০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চিকিৎসকের চেম্বারে বসে কাগজ হাতেই লুটিয়ে পড়লেন এক ব্যক্তি, সঙ্গে সঙ্গে মৃত্যু, দেখুন ভাইরাল সিসিটিভি ফুটেজ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৭ নভেম্বর ২০২২, সোমবার
  • / 7

পুবের কলম ওয়েবডেস্ক:  অতর্কিতে কিভাবে মৃত্যু এসে থমকে দিতে পারে সবকিছু। চিকিৎসকের চেম্বারে বসে খবরের কাগজ পড়ছিলেন এক ব্যক্তি। আচমকাই তিনি কাগজটা পাশে রাখতে রাখতে লুটিয়ে পড়েন। এরপর সোফা থেকে সোজা মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে ক্লিনিকের অন্য কর্মী এবং অপেক্ষারত  রোগীরাও  ছুটে আসেন। প্রাথমিক ভাবে চোখেমুখে জল ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টাও করা হয়। কিন্তু কোনভাবেই আর ফেরেনি জ্ঞান । এরপর চিকিৎসক এসে ওই ব্যাক্তিকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। ওই ক্লিনিকের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে পুরো ঘটনা। যে ভিডিও দেখে স্তম্ভিত নেটিজেনরা।

ওই ব্যক্তির নাম দিলীপ কুমার, পেশায় তিনি একজন বস্ত্র ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে রাজস্থানের বাড়মেরে। ওই ক্লিনিকের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার । ওইদিন দিলীপ চিকিৎসককে দেখাতে একটি স্থানীয় ক্লিনিকে আসেন।  ক্লিনিকে রাখা সংবাদপত্র পড়তে পড়তেই তিনি লুটিয়ে পড়েন। একটি বিয়ের অনুষ্ঠানে যোগদিতে ওই ব্যক্তি এসেছিলেন রাজস্থানে। আদতে তিনি গুজরাতের বাসিন্দা। পুরো ঘটনায় ওই বস্ত্রব্যবসায়ীর পরিবার এবং ওই ক্লিনিকেও নেমে এসেছে শোকের ছায়া।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চিকিৎসকের চেম্বারে বসে কাগজ হাতেই লুটিয়ে পড়লেন এক ব্যক্তি, সঙ্গে সঙ্গে মৃত্যু, দেখুন ভাইরাল সিসিটিভি ফুটেজ

আপডেট : ৭ নভেম্বর ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক:  অতর্কিতে কিভাবে মৃত্যু এসে থমকে দিতে পারে সবকিছু। চিকিৎসকের চেম্বারে বসে খবরের কাগজ পড়ছিলেন এক ব্যক্তি। আচমকাই তিনি কাগজটা পাশে রাখতে রাখতে লুটিয়ে পড়েন। এরপর সোফা থেকে সোজা মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে ক্লিনিকের অন্য কর্মী এবং অপেক্ষারত  রোগীরাও  ছুটে আসেন। প্রাথমিক ভাবে চোখেমুখে জল ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টাও করা হয়। কিন্তু কোনভাবেই আর ফেরেনি জ্ঞান । এরপর চিকিৎসক এসে ওই ব্যাক্তিকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। ওই ক্লিনিকের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে পুরো ঘটনা। যে ভিডিও দেখে স্তম্ভিত নেটিজেনরা।

ওই ব্যক্তির নাম দিলীপ কুমার, পেশায় তিনি একজন বস্ত্র ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে রাজস্থানের বাড়মেরে। ওই ক্লিনিকের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার । ওইদিন দিলীপ চিকিৎসককে দেখাতে একটি স্থানীয় ক্লিনিকে আসেন।  ক্লিনিকে রাখা সংবাদপত্র পড়তে পড়তেই তিনি লুটিয়ে পড়েন। একটি বিয়ের অনুষ্ঠানে যোগদিতে ওই ব্যক্তি এসেছিলেন রাজস্থানে। আদতে তিনি গুজরাতের বাসিন্দা। পুরো ঘটনায় ওই বস্ত্রব্যবসায়ীর পরিবার এবং ওই ক্লিনিকেও নেমে এসেছে শোকের ছায়া।