১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ঘেউ ঘেউ এ ভয়, বচসায় জড়িয়ে কুকুরের মালকিনকে লাথি মেরে হত্যা পথচারীর

সামিমা এহসানা
- আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, রবিবার
- / 24
পুবের কলম ওয়েব ডেস্ক: রাত সাড়ে দশটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন ইন্দোরের শান্তি নগরের এক বাসিন্দা। ৩৫ বছরের ওই ব্যক্তি মুসাখেড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় একটি কুকুর ঘেউ ঘেউ করতে শুরু করে। ভয়ে রাস্তা পার করতে পারছিলেন না তিনি। এরপর তিনি চেঁচামেচি শুরু করেন। চিৎকার শুনে কুকুরের মালকিন বেরিয়ে আসেন ঘর থেকে।
৬৫ বছরের বৃদ্ধার সঙ্গে বচসা শুরু হয় পথচারীর। এরপর রাগের মাথায় বৃদ্ধার পেটে লাথি মারেন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধা। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। পথচারীকে গ্রেফতার করে তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।
Tag :
dog bite Indore Man kills elderly woman after dispute over her dog barking at him বচসায় জড়িয়ে কুকুরের মালকিনকে লাথি মেরে হত্যা পথচারীর