ছন্দে ফিরছে আফগানিস্তান, এবার কাজে ফিরলেন আফগান পুলিশ
- আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, সোমবার
- / 20
পুবের কলম ওয়েবডেস্কঃ জীবনের ছন্দ ফিরে পাচ্ছে আফগানিস্তান। কাবুল বিমানবন্দরে মহিলা কর্মীদের পাশাপাশি এবার কাজে ফিরলেন আফগান পুলিশরা।
কাবুল বিমানবন্দরে তালিবানের পাশাপাশি ডিউটি করছেন তারা। তালিবান কমান্ডারদের কাছ থেকে টেলিফোন পাওয়ার পর তারা কাজে যোগ দিয়েছেন বলে জানানো হয়েছে। আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালিবানের হাতে চলে যাওয়ায় দেশটির পুলিশ কর্মীরা দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন। কিন্তু তালিবানরা প্রাক্তন সরকারি অধিকর্তা, কর্মচারীদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণার পর এসব পুলিশ আবার কাজে ফিরলেন।
কাবুল বিমানবন্দরের চেকপয়েন্ট পরিচালনার কাজে ফিরেছেন আফগান পুলিশ। তালিবানদের সঙ্গে কাজ করছেন তারা। গত মাসে পদত্যাগ করে চলে যাওয়া অনেকের কাছে তালিবান কমান্ডারের ফোনকল পৌঁছার পর কাজে ফিরেছেন তারা।
আফগান পুলিশের দুই শীর্ষ কর্তা জানিয়েছেন, গত শনিবার তালিবান কমান্ডারদের কাছ থেকে টেলিফোন পাওয়ার পর তারা কাজে যোগ দিয়েছেন।