০৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
WBBSE Secondary Result 2025: Al-Ameen Mission student Arif Mondal in the merit list with 686 marks

৬৮৬ পেয়ে মেধাতালিকায় Al-Ameen এর আরিফ মণ্ডল

ইমামা খাতুন
  • আপডেট : ২ মে ২০২৫, শুক্রবার
  • / 330

Al-Ameen মিশনের খলতপুর শাখার শিক্ষার্থী শেখ আরিফ মণ্ডল ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় ৬৮৬ নম্বর পেয়ে রাজ্যের মেধাতালিকায় দশম স্থান অধিকার করেছে। এই সাফল্য আল-আমীন মিশনের ধারাবাহিক কৃতিত্বের আরেকটি মাইলফলক।

আরিফ বর্তমানে খলতপুর শাখায় একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত। এর আগে তিনি পাথরচাপুড়ি শাখায় পড়াশোনা করতেন। মাধ্যমিকের ফল প্রকাশের পর, Al-Ameen মিশনের সাধারণ সম্পাদক এম নুরুল ইসলাম ও সুপারভাইজার শেখ মারুফ আজম তাকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান।

Al-Ameen মিশন ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, যা বর্তমানে পশ্চিমবঙ্গের ১৫টি জেলায় ৫৬টি শাখায় বিস্তৃত। এখানে ১২ হাজার আবাসিক শিক্ষার্থী রয়েছে এবং প্রায় ১৬ হাজার শিক্ষার্থী সফলভাবে পাশ করেছে। Al-Ameen মিশন WBBSE, WBHSE এবং CBSE বোর্ডের পাঠ্যক্রম অনুসরণ করে।

আরও পড়ুন: সুন্দরবনের পাঁচশ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে নজির গড়ল আল আমিন মিশনের প্রাক্তনীরা

[ আরও পড়ুন:  বাসস্থানের অভাব ও অসামঞ্জস্য দূর করতে আল-আমিন মিশনের প্রাক্তনীদের নতুন উদ্যোগ ‘ইনভিক্টা’ ]

আরও পড়ুন: কার্ডিওলজিস্ট হতে চান আজিজ, নিটে Rank করেছেন ৩৩১৩

শেখ আরিফ মণ্ডলের এই সাফল্য Al-Ameen মিশনের শিক্ষার মান এবং শিক্ষার্থীদের পরিশ্রমের প্রতিফলন। এই কৃতিত্ব ভবিষ্যতের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

WBBSE Secondary Result 2025: Al-Ameen Mission student Arif Mondal in the merit list with 686 marks

৬৮৬ পেয়ে মেধাতালিকায় Al-Ameen এর আরিফ মণ্ডল

আপডেট : ২ মে ২০২৫, শুক্রবার

Al-Ameen মিশনের খলতপুর শাখার শিক্ষার্থী শেখ আরিফ মণ্ডল ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় ৬৮৬ নম্বর পেয়ে রাজ্যের মেধাতালিকায় দশম স্থান অধিকার করেছে। এই সাফল্য আল-আমীন মিশনের ধারাবাহিক কৃতিত্বের আরেকটি মাইলফলক।

আরিফ বর্তমানে খলতপুর শাখায় একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত। এর আগে তিনি পাথরচাপুড়ি শাখায় পড়াশোনা করতেন। মাধ্যমিকের ফল প্রকাশের পর, Al-Ameen মিশনের সাধারণ সম্পাদক এম নুরুল ইসলাম ও সুপারভাইজার শেখ মারুফ আজম তাকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান।

Al-Ameen মিশন ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, যা বর্তমানে পশ্চিমবঙ্গের ১৫টি জেলায় ৫৬টি শাখায় বিস্তৃত। এখানে ১২ হাজার আবাসিক শিক্ষার্থী রয়েছে এবং প্রায় ১৬ হাজার শিক্ষার্থী সফলভাবে পাশ করেছে। Al-Ameen মিশন WBBSE, WBHSE এবং CBSE বোর্ডের পাঠ্যক্রম অনুসরণ করে।

আরও পড়ুন: সুন্দরবনের পাঁচশ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে নজির গড়ল আল আমিন মিশনের প্রাক্তনীরা

[ আরও পড়ুন:  বাসস্থানের অভাব ও অসামঞ্জস্য দূর করতে আল-আমিন মিশনের প্রাক্তনীদের নতুন উদ্যোগ ‘ইনভিক্টা’ ]

আরও পড়ুন: কার্ডিওলজিস্ট হতে চান আজিজ, নিটে Rank করেছেন ৩৩১৩

শেখ আরিফ মণ্ডলের এই সাফল্য Al-Ameen মিশনের শিক্ষার মান এবং শিক্ষার্থীদের পরিশ্রমের প্রতিফলন। এই কৃতিত্ব ভবিষ্যতের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।