০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জোরে বাইক চালানোর প্রতিবাদ করায় বচসা, তৃণমূলের বুথ সভাপতিকে প্রকাশ্যে গুলি নদিয়ায়

ইমামা খাতুন
  • আপডেট : ২১ মে ২০২৩, রবিবার
  • / 116

পুবের কলম প্রতিবেদক,নদিয়া: বাইক চালানো নিয়ে বচসা, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। বুক লক্ষ্য করে পরপর দু রাউন্ড গুলি করা হয় তাকে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি নদিয়ার কালিগঞ্জ থানার পালিতবেগিয়া এলাকার। গুলিবিদ্ধ ওই তৃণমূল কর্মীর নাম আশরাদুল শেখ। সূত্রের খবর বালিতবেগিয়া এলাকায় কয়েকজন যুবক তীব্র গতিতে বাইক চালিয়ে যাচ্ছিল। জানা যায়, ওই যুবকদের বাড়ি পাশের পাড়াতে। তীব্র গতিতে বাইক চালানোর কারণে প্রতিবাদ করে কয়েকজন এলাকাবাসী। প্রতিবাদ করার কারণে শুরু হয় কথা কাটাকাটি। এরপর হাতাহাতি শুরু হলে এলাকাবাসী বিষয়টি মিটিয়ে দেয়। অভিযোগ যারা বাইক চালাচ্ছিলেন তারা আবার গ্রামে এসে আগ্নেয়াস্ত্র বের করে। আবারও কথা কাটাকাটি শুরু হয় তাদের সঙ্গে। এরপরই আচমকা অভিযুক্ত এক যুবক আশরাদুল শেখকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র বের করে পরপর ২ রাউন্ড গুলি চালায়। আসরাদুল শেখের বুকে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আসরাদুল। চিৎকার চেঁচামেচি শুরু করলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবকরা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। এরপর অবস্থার অবনতি হলে তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। হাসপাতাল সূত্রে খবর আশরাদুল শেখের শরীর থেকে একটি গুলি উদ্ধার করা হলেও আরেকটি গুলি শরীরের ভেতরে রয়ে গেছে। বর্তমানে শক্তিনগর জেলা হাসপাতালে আশঙ্কা অবস্থায় ভর্তি সে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালীগঞ্জ থানার পুলিশ। এলাকাবাসীদের সঙ্গে কথা বলে পুলিশ জানার চেষ্টা করেছে আদতে ঘটনা কি কারণে হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। গুলিবিদ্ধ আশরাদুলের দাদা ওসমান গনি শেখ বলেন, মূলত তীব্র গতিতে বাইক চালানোর প্রতিবাদ করাতেই হামলা চালিয়েছে ওরা। তবে আমরা সকলেই তৃণমূল কর্মী।

আরও পড়ুন: Block Everything, সরকার বদলের দাবিতে এবার উত্তাল ফ্রান্স

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জোরে বাইক চালানোর প্রতিবাদ করায় বচসা, তৃণমূলের বুথ সভাপতিকে প্রকাশ্যে গুলি নদিয়ায়

আপডেট : ২১ মে ২০২৩, রবিবার

পুবের কলম প্রতিবেদক,নদিয়া: বাইক চালানো নিয়ে বচসা, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। বুক লক্ষ্য করে পরপর দু রাউন্ড গুলি করা হয় তাকে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি নদিয়ার কালিগঞ্জ থানার পালিতবেগিয়া এলাকার। গুলিবিদ্ধ ওই তৃণমূল কর্মীর নাম আশরাদুল শেখ। সূত্রের খবর বালিতবেগিয়া এলাকায় কয়েকজন যুবক তীব্র গতিতে বাইক চালিয়ে যাচ্ছিল। জানা যায়, ওই যুবকদের বাড়ি পাশের পাড়াতে। তীব্র গতিতে বাইক চালানোর কারণে প্রতিবাদ করে কয়েকজন এলাকাবাসী। প্রতিবাদ করার কারণে শুরু হয় কথা কাটাকাটি। এরপর হাতাহাতি শুরু হলে এলাকাবাসী বিষয়টি মিটিয়ে দেয়। অভিযোগ যারা বাইক চালাচ্ছিলেন তারা আবার গ্রামে এসে আগ্নেয়াস্ত্র বের করে। আবারও কথা কাটাকাটি শুরু হয় তাদের সঙ্গে। এরপরই আচমকা অভিযুক্ত এক যুবক আশরাদুল শেখকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র বের করে পরপর ২ রাউন্ড গুলি চালায়। আসরাদুল শেখের বুকে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আসরাদুল। চিৎকার চেঁচামেচি শুরু করলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবকরা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। এরপর অবস্থার অবনতি হলে তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। হাসপাতাল সূত্রে খবর আশরাদুল শেখের শরীর থেকে একটি গুলি উদ্ধার করা হলেও আরেকটি গুলি শরীরের ভেতরে রয়ে গেছে। বর্তমানে শক্তিনগর জেলা হাসপাতালে আশঙ্কা অবস্থায় ভর্তি সে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালীগঞ্জ থানার পুলিশ। এলাকাবাসীদের সঙ্গে কথা বলে পুলিশ জানার চেষ্টা করেছে আদতে ঘটনা কি কারণে হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। গুলিবিদ্ধ আশরাদুলের দাদা ওসমান গনি শেখ বলেন, মূলত তীব্র গতিতে বাইক চালানোর প্রতিবাদ করাতেই হামলা চালিয়েছে ওরা। তবে আমরা সকলেই তৃণমূল কর্মী।

আরও পড়ুন: Block Everything, সরকার বদলের দাবিতে এবার উত্তাল ফ্রান্স