০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলি সেনার হামলায় প্রাণ গেল ফিলিস্তিনি কিশোরের

ইমামা খাতুন
  • আপডেট : ১১ এপ্রিল ২০২৩, মঙ্গলবার
  • / 58

পুবের কলম,ওয়েবডেস্কঃ রমযানেও রক্তস্রোত ফিলিস্তিনে। ইসরাইলি সেনার হামলায় এক ফিলিস্তিনি কিশোর প্রাণ হারিয়েছে। ইসরাইল দাবি করেছে, সেনা অভিযানের সময় ওই কিশোর এলোপাতাড়ি গুলি চালায়। আর এতেই ওই কিশোরের ওপর পালটা হামলা চালায় তারা। নিহত ওই কিশোরের নাম মুহাম্মদ বলহান (১৫)। তার পেটে, কাঁধে, মাথায় গুলি লাগে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রক জানায়। মন্ত্রক থেকে আরো বলা হয়, পশ্চিম তীরে সামরিক অভিযান চলাকালীন ওই কিশোরকে নৃশংসভাবে হত্যা করা হয়।

ইসরাইল দাবি করেছে, ফিলিস্তিনি জঙ্গিদের হামলা বেড়ে যাওয়ায় তাদের খোঁজে পশ্চিম তীরে মাঝেমধ্যেই সামরিক অভিযান চালায় ইসরাইলি সেনাবাহিনী। সোমবারও তারা অভিযান চালাচ্ছিল। সেখানে ঢুকতেই নিহত মুহাম্মদ গুলি করতে থাকে এবং গ্রেনেডও ছোঁড়ে। এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় ফিলিস্তিনিরা।

চলতি বছরের শুরু থেকেই এই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত ৮০ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। উল্লেখ্য, রমযানে নামায পড়তে জেরুসালেমের আল-আকসা মসজিদে জড়ো হয়েছিলেন হাজার হাজার মুসলমান। সেখানে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এর পর থেকেই শুরু হয় সংঘাত। প্রায় ১১ দিন ধরে হামাস ও ইসরাইলি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসরাইলি সেনার হামলায় প্রাণ গেল ফিলিস্তিনি কিশোরের

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, মঙ্গলবার

পুবের কলম,ওয়েবডেস্কঃ রমযানেও রক্তস্রোত ফিলিস্তিনে। ইসরাইলি সেনার হামলায় এক ফিলিস্তিনি কিশোর প্রাণ হারিয়েছে। ইসরাইল দাবি করেছে, সেনা অভিযানের সময় ওই কিশোর এলোপাতাড়ি গুলি চালায়। আর এতেই ওই কিশোরের ওপর পালটা হামলা চালায় তারা। নিহত ওই কিশোরের নাম মুহাম্মদ বলহান (১৫)। তার পেটে, কাঁধে, মাথায় গুলি লাগে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রক জানায়। মন্ত্রক থেকে আরো বলা হয়, পশ্চিম তীরে সামরিক অভিযান চলাকালীন ওই কিশোরকে নৃশংসভাবে হত্যা করা হয়।

ইসরাইল দাবি করেছে, ফিলিস্তিনি জঙ্গিদের হামলা বেড়ে যাওয়ায় তাদের খোঁজে পশ্চিম তীরে মাঝেমধ্যেই সামরিক অভিযান চালায় ইসরাইলি সেনাবাহিনী। সোমবারও তারা অভিযান চালাচ্ছিল। সেখানে ঢুকতেই নিহত মুহাম্মদ গুলি করতে থাকে এবং গ্রেনেডও ছোঁড়ে। এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় ফিলিস্তিনিরা।

চলতি বছরের শুরু থেকেই এই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত ৮০ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। উল্লেখ্য, রমযানে নামায পড়তে জেরুসালেমের আল-আকসা মসজিদে জড়ো হয়েছিলেন হাজার হাজার মুসলমান। সেখানে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এর পর থেকেই শুরু হয় সংঘাত। প্রায় ১১ দিন ধরে হামাস ও ইসরাইলি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে।