জম্মু ও কাশ্মীরের জঙ্গি হামলায় ২ সেনার মৃত্যু, পাল্টা গুলিতে নিকেশ ৪ জঙ্গি
গুজরাতে চালু দেশীয় পরমাণু রিঅ্যাক্টর
বন্যায় বিপর্যস্ত অসম, ক্ষতিগ্রস্ত ১১ লক্ষ জনজীবন
পুবের কলম, ওয়েব ডেস্কঃ ঈদ-উল-আযাহার ত্যাগের বার্তা দিয়ে হোয়াটসঅ্যাপ স্টেটাস দেওয়ার অপরাধে মুসলিম যুবকের দোকানে হানা হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশের উপস্থিতিতে একটি দোকান থেকে পণ্য বাইরে ছুঁড়ে ফেলছে ক্ষুব্ধ জনতা (ভিডিওটির সত্যতা পুবের কলম যাচাই করেনি)। ঘটনাটি ঘটেছে হিমচলপ্রদেশের নাহানে।
উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা জাভেদ কর্মসূত্রে হিমাচলপ্রদেশের নাহানে একটি ঘর ভাড়া নিয়ে ক্ষুদ্র কাপড়ের দোকান চালান। এ দিন তার সেই দোকানেই আক্রমন চালায় বিক্ষুব্ধরা। আক্রমনকারীদের অভিযোগ জাভেদ গো-হত্যাকারী। জানা গেছে, জাভেদ তার হোয়াটসঅ্যাপ স্টেটাসে কুরবানির ত্যাগের বার্তা দিয়ে একটি পোস্ট করেন। তার সেই পোস্টের প্রতিক্রিয়ায় এই আক্রমণ। শুধু তাই নয় আক্রমণকারীরা হুমকি দিয়েছে যে জাভেদকে আর নাহানে ঢুকতে দেওয়া হবে না। পাশাপাশি দোকান ঘরের মালিককে আক্রমণকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেয় কোনও মুসলিমকে যেন দোকান ঘর ভাড়া দেওয়া না হয়। শেষ পাওয়া খবর থেকে জানা গেছে, পুলিশ জাভেদকে খুঁজছে।