০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
ময়নাতদন্তের সময় উপড়ে নেওয়া হল চোখ, অঙ্গ পাচারে অভিযুক্ত উত্তরপ্রদেশের চিকিৎসক

সামিমা এহসানা
- আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার
- / 16
পুবের কলম ওয়েব ডেস্ক: বুদাউনের মুজারিয়া এলাকার রসুলা গ্রামে ২০ বছরের পুজার দেহ উদ্ধার হয় রবিবার। পণের জন্য তাকে খুন করে, দেহ ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সোমবার স্থানীয় একটি সরকারি হাসপাতালে পুজার ময়নাতদন্ত হয়। তারপর দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার পর দেখা যায়, পুজার চোখ নেই। চিকিৎসকদের প্রশ্ন করলে সদুত্তরও মেলেনি। এরপর জেলা ম্যাজিসট্রেটের দ্বারস্থ হয়ে নালিশ জানায় পুজার পরিবার। অভিযোগ, ময়নাতদন্তের সময় অঙ্গ পাচারের জন্য পুজার চোখ তুলে নেওয়া হয়েছে।
নতুন করে ময়নাতদন্ত ও এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসক বা স্বাস্থ্যকার্মীরা অঙ্গ পাচার করে থাকলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে পুজার পরিবারকে।
Tag :
Womans eyes removed during autopsy in UP family accuses doctors of organ trafficking অঙ্গ পাচারে অভিযুক্ত উত্তরপ্রদেশের চিকিৎসক ময়নাতদন্তের সময় উপড়ে নেওয়া হল চোখ