নিজের খুনের মামলায় হাজিরা দিল ১১ বছরের ‘মৃত’

- আপডেট : ১১ নভেম্বর ২০২৩, শনিবার
- / 27
পুবের কলম ওয়েব ডেস্কঃ তার ১১ বছরের পুত্রকে খুন করেছে শ্বশুর ও শালারা মিলে। এমই অভিযোগ করেছিল উত্তরপ্রদেশের এক বাসিন্দা। সুপ্রিম কোর্টে খুনের মামলার সওয়াল জবাব যখন চলছে, তখন হাজির হল ১১ বছরের ‘খুন হওয়া’ নাবালক। জানালো, তার দাদু বা মামারা কেউ খুন করেনি তাকে। সে দিব্যে আছে। প্রতিশোধ নিতেই মিথ্যা মামলা করেছিল তার বাবা।
পরে জানা যায়, ওই নাবালকের মা’কে পণের জন্যে মারধর করত তার বাবা। এর জেরে মৃত্যুও হয় তার মায়ের। এরপর নাবালের দাদু নিজের জামাই-র বিরুদ্ধে মামলা করলে সে চটে যায়। নিজের সন্তানকে ফিরে পেতে আবেদন করে সে। অভিযুক্ত জামাইয়ের হাতে নিজের নাতিকে ফিরিয়ে দিতে চাননি বৃদ্ধ। তাই তাদের বিরুদ্ধেই পাল্টা মামলা করে ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিলিভিতে।