০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এনসিসি পুনর্গঠনের জন্য গড়া প্রতিরক্ষা মন্ত্রকের কমিটিতে জামিয়ার সহ উপাচার্য

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, রবিবার
  • / 137

পুবের কলম ওয়েবডেস্কঃ এনসিসি বা জাতীয় সমর শিক্ষার্থী বাহিনি বা ন্যাশনাল ক্যাডেট কর্পসকে ঢেলে সাজাতে উচ্চক্ষমতা সম্পন্ন বিশেষজ্ঞ কমিটি গড়েছে প্রতিরক্ষা মন্ত্রক। প্রাক্তন সাংসদ বৈজয়ন্ত পন্ডার সভাপতিত্বে সেই কমিটিতে রয়েছেন জামিয়া মিলিয়া ইসলামিয়ার ভাইস-চ্যান্সেলর নাজমা আক্তার। জামিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে যে, নাজমা আখতারের সঙ্গে ওই কমিটিতে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, মাহিন্দ্রা গোষ্ঠীর আনন্দ মাহিন্দ্রা , সাংসদ বিনয় সহস্রবুদ্ধে,এমপি রাজ্যবর্ধন সিং রাঠোর,ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল, এসএনডিটি মহিলা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি বসুদা কামাত  প্রাক্তন ভিসি, মুকুল কানিতকর, জাতীয় সাংগঠনিক সম্পাদক, ভারতীয় শিক্ষা মণ্ডল, মেজর জেনারেল অলোক রাজ (অব.), ডিআইসিসিআই চেয়ারম্যান মিলিন্দ কাম্বলে, এসআইএস ইন্ডিয়া লিমিটেডের এমডি রিতুরাজ সিনহা, বেদিকা ভাণ্ডারকর, সিওও- ওয়াটার.অর্গ, ডাটাবুকের সিইও আনন্দ শাহ এবং মায়াঙ্ক তিওয়ারি, জেএস (টিআরজি), ডিওডি কমিটির অন্যান্য সদস্যও  রয়েছেন।

দুটি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া মহেন্দ্র সিং ধোনি গতবছরের ১৫ই অগস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। প্রসঙ্গত ধোনি টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক কর্নেল। ভারতীয় সেনাবাহিনীর নামজাদা প্যারাশুট রেজিমেন্টে এক মাসের প্রশিক্ষণও নিয়েছেন।

আরও পড়ুন: ১১ বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রভারতীর অস্থায়ী উপাচার্য হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি

কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ক্যাডেট কর্পস সংস্কারের দিকে মনোযোগ দিয়েছে। ২০২০ সালে প্রতিরক্ষা মন্ত্রক এনসিসির প্রসার ঘটানোয় ছাড়পত্র দেয়। ওই বছরের স্বাধীনতা দিবসে দেশের উদ্দেশ্যে ভাষণে এনসিসির প্রসারের সিদ্ধান্ত জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন প্রত্যন্ত অঞ্চল গুলিতেও এনসিসি পৌঁছে যাবে। এরফলে অল্পবয়সেই সামরিক বাহিনীর প্রশিক্ষণ ও অভিজ্ঞতা পাবেন দেশের কিশোর-কিশোরীরা।

আরও পড়ুন: উপাচার্য নিয়োগে সার্চ কমিটি নিয়ে মামলা দাখিল কলকাতা হাইকোর্টে, শুনানি ১২ জুন!

আরও পড়ুন: অর্ডিন্যান্সে সায় রাজ্যপালের, উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু করছে শিক্ষা দফতর  

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এনসিসি পুনর্গঠনের জন্য গড়া প্রতিরক্ষা মন্ত্রকের কমিটিতে জামিয়ার সহ উপাচার্য

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ এনসিসি বা জাতীয় সমর শিক্ষার্থী বাহিনি বা ন্যাশনাল ক্যাডেট কর্পসকে ঢেলে সাজাতে উচ্চক্ষমতা সম্পন্ন বিশেষজ্ঞ কমিটি গড়েছে প্রতিরক্ষা মন্ত্রক। প্রাক্তন সাংসদ বৈজয়ন্ত পন্ডার সভাপতিত্বে সেই কমিটিতে রয়েছেন জামিয়া মিলিয়া ইসলামিয়ার ভাইস-চ্যান্সেলর নাজমা আক্তার। জামিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে যে, নাজমা আখতারের সঙ্গে ওই কমিটিতে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, মাহিন্দ্রা গোষ্ঠীর আনন্দ মাহিন্দ্রা , সাংসদ বিনয় সহস্রবুদ্ধে,এমপি রাজ্যবর্ধন সিং রাঠোর,ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল, এসএনডিটি মহিলা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি বসুদা কামাত  প্রাক্তন ভিসি, মুকুল কানিতকর, জাতীয় সাংগঠনিক সম্পাদক, ভারতীয় শিক্ষা মণ্ডল, মেজর জেনারেল অলোক রাজ (অব.), ডিআইসিসিআই চেয়ারম্যান মিলিন্দ কাম্বলে, এসআইএস ইন্ডিয়া লিমিটেডের এমডি রিতুরাজ সিনহা, বেদিকা ভাণ্ডারকর, সিওও- ওয়াটার.অর্গ, ডাটাবুকের সিইও আনন্দ শাহ এবং মায়াঙ্ক তিওয়ারি, জেএস (টিআরজি), ডিওডি কমিটির অন্যান্য সদস্যও  রয়েছেন।

দুটি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া মহেন্দ্র সিং ধোনি গতবছরের ১৫ই অগস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। প্রসঙ্গত ধোনি টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক কর্নেল। ভারতীয় সেনাবাহিনীর নামজাদা প্যারাশুট রেজিমেন্টে এক মাসের প্রশিক্ষণও নিয়েছেন।

আরও পড়ুন: ১১ বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রভারতীর অস্থায়ী উপাচার্য হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি

কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ক্যাডেট কর্পস সংস্কারের দিকে মনোযোগ দিয়েছে। ২০২০ সালে প্রতিরক্ষা মন্ত্রক এনসিসির প্রসার ঘটানোয় ছাড়পত্র দেয়। ওই বছরের স্বাধীনতা দিবসে দেশের উদ্দেশ্যে ভাষণে এনসিসির প্রসারের সিদ্ধান্ত জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন প্রত্যন্ত অঞ্চল গুলিতেও এনসিসি পৌঁছে যাবে। এরফলে অল্পবয়সেই সামরিক বাহিনীর প্রশিক্ষণ ও অভিজ্ঞতা পাবেন দেশের কিশোর-কিশোরীরা।

আরও পড়ুন: উপাচার্য নিয়োগে সার্চ কমিটি নিয়ে মামলা দাখিল কলকাতা হাইকোর্টে, শুনানি ১২ জুন!

আরও পড়ুন: অর্ডিন্যান্সে সায় রাজ্যপালের, উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু করছে শিক্ষা দফতর