২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাদ রবীন্দ্রনাথ, উত্তরপ্রদেশে সিলেবাসে ঠাঁই পেলেন যোগী আদিত্যনাথ-রামদেব

পুবের কলম ওয়েবডেস্কঃ এযেন শিব ঠাকুরের আপন দেশে আইনকানুন সর্বনেশে”। যোগী রাজ্যে এবার পাঠক্রম থেকে ছেঁটে ফেলা হল রবীন্দ্রনাথ কে। উত্তর প্রদেশে দ্বাদশ শ্রেণীর পাঠক্রম থেকে বাদ পড়লেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষও করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।তাঁর কথায়, “ওঁরা কোনওদিন বাঙালির ঐতিহ্য বোঝেনি। ওঁদের কাছ থেকে এহেন আচরণ প্রত্যাশিত। দেশের সংস্কৃতি বোঝে না ওঁরা”।
একা রবীন্দ্রনাথ নন। কোপ পড়েছে প্রাক্তন রাষ্ট্রপতি তথা সর্বজনমান্য দার্শনিক ডঃ রাধাকৃষ্ণানের উপরও। তাঁর লেখা প্রবন্ধ ‘দ্য উইমেন্স এডুকেশন’ এতদিন পড়ানো হত। সেটিও বাতিল হয়েছে। বাতিল হয়েছে মুলকরাজ আনন্দের বিখ্যাত গল্প ‘দ্য লস্ট চাইল্ড। আর কে নায়াননের ‘অ্যান এস্ট্রোলজারস ডে’-এও ঠাঁই পায়নি এই সিলেবাসে। প্রখ্যাত ভারতীয় লেখকদের লেখা বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে নয়া সিলেবাসে জায়গা পাননি মিলটন এবং শেলি-ও। বদলে যুক্ত হয়েছে রামদেব ও যোগীর কীর্তিকলাপ।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বর্ণবিদ্বেষের শিকার এমবিএ পড়ুয়া, খুনকে ‘ভয়াবহ অপরাধ’ বললেন বিরোধী দলনেতা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাদ রবীন্দ্রনাথ, উত্তরপ্রদেশে সিলেবাসে ঠাঁই পেলেন যোগী আদিত্যনাথ-রামদেব

আপডেট : ১৬ জুলাই ২০২১, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ এযেন শিব ঠাকুরের আপন দেশে আইনকানুন সর্বনেশে”। যোগী রাজ্যে এবার পাঠক্রম থেকে ছেঁটে ফেলা হল রবীন্দ্রনাথ কে। উত্তর প্রদেশে দ্বাদশ শ্রেণীর পাঠক্রম থেকে বাদ পড়লেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষও করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।তাঁর কথায়, “ওঁরা কোনওদিন বাঙালির ঐতিহ্য বোঝেনি। ওঁদের কাছ থেকে এহেন আচরণ প্রত্যাশিত। দেশের সংস্কৃতি বোঝে না ওঁরা”।
একা রবীন্দ্রনাথ নন। কোপ পড়েছে প্রাক্তন রাষ্ট্রপতি তথা সর্বজনমান্য দার্শনিক ডঃ রাধাকৃষ্ণানের উপরও। তাঁর লেখা প্রবন্ধ ‘দ্য উইমেন্স এডুকেশন’ এতদিন পড়ানো হত। সেটিও বাতিল হয়েছে। বাতিল হয়েছে মুলকরাজ আনন্দের বিখ্যাত গল্প ‘দ্য লস্ট চাইল্ড। আর কে নায়াননের ‘অ্যান এস্ট্রোলজারস ডে’-এও ঠাঁই পায়নি এই সিলেবাসে। প্রখ্যাত ভারতীয় লেখকদের লেখা বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে নয়া সিলেবাসে জায়গা পাননি মিলটন এবং শেলি-ও। বদলে যুক্ত হয়েছে রামদেব ও যোগীর কীর্তিকলাপ।