২২ অক্টোবর ২০২৫, বুধবার, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেনেস্ট্রুয়েশন লিভে সবেতন ছুটি দেওয়ার নীতি আনার প্রয়োজন নেই:স্মৃতি ইরানি

শফিকুল ইসলাম
  • আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার
  • / 18

পুবের কলম ওয়েব ডেস্ক:

কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি -র কাছে  প্রশ্নই রেখেছিলেন আরজেডি সাংসদ মনোজ কুমার ঝা।মহিলাদের সমস্যার কথা মাথায় রেখেই একাধিক দেশে চালু করা হয়েছে মেনেস্ট্রুয়েশন লিভ  বা ঋতুকালীন ছুটি। ভারতেও কি এই ছুটি চালু করা হবে?কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি -র কাছে এই প্রশ্নই রেখেছিলেন আরজেডি সাংসদ মনোজ কুমার ঝা । তাতে কেন্দ্রীয় মন্ত্রীর উত্তর, “সবেতন ছুটির কোনও প্রয়োজন নেই কারণ এটা প্রতিবন্ধকতা নয়।” রাজ্যসভায় রাষ্ট্রীয় জনতা দলের সাংসদ মনোজ কুমার ঝা দেশের ঋতুকালীন পরিচ্ছন্নতা নীতি নিয়ে প্রশ্ন করেছিলেন। জবাবে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, “ঋতুমতী মহিলা হিসাবে, ঋতুস্রাব ও ঋতুচক্র নারী জীবনের অত্যন্ত সাধারণ একটি অংশ। আমাদের এমন ইস্যু তৈরি করা উচিত নয় যেখানে তাদের সমানাধিকার থেকে বঞ্চিত করা হবে শুধুমাত্র একজনের নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির কারণে, যার ঋতুস্রাব হয় না।”

সমানাধিকারের প্রসঙ্গ তুলেই কেন্দ্রীয় মন্ত্রী জানান, ঋতুচক্রের জন্য সবেতন ছুটি দেওয়ার নীতি আনার প্রয়োজন নেই। তিনি জানান, এটা প্রতিবন্ধকতা নয়।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মেনেস্ট্রুয়েশন লিভে সবেতন ছুটি দেওয়ার নীতি আনার প্রয়োজন নেই:স্মৃতি ইরানি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক:

কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি -র কাছে  প্রশ্নই রেখেছিলেন আরজেডি সাংসদ মনোজ কুমার ঝা।মহিলাদের সমস্যার কথা মাথায় রেখেই একাধিক দেশে চালু করা হয়েছে মেনেস্ট্রুয়েশন লিভ  বা ঋতুকালীন ছুটি। ভারতেও কি এই ছুটি চালু করা হবে?কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি -র কাছে এই প্রশ্নই রেখেছিলেন আরজেডি সাংসদ মনোজ কুমার ঝা । তাতে কেন্দ্রীয় মন্ত্রীর উত্তর, “সবেতন ছুটির কোনও প্রয়োজন নেই কারণ এটা প্রতিবন্ধকতা নয়।” রাজ্যসভায় রাষ্ট্রীয় জনতা দলের সাংসদ মনোজ কুমার ঝা দেশের ঋতুকালীন পরিচ্ছন্নতা নীতি নিয়ে প্রশ্ন করেছিলেন। জবাবে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, “ঋতুমতী মহিলা হিসাবে, ঋতুস্রাব ও ঋতুচক্র নারী জীবনের অত্যন্ত সাধারণ একটি অংশ। আমাদের এমন ইস্যু তৈরি করা উচিত নয় যেখানে তাদের সমানাধিকার থেকে বঞ্চিত করা হবে শুধুমাত্র একজনের নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির কারণে, যার ঋতুস্রাব হয় না।”

সমানাধিকারের প্রসঙ্গ তুলেই কেন্দ্রীয় মন্ত্রী জানান, ঋতুচক্রের জন্য সবেতন ছুটি দেওয়ার নীতি আনার প্রয়োজন নেই। তিনি জানান, এটা প্রতিবন্ধকতা নয়।