক যাত্রা’।

দক্ষিণ-পশ্চিম দিল্লির দ্বারকা থেকে হরিয়ানার গুরুগ্রামের সাথে সংযোগকারী এক্সপ্রেসওয়েটি মোট ৯ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে। এক্সপ্রেসওয়ের পরিধি হরিয়ানায় ১৯ কিলোমিটার এবং বাকি ১০ কিলোমিটার দিল্লিতে। দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েঢ় শিব-মূর্তি থেকে শুরু হয়ে দিল্লির দ্বারকা সেক্টর ২১, গুরুগ্রাম সীমান্ত এবং বাসাই হয়ে খেরকি দৌলা টোল প্লাজার কাছে শেষ হয়েছে। ২৯ কিলোমিটার দীর্ঘ দ্বারকা এক্সপ্রেসওয়ে, যা উত্তর পেরিফেরাল রোড নামেও পরিচিত। চলতি বছরের ডিসেম্বরে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে দ্বারকা এক্সপ্রেসওয়ের। এই হাইওয়ে দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়ের যানজট অনেকটাই কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

 

নীতিন গড়করি বলেন, এক্সপ্রেসওয়েটি দেশের প্রথম উন্নত আরবান এক্সপ্রেসওয়ে। এটি আট লেন বিশিষ্ট প্রথম একক পিলার ফ্লাইওভার। এটি চালু হলে দিল্লি-এনসিআর এলাকায় বায়ু দূষণের মাত্রা কমবে।  জাতীয় সড়ক-৮ এর ৫০-৬০ শতাংশ ট্রাফিক নতুন এক্সপ্রেসওয়েতে ঘুরিয়ে দেওয়া হবে। ফলে সোহনা রোড এবং গল্ফ কোর্স রোডে যান চলাচলে উন্নতি হবে।

সর্বধিক পাঠিত

দেশীয় বাজারে এখনও ২.৮৩ কোটি ২০০০ টাকার নোট, জানাল আরবিআই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডিসেম্বরে উন্মুক্ত হবে দেশের প্রথম উন্নত দ্বারকা এক্সপ্রেসওয়ে, যান চলাচলে ব্যাপক উন্নতির আশা গড়করির

আপডেট : ২১ অগাস্ট ২০২৩, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: শীঘ্রই চালু  হবে দেশের প্রথম উন্নত হাইওয়ে দ্বারকা এক্সপ্রেসওয়ের। উদ্বোধনের আগেই রবিবার দ্বারকা এক্সপ্রেসওয়ের একটি ভিডিয়ো শেয়ার করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। উন্নত হাইওয়ে প্রকল্পকে ‘প্রকৌশলের বিস্ময়’ বলে অভিহিত করেছেন তিনি। গড়করি  ভিডিয়ো শেয়ার করে বলেছেন, ‘মার্ভেল অফ ইঞ্জিনিয়ারিং: দ্বারকা এক্সপ্রেসওয়ে! ভবিষ্যতের একটি অত্যাধুনিক যাত্রা’।

দক্ষিণ-পশ্চিম দিল্লির দ্বারকা থেকে হরিয়ানার গুরুগ্রামের সাথে সংযোগকারী এক্সপ্রেসওয়েটি মোট ৯ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে। এক্সপ্রেসওয়ের পরিধি হরিয়ানায় ১৯ কিলোমিটার এবং বাকি ১০ কিলোমিটার দিল্লিতে। দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েঢ় শিব-মূর্তি থেকে শুরু হয়ে দিল্লির দ্বারকা সেক্টর ২১, গুরুগ্রাম সীমান্ত এবং বাসাই হয়ে খেরকি দৌলা টোল প্লাজার কাছে শেষ হয়েছে। ২৯ কিলোমিটার দীর্ঘ দ্বারকা এক্সপ্রেসওয়ে, যা উত্তর পেরিফেরাল রোড নামেও পরিচিত। চলতি বছরের ডিসেম্বরে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে দ্বারকা এক্সপ্রেসওয়ের। এই হাইওয়ে দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়ের যানজট অনেকটাই কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

 

নীতিন গড়করি বলেন, এক্সপ্রেসওয়েটি দেশের প্রথম উন্নত আরবান এক্সপ্রেসওয়ে। এটি আট লেন বিশিষ্ট প্রথম একক পিলার ফ্লাইওভার। এটি চালু হলে দিল্লি-এনসিআর এলাকায় বায়ু দূষণের মাত্রা কমবে।  জাতীয় সড়ক-৮ এর ৫০-৬০ শতাংশ ট্রাফিক নতুন এক্সপ্রেসওয়েতে ঘুরিয়ে দেওয়া হবে। ফলে সোহনা রোড এবং গল্ফ কোর্স রোডে যান চলাচলে উন্নতি হবে।