১৩ জুলাই ২০২৫, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রীয় বাহিনীর খরচ চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ জুন ২০২৩, শনিবার
  • / 57

পুবের কলম প্রতিবেদকঃ আদালত আগেই নির্দেশ দিয়েছে বাংলার পঞ্চায়েত ভোটে যে কেন্দ্রীয় বাহিনী আসবে তার খরচ যোগাবে কেন্দ্র সরকার। সেই আদেশনামা মেনেই এবার রাজ্যের তরফে চিঠি পাঠানো হচ্ছে কেন্দ্রকে। বাংলার পঞ্চায়েত ভোটের জন্য রাজ্য নির্বাচন কমিশন ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠালেও কেন্দ্র সরকার ৩৩৭ কোম্পানি বাহিনী পাঠাতে সমর্থ হয়েছে। বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে গতকালই কমিশন ফের চিঠি পাঠায় কেন্দ্র। কিন্তু সেই বাহিনী আদৌ মিলবে কিনা তা নিয়ে বড়সড় প্রশ্ন রয়েছে। তবে বাংলায় যেহেতু ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসা নিশ্চিত হয়েছে তাই এই বাহিনীর খরচ চেয়ে এবার কেন্দ্রকে ফের চিঠি পাঠালো রাজ্য পুলিশ প্রশাসন। কেননা বাংলায় আসা এই কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে হবে বাংলার পুলিশের অধীনে থেকেই।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ৩৩৭ কোম্পানি বাহিনীর জওয়ানদের থাকা-খাওয়া-যাতায়াত সহ যাবতীয় লজিস্টিকাল সাপোর্টের জন্য দিল্লির কাছে ১৫০ কোটি টাকা চেয়ে চিঠি পাঠিয়েছে রাজ্য পুলিশ। ভোটপর্ব মিটলে মোট খরচের হিসেব করে বাকি টাকা চাওয়া হবে। রাজ্য পুলিশের তরফে রাজ্য নির্বাচন কমিশনের কাছে এ সংক্রান্ত কাগজ পাঠানো হয়েছে। তাঁরা এই চিঠি পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ধাপে ধাপে রাজ্যে এসে পৌঁছবে। আদালতের নির্দেশে বাহিনী বাবদ কোনও খরচ রাজ্যকে বহন করতে হবে না। কিন্তু বাহিনীর থাকা-খাওয়া, যাতায়াতের জন্য গাড়ি ইত্যাদির ব্যবস্থা করতে হবে রাজ্য পুলিশকেই। বিপুল সংখ্যক এই আধাসেনাকে রাখার জন্য জেলায় জেলায় অনেক স্কুলবাড়ি, হোটেল বা গেস্ট হাউস ভাড়া নিতে হবে রাজ্য পুলিশকে। তাদের বিলও মেটাবে তাঁরাই। খাওয়ার ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

 

আরও পড়ুন: দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ক্যান্সার, শীর্ষে উত্তরপ্রদেশ: সংসদে জানাল কেন্দ্র

 

আরও পড়ুন: সউদি আরবে বহু খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র হোক : নেতানিয়াহু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেন্দ্রীয় বাহিনীর খরচ চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের

আপডেট : ২৪ জুন ২০২৩, শনিবার

পুবের কলম প্রতিবেদকঃ আদালত আগেই নির্দেশ দিয়েছে বাংলার পঞ্চায়েত ভোটে যে কেন্দ্রীয় বাহিনী আসবে তার খরচ যোগাবে কেন্দ্র সরকার। সেই আদেশনামা মেনেই এবার রাজ্যের তরফে চিঠি পাঠানো হচ্ছে কেন্দ্রকে। বাংলার পঞ্চায়েত ভোটের জন্য রাজ্য নির্বাচন কমিশন ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠালেও কেন্দ্র সরকার ৩৩৭ কোম্পানি বাহিনী পাঠাতে সমর্থ হয়েছে। বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে গতকালই কমিশন ফের চিঠি পাঠায় কেন্দ্র। কিন্তু সেই বাহিনী আদৌ মিলবে কিনা তা নিয়ে বড়সড় প্রশ্ন রয়েছে। তবে বাংলায় যেহেতু ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসা নিশ্চিত হয়েছে তাই এই বাহিনীর খরচ চেয়ে এবার কেন্দ্রকে ফের চিঠি পাঠালো রাজ্য পুলিশ প্রশাসন। কেননা বাংলায় আসা এই কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে হবে বাংলার পুলিশের অধীনে থেকেই।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ৩৩৭ কোম্পানি বাহিনীর জওয়ানদের থাকা-খাওয়া-যাতায়াত সহ যাবতীয় লজিস্টিকাল সাপোর্টের জন্য দিল্লির কাছে ১৫০ কোটি টাকা চেয়ে চিঠি পাঠিয়েছে রাজ্য পুলিশ। ভোটপর্ব মিটলে মোট খরচের হিসেব করে বাকি টাকা চাওয়া হবে। রাজ্য পুলিশের তরফে রাজ্য নির্বাচন কমিশনের কাছে এ সংক্রান্ত কাগজ পাঠানো হয়েছে। তাঁরা এই চিঠি পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ধাপে ধাপে রাজ্যে এসে পৌঁছবে। আদালতের নির্দেশে বাহিনী বাবদ কোনও খরচ রাজ্যকে বহন করতে হবে না। কিন্তু বাহিনীর থাকা-খাওয়া, যাতায়াতের জন্য গাড়ি ইত্যাদির ব্যবস্থা করতে হবে রাজ্য পুলিশকেই। বিপুল সংখ্যক এই আধাসেনাকে রাখার জন্য জেলায় জেলায় অনেক স্কুলবাড়ি, হোটেল বা গেস্ট হাউস ভাড়া নিতে হবে রাজ্য পুলিশকে। তাদের বিলও মেটাবে তাঁরাই। খাওয়ার ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

 

আরও পড়ুন: দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ক্যান্সার, শীর্ষে উত্তরপ্রদেশ: সংসদে জানাল কেন্দ্র

 

আরও পড়ুন: সউদি আরবে বহু খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র হোক : নেতানিয়াহু