কেবল জল পান করেই অমরনাথের গুহায় আটদিন ধরে আটকিয়ে মিনাখাঁর পুর্ণার্থী সমরেশ

- আপডেট : ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার
- / 16
পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ এ যেন জীবনকে বাজি রেখে পুনর্জন্ম লাভ বাঙালি পুণ্যার্থীর।মেঘ ভাঙ্গা বৃষ্টিতে চোখের সামনে একের পর এক মৃত্যু। নিখোঁজ বহুজন। তার মধ্যে জীবন বাঁচানোর অদম্য লড়াই। জম্মু-কাশ্মীরের অমরনাথের শেষনাগ গুহায় আটকিয়ে দীর্ঘ আট দিন।একটু পানীয় জল খেয়ে জীবনকে বাজি রেখে নতুন জীবন লাভ করলেন সমরেশ হালদার।
বসিরহাটের মিনাখাঁ থানার মিনাখাঁ পঞ্চায়েতের মালঞ্চ বাজারের বছর ৪২ সমরেশ হালদার গত মাসের ১৯শে জুন অমরনাথ যাত্রায় গিয়েছিলেন। তারপর তারই স্ত্রী মহুয়া হালদারের তার সঙ্গে মোবাইল ফোনের শেষ কথা হয় চলতি মাসের ৬ জুলাই। তারপর আর খোঁজ পাওয়া যায় না।
এই নিয়ে দুশ্চিন্তায় ছিল হালদার পরিবার। একাধিকবার রাজ্য ও কেন্দ্র হেল্পলাইনে যোগাযোগ করলেও কেউ নির্দিষ্টভাবে জানাতে পারছিল না।
এই বাঙালি পূর্ণার্থী বৃহস্পতিবার সকালবেলা হঠাৎই স্ত্রী মহুয়া হালদারকে ভিডিও কলে করে। স্ত্রীর মোবাইল স্ক্রিনে তার ছবি ভেসে ওঠে।তার সঙ্গে কথা হয়। দীর্ঘনিশ্বাস ফেলে গোটা পরিবার।
তারপর পুরো ঘটনা বিস্তারিত জানান। পানীয় জলই সঙ্গে ছিল। তাই খেয়ে জীবন ধরে রাখা। কিন্তু এই ৮ দিনে হালদার পরিবারের একদিকে স্ত্রী ও বৃদ্ধা মায়ের চোখে জল, হতাশা ও একরাশ দুঃখ ও দুর ভাবনা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিল।
ছেলের খোঁজ পেয়ে রীতিমতো খুশি সমরেশ হালদারের মা। যেভাবে নিজের জীবন বাঁচানোর জন্য অদম্য লড়াই চেষ্টা চালিয়ে আবার নতুন জীবন ফিরে পেল, অমরনাথের রোমহর্ষক অভিজ্ঞতা লিপিবদ্ধ হয়ে থাকলেও সমরেশের ফেরার অপেক্ষায় গোটা পরিবার।