০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চলচ্চিত্র উৎসবে তুলে ধরা হবে দেশের সাংস্কৃতিক বৈচিত্র

পুবের কলম ওয়েব ডেস্ক: ২০২৩ সালের ভারতের চলচ্চিত্র উৎসবে তুলে ধরা হবে দেশের  সাংস্কৃতিক বৈচিত্র্য।

ভারতের ৫৪তম আন্তর্জাতিক ফিল্ম ভেস্টিভ্যাল এবার দেশের বিভিন্ন জায়গার সাংস্কৃতিক বিবিধতা তুলে ধরবে। দেশের পূর্ব, দক্ষিণ, উত্তর এবং পশ্চিমাঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হবে পাঁচদিনের বিশেষ অনুষ্ঠানে। এটি শুরু হতে চলেছে আগামী ২২ নভেম্বর বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

বাংলা, অসমীয়া, ওড়িয়া, মণিপুর, এবং উত্তরপূর্বের ছবিগুলি দেখানো হবে ২২ নভেম্বর। ২৩ নভেম্বর দেখানো হবে তামিল এবং মালায়ালম ছবি। ২৪ নভেম্বর পর্দায় ভেসে উঠবে  পাঞ্জাবি, ডোগরি, ভোজপুরি, রাজস্থানি, উর্দু এবং ছত্তিশগড়ের ছবি। পরের দিন ছবির সূচিতে রয়েছে কোঙ্কনি, মারাঠি এবং গুজরাতি ছবি। ২৬ নভেম্বর দর্শকরা আনন্দ নিতে পারবেন কন্নড় এবং তেলেগু ছবির। ভারত তার সাংস্কৃতিক বৈচিত্র্যের সৌন্দর্য তুলে ধরতে চায় বিভিন্ন প্রান্তের ছবির মাধ্যমে। উত্তর থকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পাঁচদিনে ছবির প্রদর্শনীতে ফুটে উঠবে গোটা ভারতের সমন্বয় এবং বৈচিত্র্যের ছবি যা দর্শক দেখতে পারবেন সেলুলয়েডে।

চলতি বছরে ফিল্ম ফেস্টিভ্যালে ২৭০টির বেশি ছবি দেখানো হবে বলে জানা গেছে। এরমধ্যে ১৩টি আন্তর্জাতিক প্রিমিয়ার হওয়ার কথা, ভারতীয় প্যানোরামায় দেখানো হবে ২৫টি কাহিনী ছবি বা ফিচার ফিল্ম। এবং ২০টি অন্যান্য ছবি। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (আইএফএফআই) জানিয়েছে, তারা পুরনো দিনের বড় বড় নির্দেশক, অভিনেতার সাক্ষাৎকারও উদ্ধার করে দেখানোর চেষ্টা করবে।

 

সর্বধিক পাঠিত

যোগী রাজ্যে ফের ধর্ষণের শিকার তেরো বছরের বালিকা, তদন্তে পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চলচ্চিত্র উৎসবে তুলে ধরা হবে দেশের সাংস্কৃতিক বৈচিত্র

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ২০২৩ সালের ভারতের চলচ্চিত্র উৎসবে তুলে ধরা হবে দেশের  সাংস্কৃতিক বৈচিত্র্য।

ভারতের ৫৪তম আন্তর্জাতিক ফিল্ম ভেস্টিভ্যাল এবার দেশের বিভিন্ন জায়গার সাংস্কৃতিক বিবিধতা তুলে ধরবে। দেশের পূর্ব, দক্ষিণ, উত্তর এবং পশ্চিমাঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হবে পাঁচদিনের বিশেষ অনুষ্ঠানে। এটি শুরু হতে চলেছে আগামী ২২ নভেম্বর বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

বাংলা, অসমীয়া, ওড়িয়া, মণিপুর, এবং উত্তরপূর্বের ছবিগুলি দেখানো হবে ২২ নভেম্বর। ২৩ নভেম্বর দেখানো হবে তামিল এবং মালায়ালম ছবি। ২৪ নভেম্বর পর্দায় ভেসে উঠবে  পাঞ্জাবি, ডোগরি, ভোজপুরি, রাজস্থানি, উর্দু এবং ছত্তিশগড়ের ছবি। পরের দিন ছবির সূচিতে রয়েছে কোঙ্কনি, মারাঠি এবং গুজরাতি ছবি। ২৬ নভেম্বর দর্শকরা আনন্দ নিতে পারবেন কন্নড় এবং তেলেগু ছবির। ভারত তার সাংস্কৃতিক বৈচিত্র্যের সৌন্দর্য তুলে ধরতে চায় বিভিন্ন প্রান্তের ছবির মাধ্যমে। উত্তর থকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পাঁচদিনে ছবির প্রদর্শনীতে ফুটে উঠবে গোটা ভারতের সমন্বয় এবং বৈচিত্র্যের ছবি যা দর্শক দেখতে পারবেন সেলুলয়েডে।

চলতি বছরে ফিল্ম ফেস্টিভ্যালে ২৭০টির বেশি ছবি দেখানো হবে বলে জানা গেছে। এরমধ্যে ১৩টি আন্তর্জাতিক প্রিমিয়ার হওয়ার কথা, ভারতীয় প্যানোরামায় দেখানো হবে ২৫টি কাহিনী ছবি বা ফিচার ফিল্ম। এবং ২০টি অন্যান্য ছবি। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (আইএফএফআই) জানিয়েছে, তারা পুরনো দিনের বড় বড় নির্দেশক, অভিনেতার সাক্ষাৎকারও উদ্ধার করে দেখানোর চেষ্টা করবে।