০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রানির প্রয়াণে একদিনের রাষ্ট্রীয় শোক ভারতে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
  • / 50

পুবের কলম, ওয়েবডেস্ক: ৯৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন ব্রিটেনের রানি এলিজাবেথ। বৃহস্পতিবার মারা গেছে রানি। বাকিংহাম প্যালেস থেকে রানির মৃত্যুসংবাদ জানানো হয়। রানির প্রয়াণে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ১১ সেপ্টেম্বর একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল ভারত।

 

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রানির মৃত্যুতে শোকের আবহে, গোটা দেশজুড়ে  সমস্ত ভবনগুলিতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ওই দিন সরকারিভাবে কোনও  বিনোদন অনুষ্ঠান পালিত হবে না’। বিবৃতিতে বলা হয়েছে,  ‘ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ৮ সেপ্টেম্বর ২০২২-এ মারা গিয়েছেন। প্রয়াত বিশিষ্ট ব্যক্তির প্রয়াণে সম্মানের চিহ্ন হিসেবে আগামী ১১ সেপ্টেম্বর ভারতে একদিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে’।

আরও পড়ুন: করোনা পরবর্তী ভারতে একাকীত্ব বড় সমস্যা! শহুরে যুবক-যুবতীরা বেশি ভুগছেন একাকীত্বে! রিপোর্টে প্রকাশিত

বাকিংহাম প্যালেস সূত্রে খবর, রাজপরিবারের অন্যান্য সদস্য সহ নতুন রাজা চার্লস এখন থেকে রানির অন্তোষ্টিক্রিয়ার সাত দিন পর্যন্ত শোক পালন করবেন। অন্তোষ্টিক্রিয়ার দিন রাষ্ট্র ও সরকার  প্রধানরা উপস্থিত থাকবেন। তবে অন্তোষ্টিক্রিয়ার দিন এখনও ঘোষণা  করা হয়নি, সেই দিনক্ষণ জানাবে বাকিংহাম প্যালেস,

আরও পড়ুন: ফ্রান্সের পর প্রথম ভারতে তৈরি হবে ফ্যালকন জেট

এদিন দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি  থেকে শুরু করে বিশ্বের সকল রাষ্ট্র নেতারা।

প্রধানমন্ত্রী ট্যুইটে লিখেছেন, ‘রানি  দ্বিতীয় এলিজাবেথ আমাদের সময়ের একজন অকুতোভয় ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। তিনি তাঁর জাতি ও জনগণকে অনুপ্রেরণাদায়ী নেতৃত্ব প্রদান করেছেন। তাঁর মৃত্যুতে আমি ব্যথিত। এই দুঃখের সময় আমার সমবেদনা তাঁর পরিবার এবং ব্রিটেনের জনগণের সঙ্গে রয়েছে’। শোকজ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

উল্লেখ্য, ৯৬ বছর বয়সে প্রয়াত হন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। দ্বিতীয় এলিজাবেথ সাত দশক ধরে রাজত্ব করেছেন, যা ব্রিটেনের ইতিহাসে দীর্ঘতম। স্কটল্যান্ডে গ্রীষ্মকালীন বাসভবন বালমোরাল ক্যাসেলে প্রয়াত হন রানি। রানি দ্বিতীয় এলিজাবেথ ছিলেন  বিশ্বের সবচেয়ে বয়স্ক এবং দীর্ঘ মেয়াদী রাষ্ট্রপ্রধান। মাত্র ২৫ বছর বয়সে ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি তাঁর বাবা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর সিংহাসনে বসেছিলেন তিনি। দীর্ঘকাল রাজত্বপাট চালিয়েছেন তিনি। অক্টোবর থেকে স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন রানি। চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। রানির প্রয়াণের পর ৭৩ বছর বয়সে রাজার আসনে প্রিন্স চার্লস।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রানির প্রয়াণে একদিনের রাষ্ট্রীয় শোক ভারতে

আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ৯৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন ব্রিটেনের রানি এলিজাবেথ। বৃহস্পতিবার মারা গেছে রানি। বাকিংহাম প্যালেস থেকে রানির মৃত্যুসংবাদ জানানো হয়। রানির প্রয়াণে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ১১ সেপ্টেম্বর একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল ভারত।

 

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রানির মৃত্যুতে শোকের আবহে, গোটা দেশজুড়ে  সমস্ত ভবনগুলিতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ওই দিন সরকারিভাবে কোনও  বিনোদন অনুষ্ঠান পালিত হবে না’। বিবৃতিতে বলা হয়েছে,  ‘ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ৮ সেপ্টেম্বর ২০২২-এ মারা গিয়েছেন। প্রয়াত বিশিষ্ট ব্যক্তির প্রয়াণে সম্মানের চিহ্ন হিসেবে আগামী ১১ সেপ্টেম্বর ভারতে একদিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে’।

আরও পড়ুন: করোনা পরবর্তী ভারতে একাকীত্ব বড় সমস্যা! শহুরে যুবক-যুবতীরা বেশি ভুগছেন একাকীত্বে! রিপোর্টে প্রকাশিত

বাকিংহাম প্যালেস সূত্রে খবর, রাজপরিবারের অন্যান্য সদস্য সহ নতুন রাজা চার্লস এখন থেকে রানির অন্তোষ্টিক্রিয়ার সাত দিন পর্যন্ত শোক পালন করবেন। অন্তোষ্টিক্রিয়ার দিন রাষ্ট্র ও সরকার  প্রধানরা উপস্থিত থাকবেন। তবে অন্তোষ্টিক্রিয়ার দিন এখনও ঘোষণা  করা হয়নি, সেই দিনক্ষণ জানাবে বাকিংহাম প্যালেস,

আরও পড়ুন: ফ্রান্সের পর প্রথম ভারতে তৈরি হবে ফ্যালকন জেট

এদিন দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি  থেকে শুরু করে বিশ্বের সকল রাষ্ট্র নেতারা।

প্রধানমন্ত্রী ট্যুইটে লিখেছেন, ‘রানি  দ্বিতীয় এলিজাবেথ আমাদের সময়ের একজন অকুতোভয় ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। তিনি তাঁর জাতি ও জনগণকে অনুপ্রেরণাদায়ী নেতৃত্ব প্রদান করেছেন। তাঁর মৃত্যুতে আমি ব্যথিত। এই দুঃখের সময় আমার সমবেদনা তাঁর পরিবার এবং ব্রিটেনের জনগণের সঙ্গে রয়েছে’। শোকজ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

উল্লেখ্য, ৯৬ বছর বয়সে প্রয়াত হন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। দ্বিতীয় এলিজাবেথ সাত দশক ধরে রাজত্ব করেছেন, যা ব্রিটেনের ইতিহাসে দীর্ঘতম। স্কটল্যান্ডে গ্রীষ্মকালীন বাসভবন বালমোরাল ক্যাসেলে প্রয়াত হন রানি। রানি দ্বিতীয় এলিজাবেথ ছিলেন  বিশ্বের সবচেয়ে বয়স্ক এবং দীর্ঘ মেয়াদী রাষ্ট্রপ্রধান। মাত্র ২৫ বছর বয়সে ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি তাঁর বাবা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর সিংহাসনে বসেছিলেন তিনি। দীর্ঘকাল রাজত্বপাট চালিয়েছেন তিনি। অক্টোবর থেকে স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন রানি। চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। রানির প্রয়াণের পর ৭৩ বছর বয়সে রাজার আসনে প্রিন্স চার্লস।