০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শনি ও রবিবার শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ মার্চ ২০২৩, শুক্রবার
  • / 95

পুবের কলম,ওয়েবডেস্ক: ভোগান্তি যেন কমছেই না। বিগত কয়েক মাসে দফায় দফায় হাওড়া-শিয়ালদহ শাখায় ট্রেন বাতিল হয়েছে। এবার ফের ট্রেন বাতিলের ঘোষণা শিয়ালদহ ডিভিশনে।

রেল সূত্রে খবর, শিয়ালদহ ডিভিশনের দমদম-নৈহাটি শাখায় ইছাপুরের কাছে ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেজন্য শনিবার (২৫ মার্চ) রাত ১০ টা থেকে রবিবার (২৬ মার্চ) রাত ৯ টা পর্যন্ত আপ এবং ডাউন লাইনে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে। সে কারণেই শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-রানাঘাট ও শিয়ালদহ -শান্তিপুর রুটে তিনজোড়া লোকাল ট্রেন বাতিল থাকছে শনিবার।

১) ৩১৪৩৩ আপ শিয়ালদহ-নৈহাটি লোকাল

২) ৩১৪৫০ ডাউন নৈহাটি-শিয়ালদহ লোকাল বাতিল থাকবে।

৩) সেইসঙ্গে বাতিল থাকবে ৩১৬২৯ আপ শিয়ালদহ-রানাঘাট লোকাল

 ৪) ৩১৬৩৬ ডাউন রানাঘাট-শিয়ালদহ লোকাল

৫) ৩১৫৩৯ আপ শিয়ালদহ-শান্তিপুর লোকাল

৬) ৩১৫৪০ ডাউন শান্তিপুর-শিয়ালদহ লোকাল।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রবিবার ৩১৪১১ আপ, ৩১৪৭১ আপ, ৩১৪১৫ আপ, ৩১৪১৯ আপ, ৩১৪২৯ আপ ৩১৪১৪ ডাউন, ৩১৪১৮ ডাউন, ৩১৪২০ ডাউন, ৩১৪২৬ ডাউন এবং ৩১৪৩৬ ডাউন শিয়ালদহ -নৈহাটি-শিয়ালদহ লোকাল বাতিল থাকবে।

 রবিবার ৩১৬১১ আপ, ৩১৬১৫ আপ, ৩১৬১৭ আপ, ৩১৬১৭ আপ, ৩১৬১৪ ডাউন, ৩১৬১৬ ডাউন, ৩১৬২২ ডাউন শিয়ালদহ -রানাঘাট-শিয়ালদহ  লোকাল বাতিল করে দিয়েছে পূর্ব রেল।

রবিবার ৩১৩১১ আপ, ৩১৩১৭ আপ, ৩১৩৩১ আপ, ৩১৩৩৫, ৩১৩১৪ ডাউন, ৩১৩১৮ ডাউন, ৩১৩৩০ ডাউন এবং ৩১৩৪৪ ডাউন শিয়ালদহ -কল্যাণী সীমান্ত-শিয়ালদহ  লোকাল  ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে।

রবিবার ৩১২৩৩ আপ, ৩১২৬১ আপ, ৩১২৩২ ডাউন, ৩১২৩৬ ডাউন শিয়ালদহ – ব্যারাকপুর-শিয়ালদহ লোকাল বাতিল থাকবে। বাতিল করা হয়েছে ৩১৫২৫ আপ, ৩১৫২৮ ডাউন শিয়ালদহ-শান্তিপুর-শিয়ালদহ লোকাল।

রবিবার ৩১৮১৩ আপ ও ৩১৮১৪ ডাউন শিয়ালদহ -কৃষ্ণগনর সিটি জংশন-শিয়ালদহ  লোকাল বাতিল থাকবে। ৩১৯১৩ আপ এবং ৩১৯১৪ ডাউন শিয়ালদহ -গেদে-শিয়ালদহ   লোকাল ট্রেন  বাতিল করা হয়েছে। ৩৩২১৩ আপ ও ৩৩২৩২ ডাউন দমদম জংশন-ব্যারাকপুর-দমদম জংশন লোকাল বাতিল করে দিয়েছে পূর্ব রেল।

এর আগে ১৪ মার্চ পর্যন্ত বহু লোকাল ট্রেন বাতিল ছিল শিয়ালদায়। শিয়ালদহ মেন শাখায়  বাতিল ছিল ২৬ জোড়া ট্রেন। নৈহাটি-হালিশহর এর মধ্যে নন-ইন্টারলকিং এর কাজ চলায় দুর্ভোগ বাড়ে নিত্যযাত্রীদের। এবার ফের দুর্ভোগের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ। যদিও সপ্তাহ শেষে অফিসযাত্রীদের ভিড় অনেকটাই কম থাকে। তবে নানা প্রয়োজনে অনেকেই ট্রেন ধরতে হয়। সে কারণে ট্রেন বাতিলের খবরে চিন্তা বাড়ছে আম-আদমির।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শনি ও রবিবার শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন

আপডেট : ২৪ মার্চ ২০২৩, শুক্রবার

পুবের কলম,ওয়েবডেস্ক: ভোগান্তি যেন কমছেই না। বিগত কয়েক মাসে দফায় দফায় হাওড়া-শিয়ালদহ শাখায় ট্রেন বাতিল হয়েছে। এবার ফের ট্রেন বাতিলের ঘোষণা শিয়ালদহ ডিভিশনে।

রেল সূত্রে খবর, শিয়ালদহ ডিভিশনের দমদম-নৈহাটি শাখায় ইছাপুরের কাছে ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেজন্য শনিবার (২৫ মার্চ) রাত ১০ টা থেকে রবিবার (২৬ মার্চ) রাত ৯ টা পর্যন্ত আপ এবং ডাউন লাইনে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে। সে কারণেই শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-রানাঘাট ও শিয়ালদহ -শান্তিপুর রুটে তিনজোড়া লোকাল ট্রেন বাতিল থাকছে শনিবার।

১) ৩১৪৩৩ আপ শিয়ালদহ-নৈহাটি লোকাল

২) ৩১৪৫০ ডাউন নৈহাটি-শিয়ালদহ লোকাল বাতিল থাকবে।

৩) সেইসঙ্গে বাতিল থাকবে ৩১৬২৯ আপ শিয়ালদহ-রানাঘাট লোকাল

 ৪) ৩১৬৩৬ ডাউন রানাঘাট-শিয়ালদহ লোকাল

৫) ৩১৫৩৯ আপ শিয়ালদহ-শান্তিপুর লোকাল

৬) ৩১৫৪০ ডাউন শান্তিপুর-শিয়ালদহ লোকাল।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রবিবার ৩১৪১১ আপ, ৩১৪৭১ আপ, ৩১৪১৫ আপ, ৩১৪১৯ আপ, ৩১৪২৯ আপ ৩১৪১৪ ডাউন, ৩১৪১৮ ডাউন, ৩১৪২০ ডাউন, ৩১৪২৬ ডাউন এবং ৩১৪৩৬ ডাউন শিয়ালদহ -নৈহাটি-শিয়ালদহ লোকাল বাতিল থাকবে।

 রবিবার ৩১৬১১ আপ, ৩১৬১৫ আপ, ৩১৬১৭ আপ, ৩১৬১৭ আপ, ৩১৬১৪ ডাউন, ৩১৬১৬ ডাউন, ৩১৬২২ ডাউন শিয়ালদহ -রানাঘাট-শিয়ালদহ  লোকাল বাতিল করে দিয়েছে পূর্ব রেল।

রবিবার ৩১৩১১ আপ, ৩১৩১৭ আপ, ৩১৩৩১ আপ, ৩১৩৩৫, ৩১৩১৪ ডাউন, ৩১৩১৮ ডাউন, ৩১৩৩০ ডাউন এবং ৩১৩৪৪ ডাউন শিয়ালদহ -কল্যাণী সীমান্ত-শিয়ালদহ  লোকাল  ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে।

রবিবার ৩১২৩৩ আপ, ৩১২৬১ আপ, ৩১২৩২ ডাউন, ৩১২৩৬ ডাউন শিয়ালদহ – ব্যারাকপুর-শিয়ালদহ লোকাল বাতিল থাকবে। বাতিল করা হয়েছে ৩১৫২৫ আপ, ৩১৫২৮ ডাউন শিয়ালদহ-শান্তিপুর-শিয়ালদহ লোকাল।

রবিবার ৩১৮১৩ আপ ও ৩১৮১৪ ডাউন শিয়ালদহ -কৃষ্ণগনর সিটি জংশন-শিয়ালদহ  লোকাল বাতিল থাকবে। ৩১৯১৩ আপ এবং ৩১৯১৪ ডাউন শিয়ালদহ -গেদে-শিয়ালদহ   লোকাল ট্রেন  বাতিল করা হয়েছে। ৩৩২১৩ আপ ও ৩৩২৩২ ডাউন দমদম জংশন-ব্যারাকপুর-দমদম জংশন লোকাল বাতিল করে দিয়েছে পূর্ব রেল।

এর আগে ১৪ মার্চ পর্যন্ত বহু লোকাল ট্রেন বাতিল ছিল শিয়ালদায়। শিয়ালদহ মেন শাখায়  বাতিল ছিল ২৬ জোড়া ট্রেন। নৈহাটি-হালিশহর এর মধ্যে নন-ইন্টারলকিং এর কাজ চলায় দুর্ভোগ বাড়ে নিত্যযাত্রীদের। এবার ফের দুর্ভোগের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ। যদিও সপ্তাহ শেষে অফিসযাত্রীদের ভিড় অনেকটাই কম থাকে। তবে নানা প্রয়োজনে অনেকেই ট্রেন ধরতে হয়। সে কারণে ট্রেন বাতিলের খবরে চিন্তা বাড়ছে আম-আদমির।