গুজরাতে ১৫৭ স্কুলে মাধ্যমিকে সবাই ফেল

- আপডেট : ২৯ মে ২০২৩, সোমবার
- / 14
পুবের কলম,ওয়েবডেস্ক: বিজেপি শাসিত রাজ্যগুলিতে শিক্ষার মান কতটা নিম্নমুখী দিন কয়েক আগে অসমের মাধ্যমিক পরীক্ষার ফলাফল থেকে তার নজির উঠে এসেছে। সে রাজ্যে কয়েক ডজন এমন স্কুল রয়েছে, যেখান থেকে একজনও পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।
গত বছরও একই ছবি ধরা পড়েছিল। অসমের মতো একই চিত্র দেখা যাচ্ছে আর এক বিজেপি শাসিত রাজ্য গুজরাতে। শনিবার সে রাজ্যের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গুজরাট বোর্ডের এসএসসি দশম শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় সব মিলিয়ে ৬৪.৬১ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে।
এই ফলাফলে দেখা যাচ্ছে, সে রাজ্যের ১৫৭টি স্কুলের সব ছাত্রছাত্রীই ফেল করেছে। এরপরই প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর গর্বের গুজরাতে শিক্ষার অবস্থা এতোটা নিম্নমুখী কেন? দেখা যাচ্ছে, মাত্র ৬ হাজার ১১১ জন পরীক্ষার্থী ৩১ গ্রেড পেয়েছে। অঙ্কে ফেল করেছে ১ লক্ষ ৯৬ হাজার পড়ুয়া। ১ হাজার ৮৪টি স্কুলে পাশের হার মাত্র ৩ শতাংশ।