০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঘুম পাড়িয়ে কয়েক লক্ষ টাকা লুঠ বামবল ডেট সাথীর

সামিমা এহসানা
  • আপডেট : ১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার
  • / 13

পুবের কলম ওয়েব ডেস্কঃ টানা দুদিন ঘুম পাড়িয়ে কয়েক লক্ষ টাকা ও আইফোন ১৪ প্রো চুরি করল বামবল ডেটের সাথী। গুরুগ্রামের রোহিত গুপ্তা অনলাইন ডেটিং অ্যাপ বামবল ডেটের সাবসক্রাইবার ছিলেন। সেখানে তার আলাপ হয় এক মহিলার সঙ্গে। ওই মহিলা তার সঙ্গে দেখা করতে চায়। ১ অক্টোবর নিজেই ফোন করে রোহিতের ফ্ল্যাটে যেতে চায় ওই মহিলা। রাত ১০ টা নাগাদ তাকে গাড়ি করে নিয়ে যায় রোহিত।

হঠাৎই রান্নাঘর থেকে রোহিতকে বরফ এনে দিতে বলে সে। বরফ আনার পর চলে মদ্যপান। ততক্ষণে রোহিতের গ্লাসে এমন ড্রাগ মিশিয়ে দেয় ওই মহিলা যে ঘুম থেকে যখন ওঠে রোহিত, তখন ৩ অক্টোবরের সকাল। রোহিত বুঝতে পারে, টানা দু’দিন ঘুমিয়ে ছিল সে। ওই মহিলারও নাম গন্ধ ছিল না কোথাও। এরপর রোহিত দেখে তার আই ফোন ১৪ প্রো, ১০ হাজার টাকা, ডেবিট-ক্রেডিট কার্ড, সোনার চেন খোয়া গেছে। ১ লক্ষ ৭৮ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে।

সবটা বুঝতে পেরে ওই মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে রোহিত। এখনও ওই মহিলার সন্ধান পায়নি পুলিশ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঘুম পাড়িয়ে কয়েক লক্ষ টাকা লুঠ বামবল ডেট সাথীর

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ টানা দুদিন ঘুম পাড়িয়ে কয়েক লক্ষ টাকা ও আইফোন ১৪ প্রো চুরি করল বামবল ডেটের সাথী। গুরুগ্রামের রোহিত গুপ্তা অনলাইন ডেটিং অ্যাপ বামবল ডেটের সাবসক্রাইবার ছিলেন। সেখানে তার আলাপ হয় এক মহিলার সঙ্গে। ওই মহিলা তার সঙ্গে দেখা করতে চায়। ১ অক্টোবর নিজেই ফোন করে রোহিতের ফ্ল্যাটে যেতে চায় ওই মহিলা। রাত ১০ টা নাগাদ তাকে গাড়ি করে নিয়ে যায় রোহিত।

হঠাৎই রান্নাঘর থেকে রোহিতকে বরফ এনে দিতে বলে সে। বরফ আনার পর চলে মদ্যপান। ততক্ষণে রোহিতের গ্লাসে এমন ড্রাগ মিশিয়ে দেয় ওই মহিলা যে ঘুম থেকে যখন ওঠে রোহিত, তখন ৩ অক্টোবরের সকাল। রোহিত বুঝতে পারে, টানা দু’দিন ঘুমিয়ে ছিল সে। ওই মহিলারও নাম গন্ধ ছিল না কোথাও। এরপর রোহিত দেখে তার আই ফোন ১৪ প্রো, ১০ হাজার টাকা, ডেবিট-ক্রেডিট কার্ড, সোনার চেন খোয়া গেছে। ১ লক্ষ ৭৮ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে।

সবটা বুঝতে পেরে ওই মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে রোহিত। এখনও ওই মহিলার সন্ধান পায়নি পুলিশ।