০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চারবছর পর আগামী ২২ ফেব্রুয়ারি সঙ্গীত নাটক আকাদেমি পুরষ্কার প্রদান করবেন রাষ্ট্রপতি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
  • / 79
 

 

 

পুবের কলম ওয়েবডস্ক:   চারবছর পর সঙ্গীত নাটক আকাদেমি পুরষ্কার প্রাপকদের হাতে তুলে  দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ২২ ফেব্রুয়ারি  শতাধিক শিল্পীর হাতে ২০২৯, ২০২০ এবং ২০২১ সালের  সঙ্গীত নাটক আকাদেমি  ফেলোশিপ এবং সঙ্গীত  নাটক পুরস্কার প্রদান করা হবে।

“কোভিড মহামারির  কারণে প্রাথমিকভাবে তিন বছর পুরষ্কার প্রদান অনুষ্ঠান স্থগিত ছিল। গত বছর  নভেম্বর মাসে  অনুষ্ঠিত জাতীয় সঙ্গীত, নৃত্য ও নাটক আকাদেমির  সাধারণ পরিষদের  সভায় সর্বসম্মতিক্রমে ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে আকাদেমি  ফেলো হিসেবে নির্বাচিত করা হয়। ফেলোশিপের জন্য নির্বাচিত বিশিষ্ট শিল্পীরা হলেন- সরোজা বৈদ্যনাথন (ভারতনাট্যম), সদানম কৃষ্ণকুট্টি (কথাকলি), পণ্ডিত ছান্নুলাল মিশ্র (হিন্দুস্তানি শাস্ত্রীয়), তিজন বাই (পান্ডবণী), কেসি নটরাজন (কর্ণাটিক সঙ্গীত), দর্শনা ঝাভেরি (মণিপুরি নৃত্য),  মালিনী রাজুরকর (হিন্দুস্তানি শাস্ত্রীয়), টিভি গোপালকৃষ্ণন (কর্ণাটিক এবং হিন্দুস্তানি সঙ্গীত), এবং ভারত গুপ্ত (ভারতীয় ক্লাসিস্ট)। উল্লেখ্য ১৯৫২ সাল থেকে দেওয়া  হচ্ছে সঙ্গীত নাটক আকাদেমি পুরষ্কার। শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে সবচেয়ে মর্যাদাপূর্ণ সন্মান হচ্ছে এটি। আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং নাগাল্যান্ড উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির শিল্পীরাও রয়েছেন প্রাপকের তালিকায়। ( ১৬৪)

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চারবছর পর আগামী ২২ ফেব্রুয়ারি সঙ্গীত নাটক আকাদেমি পুরষ্কার প্রদান করবেন রাষ্ট্রপতি

আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
 

 

 

পুবের কলম ওয়েবডস্ক:   চারবছর পর সঙ্গীত নাটক আকাদেমি পুরষ্কার প্রাপকদের হাতে তুলে  দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ২২ ফেব্রুয়ারি  শতাধিক শিল্পীর হাতে ২০২৯, ২০২০ এবং ২০২১ সালের  সঙ্গীত নাটক আকাদেমি  ফেলোশিপ এবং সঙ্গীত  নাটক পুরস্কার প্রদান করা হবে।

“কোভিড মহামারির  কারণে প্রাথমিকভাবে তিন বছর পুরষ্কার প্রদান অনুষ্ঠান স্থগিত ছিল। গত বছর  নভেম্বর মাসে  অনুষ্ঠিত জাতীয় সঙ্গীত, নৃত্য ও নাটক আকাদেমির  সাধারণ পরিষদের  সভায় সর্বসম্মতিক্রমে ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে আকাদেমি  ফেলো হিসেবে নির্বাচিত করা হয়। ফেলোশিপের জন্য নির্বাচিত বিশিষ্ট শিল্পীরা হলেন- সরোজা বৈদ্যনাথন (ভারতনাট্যম), সদানম কৃষ্ণকুট্টি (কথাকলি), পণ্ডিত ছান্নুলাল মিশ্র (হিন্দুস্তানি শাস্ত্রীয়), তিজন বাই (পান্ডবণী), কেসি নটরাজন (কর্ণাটিক সঙ্গীত), দর্শনা ঝাভেরি (মণিপুরি নৃত্য),  মালিনী রাজুরকর (হিন্দুস্তানি শাস্ত্রীয়), টিভি গোপালকৃষ্ণন (কর্ণাটিক এবং হিন্দুস্তানি সঙ্গীত), এবং ভারত গুপ্ত (ভারতীয় ক্লাসিস্ট)। উল্লেখ্য ১৯৫২ সাল থেকে দেওয়া  হচ্ছে সঙ্গীত নাটক আকাদেমি পুরষ্কার। শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে সবচেয়ে মর্যাদাপূর্ণ সন্মান হচ্ছে এটি। আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং নাগাল্যান্ড উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির শিল্পীরাও রয়েছেন প্রাপকের তালিকায়। ( ১৬৪)