পুবের কলম ওয়েবডেস্ক: স্পেন যাওয়ার পথে বুধবার হঠাৎ দুবাই বিমানবন্দরে দেখা মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘের। এ দিন ভারতীয় সময় সকাল পৌনে দশটা নাগাদ দুবাই থেকে মাদ্রিদের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিল তাঁর প্রতিনিধি দলও। মূলত ১২দিনের শিল্প সফরে স্পেনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ফেসবুকে পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘দুবাইবি মানবন্দরের লাউঞ্জে হঠাৎইআ মাকে দেখতে পেয়েই ডাকলেন। এটাই ওঁর সৌজন্য। আমি আপ্লুত।’ দু’জনের মধ্যে সৌজন্য বিনিময় হয়। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটেরজ ন্য বাংলার মুখ্যমন্ত্রী শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন বলেও ফেসবুকে নিজেই উল্লেখ করেছেন। এ দিকে মাদ্রিদ উড়ে যাওয়ার আগে তিনি শ্রীলঙ্কাতেও আমন্ত্রণ পেলেন বলে জানিয়েছেন তিনি। একটি ভিডিয়ো সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছেন, ‘আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি?’ মমতা উত্তর দেন, ‘হ্যাঁ, অবশ্যই।’ এর পরেই বিক্রমসিঙ্ঘের প্রশ্ন, ‘আপনিই কি বিরোধী জোটকে নেতৃত্ব দিতে চলেছেন?’ তখন মুখ্যমন্ত্রী হেসে বলেন, ‘ওহ মাই গড।’ তবে তারও উত্তর দেন মমতা। তিনি বলেন, ‘মানুষ যদি আমাদের সমর্থন করে, তবে আগামী দিনে আমরা ক্ষমতায় আসতেই পারি।’
এ দিনই দুবাই থেকে স্পেনের রাজধানী মাদ্রিদ পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বিমান বুধবার ভারতীয় সময় বিকেল ৫টা নাগাদ মাদ্রিদের মাটি স্পর্শ করে। বুধবার কোনও কর্মসূচি ছিল না। বৃহস্পতিবার থেকে তাঁর মূল কর্মসূচি শুরু। ওই দিন বিকেলে ‘লা লিগা’র প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজের সঙ্গে বৈঠক রয়েছে মমতার। ওই বৈঠকে থাকবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বৈঠকে যোগ দিতেই লন্ডন থেকে মাদ্রিদ আসছেন সৌরভ। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে যাওয়া প্রতিনিধি দলে রয়েছেন মোহনবাগানের দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গলের রূপক সাহা এবং মহামেডানের ইশতিয়াক আহমেদ। ‘লা লিগা’র প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকবেন কলকাতার তিন প্রধানের ওই তিন কর্তাও বৈঠকে বাংলার ফুটবলের উন্নতিকল্পে ‘লা লিগা’র সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের একটি সমঝোতাপত্র (মউ) স্বাক্ষরিত হতে পারে। মঙ্গলবার ভারতীয় সময় বিকেল ৪টের কিছুক্ষণ আগে দুবাই পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। রাতে সংযুক্ত আরব আমিরশাহীর বাণিজ্যিক রাজধানীতেই ছিলেন। রাতে সেখানে সফরসঙ্গীদের সঙ্গে হালকা মেজাজে কথাবার্তার পাশাপাশি ছবিও আঁকেন তিনি। ছবির নাম দিয়েছেন ‘আর্থ লাফ্স ইন ফ্লাওয়ারস’। মাদ্রিদ সফর শেষ করে রবিবার মমতা ট্রেনে যাবেন বার্সেলোনায়। সেখানে পৌঁছে সন্ধ্যায় মুখ্যমন্ত্রী যাবেন স্থানীয় বাঙালি এবং ভারতীয়দের সঙ্গে মিলিত হতে। সোমবার দুপুরে বার্সেলোনায় আবার শিল্প বৈঠক। সেখানে স্পেনীয় শিল্পপতিদের সঙ্গেও বাংলার শিল্পপতিদের আলাদা বৈঠক হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এসেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং শিল্পসচিব বন্দনা যাদব এসেছেন মুখ্যমন্ত্রীর সচিব গৌতম সান্যাল। রাজ্যের প্রতিনিধিদলের সদস্য হয়ে এসেছেন একঝাঁক শিল্পপতিও।
গত ১২ বছরের শাসনকালে মমতা সিঙ্গাপুর, লন্ডন, স্কটল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস এবং ইতালিতে গিয়েছেন। তবে এটাই তাঁর প্রথম স্পেন সফর।























