১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দিনভর রোযা রেখে, ইফতারের পর মাঠে নেমে হ্যাট্রিক বেনজিমার

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৭ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার
  • / 38

পুবের কলম ওয়েবডেস্কঃ সারাদিন রোযা রেখে, ইফতারের পর মাঠে নেমে হ্যাট্রিক করে দলকে জেতালেন করিম বেনজিমা । এর আগে পিএসজির বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন তিনি। ইতিমধ্যেই বেঞ্জিমার গোল ১১ ছুঁয়েছে।

হ্যাট্রিক করার পরে বেনজিমা বলেন ‘রোজায় আমার ফিটনেসের ওপর কোনো প্রভাব পড়ে না। রমজান আমার জীবনের অংশ এবং ধর্মীয় কারণে আমি রোযা রাখতে বাধ্য। এটি আমার জন্য গুরুত্বপূর্ণ। রোযা রাখলে আমার বরং ভালো   লাগে’- রমজানেও খেলা চালিয়ে যাওয়ার  ব্যাপারে এভাবেই নিজের বক্তব্য তুলে ধরলেন  করিম বেনজিমা।

আরও পড়ুন: হোয়াইট হাউজে ইফতার ট্রাম্পের

রমজানের শুরু থেকেই নিয়মিত রোজা রাখছেন এই সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকার। এর মাঝে নিজের পারফরম্যান্স ও ফিটনেস ধরে রাখা কতটা চ্যালেঞ্জিং তা জানাতেই কিছুদিন আগে এই কথাগুলো বলছিলেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার।

আরও পড়ুন: ওয়াকফ বিলের প্রতিবাদ: নীতীশের ইফতার মজলিস বয়কট মুসলিম সংগঠনগুলির

 

আরও পড়ুন: আজকের ইফতার ও সেহরির ইফতারের সময়সূচী

বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইংলিশ ক্লাব চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে তিনটি গোলই করেছেন বেনজিমমা। তাও কি না  ইফতারের মাত্র ১৩ মিনিটের মাথায়ই মাঠে নামার পর। পুরো ম্যাচেই আলো ছড়িয়েছেন তিনি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিনভর রোযা রেখে, ইফতারের পর মাঠে নেমে হ্যাট্রিক বেনজিমার

আপডেট : ৭ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ সারাদিন রোযা রেখে, ইফতারের পর মাঠে নেমে হ্যাট্রিক করে দলকে জেতালেন করিম বেনজিমা । এর আগে পিএসজির বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন তিনি। ইতিমধ্যেই বেঞ্জিমার গোল ১১ ছুঁয়েছে।

হ্যাট্রিক করার পরে বেনজিমা বলেন ‘রোজায় আমার ফিটনেসের ওপর কোনো প্রভাব পড়ে না। রমজান আমার জীবনের অংশ এবং ধর্মীয় কারণে আমি রোযা রাখতে বাধ্য। এটি আমার জন্য গুরুত্বপূর্ণ। রোযা রাখলে আমার বরং ভালো   লাগে’- রমজানেও খেলা চালিয়ে যাওয়ার  ব্যাপারে এভাবেই নিজের বক্তব্য তুলে ধরলেন  করিম বেনজিমা।

আরও পড়ুন: হোয়াইট হাউজে ইফতার ট্রাম্পের

রমজানের শুরু থেকেই নিয়মিত রোজা রাখছেন এই সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকার। এর মাঝে নিজের পারফরম্যান্স ও ফিটনেস ধরে রাখা কতটা চ্যালেঞ্জিং তা জানাতেই কিছুদিন আগে এই কথাগুলো বলছিলেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার।

আরও পড়ুন: ওয়াকফ বিলের প্রতিবাদ: নীতীশের ইফতার মজলিস বয়কট মুসলিম সংগঠনগুলির

 

আরও পড়ুন: আজকের ইফতার ও সেহরির ইফতারের সময়সূচী

বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইংলিশ ক্লাব চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে তিনটি গোলই করেছেন বেনজিমমা। তাও কি না  ইফতারের মাত্র ১৩ মিনিটের মাথায়ই মাঠে নামার পর। পুরো ম্যাচেই আলো ছড়িয়েছেন তিনি।