১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্কুলের ক্রিসমাসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হলে অভিভাবকের লিখিত সম্মতি লাগবে, নির্দেশিকা মধ্যপ্রদেশে

সামিমা এহসানা
  • আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, রবিবার
  • / 10

পুবের কলম ওয়েব ডেস্ক: মধ্যপ্রদেশের সাজাপুর জেলায় স্কুলের ক্রিসমাস অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হলে বাবা–মার লিখিত সম্মতি আবশ্যক করল সাজাপুর জেলা শিক্ষা আধিকারিক। বাবা–মা লিখিতভাবে সম্মতি প্রকাশ না করলে কোনও স্কুল, পড়ুয়াদের ক্রিসমাসের কোনও অনুষ্ঠানে অংশগ্রহন করতে দিতে পারবে না। স্কুলের অনুষ্ঠানে সান্তা ক্লজ বা ক্রিসমাস ট্রির মত করে কোনও পড়ুয়া সাজতে চাইলে অভিভাবকের সম্মতি লাগবে। আর অভিভাবকের লিখিত সম্মতি ছাড়া কোনও সরকারি বা বেসরকারি স্কুলের কোনও পড়ুয়া ক্রিসমাসের অনুষ্ঠানে অংশগ্রহণ করলে সেই স্কুলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। বিজেপি সরকার কোনওভাবেই চাইছে না খ্রিস্টানদের অনুষ্ঠানে অংশগ্রহণ করুক হিন্দুরা। সেখান থেকেই তাদের এই নির্দেশিকা।

উল্লেখ্য, বড়দিন ও বর্ষবরণের অনুষ্ঠানে ভিড় নিয়ন্ত্রণ করতে উত্তরপ্রদেশে দশ দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে যোগী সরকার। স্কুলের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাবা–মার সম্মতির কথা এর আগে শোনেনি দেশের মানুষ। মুসলমান, দলিতদের পাশাপাশি খ্রিস্টানদের দমিয়ে রাখার যে মানসিকতা বিজেপি সরকার আগেও দেখিয়েছিল, মধ্যপ্রদেশের ঘটনা তারই প্রতিচ্ছবি বলা চলে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্কুলের ক্রিসমাসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হলে অভিভাবকের লিখিত সম্মতি লাগবে, নির্দেশিকা মধ্যপ্রদেশে

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: মধ্যপ্রদেশের সাজাপুর জেলায় স্কুলের ক্রিসমাস অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হলে বাবা–মার লিখিত সম্মতি আবশ্যক করল সাজাপুর জেলা শিক্ষা আধিকারিক। বাবা–মা লিখিতভাবে সম্মতি প্রকাশ না করলে কোনও স্কুল, পড়ুয়াদের ক্রিসমাসের কোনও অনুষ্ঠানে অংশগ্রহন করতে দিতে পারবে না। স্কুলের অনুষ্ঠানে সান্তা ক্লজ বা ক্রিসমাস ট্রির মত করে কোনও পড়ুয়া সাজতে চাইলে অভিভাবকের সম্মতি লাগবে। আর অভিভাবকের লিখিত সম্মতি ছাড়া কোনও সরকারি বা বেসরকারি স্কুলের কোনও পড়ুয়া ক্রিসমাসের অনুষ্ঠানে অংশগ্রহণ করলে সেই স্কুলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। বিজেপি সরকার কোনওভাবেই চাইছে না খ্রিস্টানদের অনুষ্ঠানে অংশগ্রহণ করুক হিন্দুরা। সেখান থেকেই তাদের এই নির্দেশিকা।

উল্লেখ্য, বড়দিন ও বর্ষবরণের অনুষ্ঠানে ভিড় নিয়ন্ত্রণ করতে উত্তরপ্রদেশে দশ দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে যোগী সরকার। স্কুলের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাবা–মার সম্মতির কথা এর আগে শোনেনি দেশের মানুষ। মুসলমান, দলিতদের পাশাপাশি খ্রিস্টানদের দমিয়ে রাখার যে মানসিকতা বিজেপি সরকার আগেও দেখিয়েছিল, মধ্যপ্রদেশের ঘটনা তারই প্রতিচ্ছবি বলা চলে।