০৬ মে ২০২৫, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফের জরুরি অবস্থা জারি হল শ্রীলঙ্কায়

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ জুলাই ২০২২, সোমবার
  • / 12

পুবের কলম ওয়েবডেস্কঃ শান্তি নেই শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে দেশব্যাপী জরুরি অবস্থা জারির ঘোষণা করেছেন। সোমবার থেকে এটি কার্যকর হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে রনিল বলেন, সহিংসতা থামানোর পাশাপাশি অর্থনৈতিক সংকট মোকাবিলার চেষ্টা করছে প্রশাসন।

 

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

‘জননিরাপত্তার স্বার্থে, জনশৃঙ্খলা রক্ষা এবং মানুষের জীবনের জন্য প্রয়োজনীয় সরবরাহ ও পরিষেবার রক্ষণাবেক্ষণের স্বার্থে’ জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানানো হয়। শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে গত সপ্তাহে তাঁর সরকারের বিরুদ্ধে তৈরি হওয়া অভ্যুত্থান থেকে বাঁচতে বিদেশে পালিয়ে যান। তিনি বলেছেন শ্রীলঙ্কাকে গ্রাস করা অর্থনৈতিক সংকট এড়াতে ‘সকল সম্ভাব্য পদক্ষেপ’ নিয়েছেন তিনি।

আরও পড়ুন: সউদি আরবে বহু খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র হোক : নেতানিয়াহু

 

আরও পড়ুন: রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

এরপর থেকে এদেশ-ওদেশে পালিয়ে বেড়াচ্ছেন রাজাপক্ষে। শ্রীলঙ্কার পার্লামেন্ট শনিবার নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করার জন্য বৈঠকে বসে। এই বৈঠকের ফলাফল সম্পর্কে কিছু জানা যায়নি। উল্লেখ্য, চরম অর্থনৈতিক সংকটে দ্বীপরাষ্ট্রের নাগরিকদের দিশেহারা অবস্থা। এই পরিস্থিতিতে বিক্ষোভের আগুনে জ্বলছে দেশ। সাধারণ মানুষের ক্ষোভ রাজাপক্ষে পরিবারের ওপর। অভিযোগ, রাজাপক্ষে প্রশাসনের ভুল অর্থনৈতিক নীতির জন্যই দেশের অর্থনীতির এই বেহাল দশা। যার ফলে আজ দেশে প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ নেই।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের জরুরি অবস্থা জারি হল শ্রীলঙ্কায়

আপডেট : ১৮ জুলাই ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ শান্তি নেই শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে দেশব্যাপী জরুরি অবস্থা জারির ঘোষণা করেছেন। সোমবার থেকে এটি কার্যকর হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে রনিল বলেন, সহিংসতা থামানোর পাশাপাশি অর্থনৈতিক সংকট মোকাবিলার চেষ্টা করছে প্রশাসন।

 

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

‘জননিরাপত্তার স্বার্থে, জনশৃঙ্খলা রক্ষা এবং মানুষের জীবনের জন্য প্রয়োজনীয় সরবরাহ ও পরিষেবার রক্ষণাবেক্ষণের স্বার্থে’ জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানানো হয়। শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে গত সপ্তাহে তাঁর সরকারের বিরুদ্ধে তৈরি হওয়া অভ্যুত্থান থেকে বাঁচতে বিদেশে পালিয়ে যান। তিনি বলেছেন শ্রীলঙ্কাকে গ্রাস করা অর্থনৈতিক সংকট এড়াতে ‘সকল সম্ভাব্য পদক্ষেপ’ নিয়েছেন তিনি।

আরও পড়ুন: সউদি আরবে বহু খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র হোক : নেতানিয়াহু

 

আরও পড়ুন: রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

এরপর থেকে এদেশ-ওদেশে পালিয়ে বেড়াচ্ছেন রাজাপক্ষে। শ্রীলঙ্কার পার্লামেন্ট শনিবার নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করার জন্য বৈঠকে বসে। এই বৈঠকের ফলাফল সম্পর্কে কিছু জানা যায়নি। উল্লেখ্য, চরম অর্থনৈতিক সংকটে দ্বীপরাষ্ট্রের নাগরিকদের দিশেহারা অবস্থা। এই পরিস্থিতিতে বিক্ষোভের আগুনে জ্বলছে দেশ। সাধারণ মানুষের ক্ষোভ রাজাপক্ষে পরিবারের ওপর। অভিযোগ, রাজাপক্ষে প্রশাসনের ভুল অর্থনৈতিক নীতির জন্যই দেশের অর্থনীতির এই বেহাল দশা। যার ফলে আজ দেশে প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ নেই।