পুবের কলম ওয়েবডেস্কঃ বেয়ার গ্রিলসের আ্যডভেঞ্চার শোতে এবার দেখা যাবে বলিউড অভিনেতা অজয় দেবগণকে। এই শোয়ের জন্য নাকি ইতিমধ্যেই মালদ্বীপ পৌঁছে গিয়েছেন অজয়।
বেয়ার গ্রিলসের এই শোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, অক্ষয় কুমারকেও দেখা গিয়েছে।
বেয়ার গ্রিলসের শো-এর ফরম্যাট অনুযায়ী সেলিব্রিটিদের টানা ৪৮ ঘণ্টা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, সঙ্গে থাকবেন বেয়ার গ্রিলস। কীভাবে এই অভিনেতা একের পর এক চ্যালেঞ্জ গুলো হাতের মুঠোয় নেবেন, তা নিয়েই চলবে শো।
মালদ্বীপের গভীর অরণ্যে কখনও বা জলের তলায় দেখা যাবে টিকে থাকার লড়াই। টানা দুদিন ধরে চলবে শুটিং। ডিসকভারি ও ডিসকভারি প্লাস চ্যানেলে দেখা যাবে এই শো।
৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
বেয়ার গ্রিলসের শো-তে এবার অজয় দেবগণ, মালদ্বীপে হবে শুটিং
-
সুস্মিতা - আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার
- 114
ট্যাগ :
সর্বধিক পাঠিত






































