০৩ জানুয়ারী ২০২৬, শনিবার, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কেরলে নিপা আতঙ্কে ৭টি গ্রামে কনটেনমেন্ট জোন ঘোষণা, বন্ধ স্কুল-অফিস

  • সুস্মিতা
  • আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার
  • 34

পুবের কলম,ওয়েবডেস্কঃ কেরলে নিপা ভাইরাস আতঙ্ক ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠছে। আতঙ্কে ৭ টি গ্রামে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে, বন্ধ করে দেওয়া হল স্কুল। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, কেরলের কোঝিকোড়ে চারজনের দেহে নিপা ভাইরাস শনাক্ত হয়েছে, এর মধ্যে একজন ৯ বছরের কিশোর রয়েছে। সরকারের তরফে সাতটি গ্রাম পঞ্চায়েতে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। এই গ্রামের দুই বাসিন্দার নিপা ভাইরাসে মৃত্যুর পর বুধবার এই ঘোষণা করা হয় সরকারের তরফে। সেই সঙ্গে সংক্রমণের বিস্তার রোধে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংক্রামিত এলাকায় বন্ধ করে দেওয়া হল স্কুল, অফিস।

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কমপক্ষে ১৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নিপা সতর্কতার মধ্যে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট-এর (এনআইভি)একটি মোবাইল ল্যাব কোঝিকোড়ের মেডিক্যাল কলেজে নমুনা পরীক্ষার জন্য গেছে।

ফেসবুকে পোস্ট করে কোঝিকোড়ের জেলা কালেক্টর এ গীতা জানিয়েছেন, আটানচেরি, মারুথনকারা, তিরুভাল্লুর, কুত্তিয়াদি, কায়কোডি, ভিলিয়াপল্লী এবং কাবিলুমপাড়া এই সাতটি গ্রাম পঞ্চায়েতকে কনটেনমেন্ট ঘোষণা করা হয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত গ্রামের বাইরে যাওয়া ও প্রবেশ নিষিদ্ধ। জরুরি পরিষেবা সামগ্রী ও ওষুধপত্র বিক্রিতে ছাড় দেওয়া হয়েছে। অত্যাবশ্যকীয় পণ্য বিক্রির দোকানগুলি সকাল ৭টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকবে, তবে ওষুধের দোকানগুলি খুলে রাখার কোনও নির্দিষ্ট সময়সীমা নেই। স্থানীয় স্ব- সরকারি প্রতিষ্ঠান এবং গ্রাম অফিসগুলো ন্যূনতম কর্মী নিয়ে কাজ করতে পারবে। তবে ব্যাঙ্ক, অন্যান্য সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং অঙ্গনওয়াড়ি বন্ধ থাকবে। কনটেনমেন্ট জোনগুলিতে সর্বদা মাস্ক পরে থাকতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ অ্যালকোহল-ভিত্তিক স্যানিটাইজার ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, কোঝিকোড়েতে নিপা ভাইরাস শনাক্ত হয়েছে, অযথা আতঙ্কের কিছু নেই, সবাইকে সতর্ক থাকতে হবে। সকলকে স্বাস্থ্যমন্ত্রক সহ পুলিশ প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন পিনারাই বিজয়ন সরকার।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

দেশীয় বাজারে এখনও ২.৮৩ কোটি ২০০০ টাকার নোট, জানাল আরবিআই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেরলে নিপা আতঙ্কে ৭টি গ্রামে কনটেনমেন্ট জোন ঘোষণা, বন্ধ স্কুল-অফিস

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্কঃ কেরলে নিপা ভাইরাস আতঙ্ক ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠছে। আতঙ্কে ৭ টি গ্রামে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে, বন্ধ করে দেওয়া হল স্কুল। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, কেরলের কোঝিকোড়ে চারজনের দেহে নিপা ভাইরাস শনাক্ত হয়েছে, এর মধ্যে একজন ৯ বছরের কিশোর রয়েছে। সরকারের তরফে সাতটি গ্রাম পঞ্চায়েতে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। এই গ্রামের দুই বাসিন্দার নিপা ভাইরাসে মৃত্যুর পর বুধবার এই ঘোষণা করা হয় সরকারের তরফে। সেই সঙ্গে সংক্রমণের বিস্তার রোধে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংক্রামিত এলাকায় বন্ধ করে দেওয়া হল স্কুল, অফিস।

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কমপক্ষে ১৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নিপা সতর্কতার মধ্যে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট-এর (এনআইভি)একটি মোবাইল ল্যাব কোঝিকোড়ের মেডিক্যাল কলেজে নমুনা পরীক্ষার জন্য গেছে।

ফেসবুকে পোস্ট করে কোঝিকোড়ের জেলা কালেক্টর এ গীতা জানিয়েছেন, আটানচেরি, মারুথনকারা, তিরুভাল্লুর, কুত্তিয়াদি, কায়কোডি, ভিলিয়াপল্লী এবং কাবিলুমপাড়া এই সাতটি গ্রাম পঞ্চায়েতকে কনটেনমেন্ট ঘোষণা করা হয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত গ্রামের বাইরে যাওয়া ও প্রবেশ নিষিদ্ধ। জরুরি পরিষেবা সামগ্রী ও ওষুধপত্র বিক্রিতে ছাড় দেওয়া হয়েছে। অত্যাবশ্যকীয় পণ্য বিক্রির দোকানগুলি সকাল ৭টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকবে, তবে ওষুধের দোকানগুলি খুলে রাখার কোনও নির্দিষ্ট সময়সীমা নেই। স্থানীয় স্ব- সরকারি প্রতিষ্ঠান এবং গ্রাম অফিসগুলো ন্যূনতম কর্মী নিয়ে কাজ করতে পারবে। তবে ব্যাঙ্ক, অন্যান্য সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং অঙ্গনওয়াড়ি বন্ধ থাকবে। কনটেনমেন্ট জোনগুলিতে সর্বদা মাস্ক পরে থাকতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ অ্যালকোহল-ভিত্তিক স্যানিটাইজার ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, কোঝিকোড়েতে নিপা ভাইরাস শনাক্ত হয়েছে, অযথা আতঙ্কের কিছু নেই, সবাইকে সতর্ক থাকতে হবে। সকলকে স্বাস্থ্যমন্ত্রক সহ পুলিশ প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন পিনারাই বিজয়ন সরকার।