শ্রদ্ধা খুনে মূল অভিযুক্ত আফতাবের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ হিন্দু সেনার বিরুদ্ধে, আটক ২

- আপডেট : ২৮ নভেম্বর ২০২২, সোমবার
- / 49
পুবের কলম, ওয়েবডেস্কঃ শ্রদ্ধা খুনে মূল অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার পুলিশ ভ্যানের উপর তরোয়াল দিয়ে হামলা চালানোর অভিযোগ হিন্দু সেনাদের বিরুদ্ধে। সোমবার পলিগ্রাফ টেস্ট করে ফেরার পথে আফতাব আমিন পুনাওয়ালার ওপরে এই অতর্কিতে হামলা চালানো হয়। সেই সময় আফতাব পুলিশের ভ্যানে ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
এদিন সন্ধ্যায় পলিগ্রাফ পরীক্ষার পর পুলিশের গাড়িতে করে আফতাবকে নিয়ে জেলের দিকে যাওয়া হচ্ছিল। সেই সময় ওই গাড়িতে অতর্কিতে হামলা চালায় প্রায় ১৫ জন। হামলায় আফতাবের কোনও ক্ষতি হয়নি। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা হিন্দু সেনার সদস্য।
পুলিশ সূত্রে খবর, হামলাকারীরারা গুরুগ্রাম থেকে এসেছিল বলে জানা গিয়েছে। এদের মধ্যে একজনের নাম নিগম গুরজর। ঘটনার সময় পুলিশের গাড়িতে আফতাব ছাড়াও একজন সাব ইন্সপেক্টর সহ পাঁচজন পুলিশ কর্মী ছিলেন।
দিল্লিতে ফরেন্সিক পরীক্ষাগারের বাইরে এই হামলা চালানো হয়। আফতাব যে গাড়িতে ছিলেন, ওই গাড়িতে কয়েক জন ব্যক্তি হঠাৎ করেই অতর্কিতে হামলা চালায়।
হামলায় অভিযুক্ত ব্যক্তিরা দাবি করেছেন, শ্রদ্ধার বিচার চাই। শ্রদ্ধাকে খুনের জন্যই আফতাবের উপর তাঁরা হামলা চালানোর চেষ্টা করেন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। ১৫ জন তলোয়ার নিয়ে হামলা চালান। হামলাকারীদের কয়েক জন জখম হয়েছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, শ্রদ্ধা হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লি সহ গোটা দেশে। লিভ ইন সঙ্গী শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করে ফ্রিজে সংরক্ষণ করার পর, দেহ মেহরৌউলির জঙ্গলে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে আফতাব আমিন পুনাওয়ালার বিরুদ্ধে। এই ঘটনায় জেলবন্দি আফতাব আমিন পুনাওয়ালা। শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডে অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালাকে ১৩ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত তিহার জেলে থাকবেন আফতাব।