পুবের কলম, ওয়েবডেস্ক: ওডিশায় এনকাউন্টারে খতম করা হল শীর্ষ মাও নেতাকে। বুধবার রাতে কন্ধমাল জেলায় পৃথক দু’টি এনকাউন্টারে নিহত হন মাওবাদীদের শীর্ষ নেতা গণেশ উইকে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তিনি। নিহত হয়েছে আরও এক সদস্য। সূত্রের খবর, বুধবার রাতে ওই জঙ্গলে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হন মাওবাদীদের দুই সদস্য। তাঁরা সংগঠনের ছত্তিসগড়ের সদস্য ছিলেন। জঙ্গল থেকে উদ্ধার হয়েছে থ্রিনটথ্রি রাইফেল ও ইনসাস রাইফেল, প্রচুর কার্তুজ। ওডিশার ডিজিপি যোগেশ বাহাদুর খুরানিয়া জানান, প্রথম এনকাউন্টার হয় বেলঘর থানা এলাকার গুম্মার জঙ্গলে।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে দ্বিতীয় এনকাউন্টার করা হয়। চাকাপাড থানা এলাকার রাম্পার জঙ্গলে যে এনকাউন্টার হয়, তাতে নিহত হন চার জন।
জানা গিয়েছে, মাও শীর্ষ নেতার মাথায় দাম ছিল ১ কোটি ১০ লক্ষ টাকা। গণেশ পাক্কা হনুমানতু ওরফে রাজেশ তিওয়ারি ওরফে চামরু ওরফে রুপা নামেও পরিচিত ছিলেন।





























